ETV Bharat / business

বেশি সুদে দ্রুত লাখপতি হওয়া সুযোগ ! স্টেট ব্যাঙ্ক নিয়ে এল নতুন 2টি ধামাকা স্কিম - SBI DEPOSIT SCHEMES 2025

SBI দুটি নতুন স্কিম চালু করেছে। এর মধ্যে একটি রেকারিং ডিপোজিট স্কিম হর ঘর লাখপতি ৷ দ্বিতীয় স্কিমের নাম SBI Patrons যেটি প্রবীণ নাগরিকদের জন্য।

SBI Deposit Schemes 2025
স্টেট ব্যাঙ্ক নিয়ে এল নতুন 2টি ধামাকা স্কিম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 1:44 PM IST

হায়দরাবাদ, 4 জানুয়ারি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি নতুন সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে ৷ একটি রেকারিং ডিপোজিটের স্কিম, অপরটি ফিক্সড ডিপোজিটের স্কিম ৷ ফিক্সড ডিপোজিটের স্কিমটি প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে আনা হয়েছে ৷ তবে দুটি স্কিমেই গ্রাহকদের বেশি সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ প্রথমটির নাম হর ঘর লখপতি যোজনা আর দ্বিতীয়টির নাম হল এসবিআই প্যাট্রন ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রেস রিলিজ অনুযায়ী, 'হর ঘর লখপতি' (Har Ghar Lakhpati Yojana) হল একটি প্রি-ক্যালকুলেটেড রেকারিং ডিপোজিট প্রকল্প যা গ্রাহকদের 1 লাখ টাকা বা এর গুণিতক পরিমাণ টাকা (দুই লাখ, তিন লাখ, চার লাখ ইত্যাদি) জমা করে বড় সঞ্চয় গড়তে সাহায্য করবে। অপ্রাপ্তবয়স্করাও এই স্কিমের সুবিধা পেতে পারেন। এছাড়াও, 80 বছর বয়সী গ্রাহকদের জন্য নতুন একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক। এটি এসবিআই প্যাট্রন (SBI Patrons) নামে লঞ্চ করা হয়েছে।

হর ঘর লখপতি যোজনার খুঁটিনাটি:

হর ঘর লখপতি যোজনার (Har Ghar Lakhpati Yojana) মেয়াদ তিন বছর এবং এতে স্বাভাবিক হারেই সুদ দেওয়া হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন থেকে পাঁচ বছরের বেশি সময়ের রিকারিং ডিপোজিট স্কিমে 6.75 শতাংশ সুদ দেয় ৷ পাশাপাশি, প্রবীণ নাগরিকদের এই একই মেয়াদের রিকারিং ডিপোজিট স্কিমে 7.25 শতাংশ সুদ দেওয়া হয়। এই বিষয়ে এক ব্যাঙ্ক আধিকারিক জানান, এই প্রকল্পের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এসবিআই প্যাট্রন-এ কত শতাংশ সুদ পাওয়া যাবে ?

এসবিআই প্যাট্রন নামের ফিক্সড ডিপোজিট স্কিমে 80 বছর বয়সী গ্রাহকদের সাধারণ সুদের হারের চেয়ে 10 বেসিস পয়েন্ট (0.10 শতাংশ) বেশি সুদ দেওয়া হবে। উল্লেখ্য, গত দুই বছরে ঋণ ও আমানতের বৃদ্ধির হারে ফারাক কমছিল। এটি পরিস্থিতির কাটিয়ে উঠতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্কগুলির সঙ্গে একটি বৈঠক করেন এবং তাদের নতুন প্রকল্প চালু করার কথা বলেন।

প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে বর্তমানে প্রদত্ত সুদ:

  • 7 দিন থেকে 45 দিনের আমানতে সুদের হার 4 শতাংশ,
  • 46 দিন থেকে 179 দিনের আমানতে সুদের হার 6 শতাংশ,
  • 180 দিন থেকে 210 দিনের আমানতে সুদের হার 6.75 শতাংশ,
  • 211 দিন থেকে 1 বছরের কম দিনের আমানতে সুদের হার 7 শতাংশ,
  • 1 বছর থেকে 2 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.30 শতাংশ,
  • 2 বছর থেকে 3 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.50 শতাংশ,
  • 3 বছর থেকে 5 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.25 শতাংশ,
  • 5 বছর থেকে 10 বছরের কম দিনের আমানতে সুদের হার 7 শতাংশ৷
আরও পড়ুন
তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে; তালিকায় আপনারটা নেই তো?
বেসরকারি ব্যাঙ্কে ইস্তফা-ছাঁটাই 25% বেড়েছে, পরিষেবা নিয়ে আশঙ্কায় রিজার্ভ ব্যাঙ্ক

হায়দরাবাদ, 4 জানুয়ারি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি নতুন সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে ৷ একটি রেকারিং ডিপোজিটের স্কিম, অপরটি ফিক্সড ডিপোজিটের স্কিম ৷ ফিক্সড ডিপোজিটের স্কিমটি প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে আনা হয়েছে ৷ তবে দুটি স্কিমেই গ্রাহকদের বেশি সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ৷ প্রথমটির নাম হর ঘর লখপতি যোজনা আর দ্বিতীয়টির নাম হল এসবিআই প্যাট্রন ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রেস রিলিজ অনুযায়ী, 'হর ঘর লখপতি' (Har Ghar Lakhpati Yojana) হল একটি প্রি-ক্যালকুলেটেড রেকারিং ডিপোজিট প্রকল্প যা গ্রাহকদের 1 লাখ টাকা বা এর গুণিতক পরিমাণ টাকা (দুই লাখ, তিন লাখ, চার লাখ ইত্যাদি) জমা করে বড় সঞ্চয় গড়তে সাহায্য করবে। অপ্রাপ্তবয়স্করাও এই স্কিমের সুবিধা পেতে পারেন। এছাড়াও, 80 বছর বয়সী গ্রাহকদের জন্য নতুন একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক। এটি এসবিআই প্যাট্রন (SBI Patrons) নামে লঞ্চ করা হয়েছে।

হর ঘর লখপতি যোজনার খুঁটিনাটি:

হর ঘর লখপতি যোজনার (Har Ghar Lakhpati Yojana) মেয়াদ তিন বছর এবং এতে স্বাভাবিক হারেই সুদ দেওয়া হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন থেকে পাঁচ বছরের বেশি সময়ের রিকারিং ডিপোজিট স্কিমে 6.75 শতাংশ সুদ দেয় ৷ পাশাপাশি, প্রবীণ নাগরিকদের এই একই মেয়াদের রিকারিং ডিপোজিট স্কিমে 7.25 শতাংশ সুদ দেওয়া হয়। এই বিষয়ে এক ব্যাঙ্ক আধিকারিক জানান, এই প্রকল্পের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এসবিআই প্যাট্রন-এ কত শতাংশ সুদ পাওয়া যাবে ?

এসবিআই প্যাট্রন নামের ফিক্সড ডিপোজিট স্কিমে 80 বছর বয়সী গ্রাহকদের সাধারণ সুদের হারের চেয়ে 10 বেসিস পয়েন্ট (0.10 শতাংশ) বেশি সুদ দেওয়া হবে। উল্লেখ্য, গত দুই বছরে ঋণ ও আমানতের বৃদ্ধির হারে ফারাক কমছিল। এটি পরিস্থিতির কাটিয়ে উঠতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্কগুলির সঙ্গে একটি বৈঠক করেন এবং তাদের নতুন প্রকল্প চালু করার কথা বলেন।

প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে বর্তমানে প্রদত্ত সুদ:

  • 7 দিন থেকে 45 দিনের আমানতে সুদের হার 4 শতাংশ,
  • 46 দিন থেকে 179 দিনের আমানতে সুদের হার 6 শতাংশ,
  • 180 দিন থেকে 210 দিনের আমানতে সুদের হার 6.75 শতাংশ,
  • 211 দিন থেকে 1 বছরের কম দিনের আমানতে সুদের হার 7 শতাংশ,
  • 1 বছর থেকে 2 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.30 শতাংশ,
  • 2 বছর থেকে 3 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.50 শতাংশ,
  • 3 বছর থেকে 5 বছরের কম দিনের আমানতে সুদের হার 7.25 শতাংশ,
  • 5 বছর থেকে 10 বছরের কম দিনের আমানতে সুদের হার 7 শতাংশ৷
আরও পড়ুন
তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে; তালিকায় আপনারটা নেই তো?
বেসরকারি ব্যাঙ্কে ইস্তফা-ছাঁটাই 25% বেড়েছে, পরিষেবা নিয়ে আশঙ্কায় রিজার্ভ ব্যাঙ্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.