ETV Bharat / state

শিশু উদ্যানে গাছ কাটতে বাধা, কসবায় বৃদ্ধ সিপিআইএম কর্মীকে মারধরে কাঠগড়ায় তৃণমূল - CPIM WORKER BEATEN UP IN KASBA

কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের ৷ পালটা কলকাতা পুুরনিগমের কাজে বাধা দেওয়ার অভিযোগ কাউন্সিলরের ৷

CPIM WORKER BEATEN UP IN KASBA
কসবায় গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 7:56 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: বছরের প্রথম দিনেই রাজনৈতিক সংঘর্ষ কলকাতায় ৷ কসবায় শিশু উদ্যানে একের পর এক গাছ কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, বাধা দেওয়াতে বৃদ্ধ সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷ তার জেরে তাঁর নাক ফেটে রক্ত বের হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

তবে, স্থানীয় কাউন্সিলর ও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ বৈষ্ণানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা পুরনিগমের এলাকায় পরিশ্রুত পানীয় জলের জন্য একটি প্রকল্পের অনুমোদন করা হয়েছে ৷ হাজার-হাজার মানুষ উপকৃত হবেন তাতে ৷ তিনি অভিযোগ করেছেন, সেই প্রকল্পে বাধা দিচ্ছে সিপিআইএম ৷ স্থানীয় মানুষজনই ঠিক করবে তাঁদের পার্টি অফিস থাকবে, নাকি সেখানে পরিচিত পানীয় জলের প্রকল্প তৈরি হবে ।

CPIM Worker Beaten Up in Kasba
কসবা থানায় লিখিত অভিযোগ সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদের ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, কসবার 22 নম্বর জগন্নাথ ঘোষ রোডে সিপিআইএমের বস্তি সংগঠনের অফিস রয়েছে ৷ সিপিআইএমের অভিযোগ, ওই অফিস অনেকবার দখলের চেষ্টা করেছে তৃণমূল ৷ আর সেই অফিস লাগোয়া একটি শিশু উদ্যানেই এ দিন বেশ কয়েকটি গাছ কাটা শুরু হয় ৷ সেই নিয়েই দু’পক্ষের ঝামেলা শুরু হয় ৷

সেই গাছ কাটার সময় স্থানীয় সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদ বাধা দেন ৷ তিনি এবং আরও কয়েকজন মিলে জানতে চান, পুরনিগমের ওয়ার্ক অর্ডার কোথায় ! অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় ৷ ঘটনায় তাঁর নাক ফেটে রক্ত বেরিয়ে যায় ৷

আহত সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদের অভিযোগ, "গাছ কাটতে দেখে আমি লোকজনকে জিজ্ঞাসা করি ৷ তৃণমূল কর্মী বিপ্লব দত্তের নেতৃত্বে শেখর দত্ত, চামেলি খাঁ-সহ আরও কয়েকজন আমার উপর হামলা চালান ৷ কাটা গাছের ডাল তুলে মারতে থাকেন ৷ নাক ফেটে যায় ৷ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে ৷"

তিনি এ নিয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পাশাপাশি তাঁর এ-ও অভিযোগ, বহুদিন ধরে ওই পার্কের পাশে থাকা সিপিআইএমের বস্তি কমিটির অফিস দখলের চেষ্টা চলছে ৷ সেই কারণেই এ দিন সকালে শিশু উদ্যানের গাছগুলি কাটা হচ্ছিল ৷ এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেন তিনি ৷

এ প্রসঙ্গে মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "এই ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিশ্রুত পানীয় জলের ব্যাপক সমস্যা আছে ৷ সেই অভাব মেটানোর জন্য পার্কের ভিতরে একটি জলাধার তৈরি করার প্রকল্প নিয়েছে কলকাতা পুরনিগম ৷ মেয়র পারিষদদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই প্রকল্প তৈরির প্রয়োজনে জঙ্গল ও সেখানে থাকা গাছ কেটে ফেলা হয় প্রশাসনের অনুমতি নিয়ে ৷ সেই উন্নয়নের কাজে বাধা দিয়েছে সিপিআইএমের দুষ্কৃতীরা ৷"

তিনি আরও বলেন, "এই উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার পিছনে সিপিআইএমের অন্য রকম উদ্দেশ্য আছে ৷ ওই পার্কের ভিতর একটি বস্তি উন্নয়ন সমিতির অফিস আছে, যেটা সিপিআইএমের লোকজন চালায় ৷ যিনি আহত হয়েছেন বলে দাবি করছেন, তিনি একসময় ওই এলাকায় নামকরা দুষ্কৃতী ছিলেন ৷"

তাঁর দাবি, বাম আমলে ওই এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয়নি ৷ তৃণমূল পরিচালিত কেএমসি-র পুরোবোর্ড সেই সমস্যার সমাধান করতে চাইছে ৷ সেই কাজেই সিপিআইএম বাধা দিচ্ছে বলে অভিযোগ বৈশ্বানরের ৷ এমনকি ওই বৃদ্ধকে মারধর করা হয়নি বলেও দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর ৷

কলকাতা, 1 জানুয়ারি: বছরের প্রথম দিনেই রাজনৈতিক সংঘর্ষ কলকাতায় ৷ কসবায় শিশু উদ্যানে একের পর এক গাছ কাটার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, বাধা দেওয়াতে বৃদ্ধ সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷ তার জেরে তাঁর নাক ফেটে রক্ত বের হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

তবে, স্থানীয় কাউন্সিলর ও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ বৈষ্ণানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা পুরনিগমের এলাকায় পরিশ্রুত পানীয় জলের জন্য একটি প্রকল্পের অনুমোদন করা হয়েছে ৷ হাজার-হাজার মানুষ উপকৃত হবেন তাতে ৷ তিনি অভিযোগ করেছেন, সেই প্রকল্পে বাধা দিচ্ছে সিপিআইএম ৷ স্থানীয় মানুষজনই ঠিক করবে তাঁদের পার্টি অফিস থাকবে, নাকি সেখানে পরিচিত পানীয় জলের প্রকল্প তৈরি হবে ।

CPIM Worker Beaten Up in Kasba
কসবা থানায় লিখিত অভিযোগ সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদের ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, কসবার 22 নম্বর জগন্নাথ ঘোষ রোডে সিপিআইএমের বস্তি সংগঠনের অফিস রয়েছে ৷ সিপিআইএমের অভিযোগ, ওই অফিস অনেকবার দখলের চেষ্টা করেছে তৃণমূল ৷ আর সেই অফিস লাগোয়া একটি শিশু উদ্যানেই এ দিন বেশ কয়েকটি গাছ কাটা শুরু হয় ৷ সেই নিয়েই দু’পক্ষের ঝামেলা শুরু হয় ৷

সেই গাছ কাটার সময় স্থানীয় সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদ বাধা দেন ৷ তিনি এবং আরও কয়েকজন মিলে জানতে চান, পুরনিগমের ওয়ার্ক অর্ডার কোথায় ! অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় ৷ ঘটনায় তাঁর নাক ফেটে রক্ত বেরিয়ে যায় ৷

আহত সিপিআইএম কর্মী রাজেন্দ্র প্রসাদের অভিযোগ, "গাছ কাটতে দেখে আমি লোকজনকে জিজ্ঞাসা করি ৷ তৃণমূল কর্মী বিপ্লব দত্তের নেতৃত্বে শেখর দত্ত, চামেলি খাঁ-সহ আরও কয়েকজন আমার উপর হামলা চালান ৷ কাটা গাছের ডাল তুলে মারতে থাকেন ৷ নাক ফেটে যায় ৷ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে ৷"

তিনি এ নিয়ে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ পাশাপাশি তাঁর এ-ও অভিযোগ, বহুদিন ধরে ওই পার্কের পাশে থাকা সিপিআইএমের বস্তি কমিটির অফিস দখলের চেষ্টা চলছে ৷ সেই কারণেই এ দিন সকালে শিশু উদ্যানের গাছগুলি কাটা হচ্ছিল ৷ এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেন তিনি ৷

এ প্রসঙ্গে মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "এই ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিশ্রুত পানীয় জলের ব্যাপক সমস্যা আছে ৷ সেই অভাব মেটানোর জন্য পার্কের ভিতরে একটি জলাধার তৈরি করার প্রকল্প নিয়েছে কলকাতা পুরনিগম ৷ মেয়র পারিষদদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই প্রকল্প তৈরির প্রয়োজনে জঙ্গল ও সেখানে থাকা গাছ কেটে ফেলা হয় প্রশাসনের অনুমতি নিয়ে ৷ সেই উন্নয়নের কাজে বাধা দিয়েছে সিপিআইএমের দুষ্কৃতীরা ৷"

তিনি আরও বলেন, "এই উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার পিছনে সিপিআইএমের অন্য রকম উদ্দেশ্য আছে ৷ ওই পার্কের ভিতর একটি বস্তি উন্নয়ন সমিতির অফিস আছে, যেটা সিপিআইএমের লোকজন চালায় ৷ যিনি আহত হয়েছেন বলে দাবি করছেন, তিনি একসময় ওই এলাকায় নামকরা দুষ্কৃতী ছিলেন ৷"

তাঁর দাবি, বাম আমলে ওই এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয়নি ৷ তৃণমূল পরিচালিত কেএমসি-র পুরোবোর্ড সেই সমস্যার সমাধান করতে চাইছে ৷ সেই কাজেই সিপিআইএম বাধা দিচ্ছে বলে অভিযোগ বৈশ্বানরের ৷ এমনকি ওই বৃদ্ধকে মারধর করা হয়নি বলেও দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.