চাঁপদানি, 1 জানুয়ারি: ফুটবল খেলার সময় ব্ক্স বাজানোকে কেন্দ্র করে মারপিট। তাতেই এক জুটমিল শ্রমিককের মৃত্যু। ঘটনাটি ঘটেছে চাঁপদানির 9 ওয়ার্ডে একটি খেলার মাঠে। মৃতের নাম ওম প্রকাশ রাজভর (25)।
মঙ্গলবার রাত সাড়ে 11টা নাগাদ ফুটবল খেলা চলাকালীন বক্স বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে বচসার শুরু। স্থানীয় যুবক রোহিত বংশী কয়েকজন যুবককে নিয়ে এসে মারপিট করেন বলেও অভিযোগ। ওমপ্রকাশের দেহের একাধিক জায়গায় ছুরি দিয়েও আঘাতও করা হয় বলে অভিযোগ। তাতে আহত হয় যুবক।
তাঁকে প্রথমে চাঁপদানি ইএসআই হাসপাতালে পরে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু রোহিতকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বক্স বাজানোকে কেন্দ্র করে মারপিট হয়। সেখান থেকেই যুবকের মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওমপ্রকাশ চাঁপদানীর ডালহৌসি জুটমিলে কাজ করতেন। বাবা রামচন্দ্র রাজভর নর্থব্রুক জুটমিলের শ্রমিক।গতকাল রাতে বর্ষবরণ উপলক্ষে ফেসুয়াবাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছিল। সেখানে ব্ক্স বন্ধ করে দেওয়া হয়। সেই সময় রোহিত মদ্যপ অবস্থায় হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে ওমপ্রকাশকে। অভিযোগ, এতেই মৃত্যু হয়েছে তাঁর। এদিন সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। কোনও অস্ত্র পাওয়া যায়নি। পুলিশ অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করল পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
মৃত যুবকের দাদা আনমল রাজভর বলেন, "খেলার সময় মাইকে গান চলছিল। বন্ধ করে দেওয়ার জন্য মদ্যপ অবস্থায় মারপিট করে রোহিত ও আরও দু'জন। খেলা চলাকালীন আমার ভাইকে ছুরি বার করে মাথায়, বুকে ও হাতে কোপ দেয়। ঘটনায় এখনও আটকাতে পারেনি। আমি চাই রোহিত-সহ বাকিদের শাস্তি দিক প্রসাশন।" চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে নিজেদের মধ্যে বচসা থেকে ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।