কলকাতা, 12 ফেব্রুয়ারি: আইপিএলের অন্য কোনও ফ্র্য়াঞ্চাইজি যা করতে পারেনি, সেটাই করে দেখাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দশ বছর অপেক্ষার পর গত মরশুমে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি এসেছে শাহরুখ খানের দলের ক্য়াবিনেটে ৷ সেই জয় সেলিব্রেট করতে এবার ইতিহাস গড়ার পথে পার্পল ব্রিগেড ৷ আসন্ন আইপিএলের আগে এবার ট্রফি নিয়ে ভারতের ন'টি শহরে ঘুরবে নাইট রাইডার্স ৷ ভালোবাসা দিবসের দিন থেকে যা শুরু হবে গুয়াহাটি থেকে ৷
এক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্যানবেস রয়েছে, কলকাতা-সহ পূর্ব ভারতের এমন ন'টি শহরকে বেছে নিয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ ৷ আইপিএলের ইতিহাসে কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে এমন ট্রফি ট্যুরের ঘটনা আগে ঘটেনি ৷ আসন্ন মরশুমের আগে ভারতের বিভিন্ন শহরে অনুরাগীদের সঙ্গে সংযোগ বাড়াতেই কেকেআরের এই নয়া উদ্যোগ ৷ ন'টি শহরের তালিকায় কলকাতা ছাড়া রয়েছে গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচি, গ্যাংটক, শিলিগুড়ি, পটনা এবং দুর্গাপুর ৷
কাঙ্খিত ট্রফির সঙ্গে ছবি-সেলফি তোলা তো আছেই, ট্রফি ট্যুরে অনুরাগীদের সঙ্গে আরও মিশে যেতে থাকছে আকর্যণীয় সব গেমের ব্যবস্থা ৷ কঠিন সময়েও বছরের পর বছর ধরে অনুরাগীদের সমর্থনের পাল্টা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর শাহরুখের ফ্র্য়াঞ্চাইজি ৷ তার জন্যই এই ট্রফি ট্যুরের বন্দোবস্ত ৷ ট্রফি ট্যুরে উপস্থিত সকলের জন্যই কমবেশি কিছু উপহারের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে অনুরাগীদের কাছে ট্রফি ট্যুর আরও স্মরণীয় হয়ে থাকে ৷
#TrophyTour: Time to get those purple and gold shirts out, Knights Army! 😍✨
— KolkataKnightRiders (@KKRiders) February 12, 2025
Download Knight Club+ App & register to click a picture with our TATA IPL 2024 trophy. See you there🏆😉 pic.twitter.com/adSkLhrUMN
ট্রফি ট্যুর নিয়ে বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস গ্রুপের সিএমও বিন্দা দে বলেন, "পূর্ব ভারতের অনুরাগীদের জন্য ট্রফি ট্যুরের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ৷ কিছু কারণবশত গতবছর ট্রফিজয়ের পর কলকাতায় ভিকট্রি মার্চ করতে পারিনি আমরা ৷ কিন্তু অনুরাগীরা আমাদের কাছে পরিবারের মত ৷ ভাল সময়ের পাশাপাশি খারাপ সময়েও তাঁরা আমাদের পাশে থেকেছেন ৷ এই ট্যুর তাঁদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার প্রয়াস ৷ অনুরাগীদের নিরন্তর ভালোবাসা এবং সমর্থনই ক্রিকেটারদের গতবছর ট্রফি জিততে সাহায্য করেছিল ৷"
একনজরে কবে, কোথায় হবে ট্রফি ট্যুর:
- গুয়াহাটি সিটি সেন্টার মল- 14 ফেব্রুয়ারি
- ভুবনেশ্বর নেক্সাস এসপ্ল্যানেড মল- 16 ফেব্রুয়ারি
- জামশেদপুর পিঅ্যান্ডএম হাইটেক মল- 21 ফেব্রুয়ারি
- রাঁচি জেডি হাই স্ট্রিট মল- 23 ফেব্রুয়ারি
- গ্যাংটক ওয়েস্ট পয়েন্ট মল- 28 ফেব্রুয়ারি
- শিলিগুড়ি সিটি সেন্টার মল- 2 মার্চ
- পটনা সিটি সেন্টার মল- 7 মার্চ
- দুর্গাপুর জংশন মল- 9 মার্চ
- কলকাতা সিটি সেন্টার মল- 12 মার্চ
- কলকাতা সাউথ সিটি মল- 16 মার্চ