কলকাতা, 1 জানুয়ারি: বাঙালির বারো মাসে 13 পার্বণ ৷ সেই তালিকায় যেমন রয়েছে বাংলা নববর্ষ, তেমনই ইংরেজি নববর্ষেও সমান তালে মেতে ওঠে রাজ্যের মানুষ ৷ তাই তো নতুন বছরের প্রথম দিনে শহরের বুকে উপচে পড়ল ভিড় ৷ ময়দান থেকে ভিক্টোরিয়া ইতিউতি চলল ঘোরাঘুরি ৷ কেউ খুদেদের নিয়ে পিকনিক করতে ব্যস্ত থাকলেন, তো কেউ করলেন দেদার খাওয়া দাওয়া ৷ দিন যত গড়াল তত বাড়ল ভিড় ৷
সাড়ম্বরে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে প্রথম দিনে জমজমাট কলকাতা । সকাল থেকেই ফেস্টিভ মুডে মানুষজন । বিভিন্ন মন্দির ঘুরে বহু মানুষ হলেন কলকাতামুখী ৷ ঘুরে দেখলেন শহরের দর্শনীয় স্থানীয়গুলিকে । কেউ ঢুঁ মারলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিড়লা তারামণ্ডলে, তো কেউ আবার প্রার্থনা সারলেন শহরের বিভিন্ন ছোট থেকে বড় ক্যাথিড্রালে ।
শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ও ময়দানেও ভিড় জমাল বহু মানুষ । এদিন ছিল সকলের ঠাসা পরিকল্পনা । শহর কলকাতার বহু মানুষ পরিবারকে নিয়ে এদিন ঘোরাঘুরিতে মাতেন । তবে কলকাতা শহরের বাইরের জেলা থেকেও বহু মানুষ এসেছেন । তার পাশাপাশি অন্য রাজ্যের বহু মানুষের দেখা মিলল কলকাতায় ৷ শহরে এসে তাঁরা জমিয়ে কাটালেন বছরের প্রথম দিন । দেবজিৎ দাস গিরিশ পার্কের বাসিন্দা । তিনি বলেন, "বছরের প্রথম দিন আমরা সব বন্ধুরা মিলে দেখা করছি । ভিক্টোরিয়া ঘুরব বলে এসেছিলাম । কিন্তু প্রচুর লম্বা টিকিটের লাইন । মনে হয় না ঢুকতে পারব । এরপর পার্ক স্ট্রিট বা বো ব্যারাক যাব ।"
সকাল থেকেই লম্বা লাইনের জেরে ফিরেও যাচ্ছেন বহু মানুষ । গড়িয়া থেকে পরিবার নিয়ে এসেছেন নবীনা লস্কর । তিনি বলেন, "বছরের শুরুতে সবাই ঘুরতে এসেছি । কিন্তু ভিক্টোরিয়াতে টিকিট পাওয়া যাচ্ছে না এখন ।" তবে ঘোরাঘুরির সঙ্গে পাল্লা দিয়ে চলছে খাওয়া দাওয়াও । চারিদিকে ঘুরে ময়দানে চলছে রোদে বিশ্রাম । তার সঙ্গে বিভিন্ন জয় রাইড ও পিকনিক ।
পম্পা দাস টালিগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করার পর বিশ্রাম নিতে আসেন ময়দানে ৷ তিনি বলেন, "বাচ্চারা সারাদিন বাড়ির মধ্যে থাকে । তাই এবার ময়দান নিয়ে এলাম । এখানে যাতে খেলাধুলা করতে পারে । বছরের প্রথম দিন আনন্দ করতে পারছে ।" তাঁরই বন্ধু পম্পা মণ্ডলের কথায়, "আমরা ভিক্টোরিয়া ঘুরে এবার ময়দানে বসে খাওয়া দাওয়া করলাম ।"