পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিন মাস রেশন মেলেনি, স্থানীয়দের বিক্ষোভে তদন্ত শুরু খাদ্য দফতরের - Protest for not Getting Ration - PROTEST FOR NOT GETTING RATION

Jamuria Villagers Protest: তিনমাস ধরে তারিখের পর তারিখ বদলে যাচ্ছেন রেশন ডিলার ৷ কিন্তু কোনওদিনই রেশন পাওয়া যাচ্ছে না ৷ তাই শনিবার ক্ষোভে ফেটে পড়লেন জামুড়িয়ার একটি গ্রামে বাসিন্দারা ৷

Jamuria Villagers Protest
তিন মাস ধরে রেশন না পাওয়ায় স্থানীয়দের বিক্ষোভ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 10:23 PM IST

জামুড়িয়া, 15 জুন: মুখ্যমন্ত্রী যতই দাবি করুন রাজ্যের মানুষকে বিনা পয়সায় রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই উলটো । পশ্চিম বর্ধমানে জামুড়িয়ার নিঘা অঞ্চলে গত তিন মাস ধরে মানুষজন রেশন সামগ্রী পাননি । শুক্রবার মানুষজনকে ডেকে রেশন সামগ্রী দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রেশন ডিলার নিজেই দোকান খোলেননি । তাতেই তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।

স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও বাসিন্দারা সাফ জানিয়ে দেন রেশন না পেলে তাঁরা বিক্ষোভ থেকে পিছু হটবেন না ।

আসানসোল পৌরনিগমের অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের জামুড়িয়া অঞ্চলে গত তিন মাস ধরে রেশন সামগ্রী বিতরণ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ । বাসিন্দারা বারবার রেশনের দোকানে আসেন আর দেখেন রেশন দোকানের প্রতিনিধি তারিখের পর তারিখ পালটাচ্ছেন । কিন্তু কোনও দিনেই রেশন পাচ্ছেন না বাসিন্দারা । রেশন দেওয়ার কথা ছিল শুক্রবার । কিন্তু সেদিনও সন্ধ্যা পর্যন্ত রেশন দোকানে আসেননি দোকানি ৷ যার ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । স্থানীয় বাসিন্দারা এলাকায় অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ দেখান ।

শনিবারও রেশন সামগ্রী পায়নি বাসিন্দারা । তাঁদের দাবি, চলতি সপ্তাহের মধ্যে অবিলম্বে রেশন না দিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা এবং জাতীয় সড়ক অবরোধ করবেন । অন্যদিকে, খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই রেশন ডিলারের কোনও মাল তুলতে বাকি নেই । তাহলে সেই সামগ্রী কেন রেশন গ্রাহকদের মধ্যে বিতরণ করা হচ্ছে না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ যদি কোনও গাফিলতি বা দুর্নীতি পাওয়া যায়, তাহলে ওই রেশন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা । পাশাপাশি খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দাদের খুব দ্রুত নিয়মিত রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details