সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও নিজের সিদ্ধান্তে অটল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । জারি থাকছে আরজি কর হাসপাতালসহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি। কর্মবিরতি চালাবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, "আমাদের প্রধান দাবি ছিল বিচার। সেই বিচার আমরা এখনও পাইনি। এই ঘটনায় অনেকে জড়িত। তবে গ্রেফতার হয়েছেন মাত্র 1জন। ফলে তাঁরা এখনও খোলা রাস্তায় ঘুরছেন। তাই আমরা কাজে যোগ দিলে আমাদের নিরাপত্তা কথায় থাকছে?" আর এই বক্তব্যকে সামনে রেখেই আন্দোলন চালাবেন জুনিয়র চিকিৎসকরা ৷
অব্যাহত থাকছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, মমতাকে তোপ শুভেন্দুর - RG Kar Doctor Rape and Murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
Published : Aug 21, 2024, 9:27 AM IST
|Updated : Aug 22, 2024, 11:10 PM IST
আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট থেকে মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবারই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলায় বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে ৷ কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ৷ চিকিৎসকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
দেশের সর্বত্র হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিংসার ঘটনার আশঙ্কা করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে তিন বিচারপতির এই বেঞ্চ ৷ জাতীয় টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরপি সারিন ৷ এই কমিটি হাসপাতালে নারী-পুরুষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে জাতীয় স্তরে একটি প্রোটোকল তৈরি করবে ৷ তাঁদের কাজের সুযোগ-সুবিধার দিকটিও থাকবে প্রোটোকলের মধ্যে ৷ এই জাতীয় টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ দু'মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করতে হবে ৷
আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ ৷ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, শিল্পী, বুদ্ধিজীবীরা ৷ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 অগস্ট ভাঙচুরের ঘটনার তদন্ত সিট গঠন করেছে লালবাজার ৷ ইতিমধ্যেই এই ঘটনায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতার চিকিৎসকদের সঙ্গে জুড়েছে সমগ্র দেশ ৷ রাত দখলে পথে নেমেছেন অসংখ্য মানুষ ৷ সিবিআই ঘটনার তদন্ত চালাচ্ছে ৷ সরকারি হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হেফাজতে ৷ ঘটনার সঙ্গে যুক্ত একাধিক অপরাধীর আশঙ্কায় তদন্ত-অনুসন্ধান চলছে ৷ এই অপরাধের সঙ্গে যুক্ত বাকিদের নাগাল পেতে দিনভর জিজ্ঞাসাবাদ, তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷
LIVE FEED
সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও জারি থাকছে কর্মবিরতি
হীরক রানি ভয় কাঁপছেন, তোপ শুভেন্দুর
27 তারিখের নবান্ন অভিযান বন্ধ করতে তৎপর রাজ্য ৷ আর এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
27 তারিখের নবান্ন অভিযান আটকাতে তৎপর নবান্ন
আরজি করের ঘটনার প্রতিবাদে আগামী 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে একটি সংগঠন । সেই অভিযান আটকাতে এ বার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। পুলিশের কোনও অনুমতি না নিয়েই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে দাবি রাজ্যের। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি এই অভিযানে অংশগ্রহণ করতে পারে মনে করা হচ্ছে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের এজি ৷
আরজি কর কাণ্ডে সরব রচনা
আরজি করের ঘটনায় মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কেন বিতর্ক হচ্ছে আমি জানিনা। আমরা সবাই চাই তিলোত্তমার সুবিচার হোক। সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রতিবাদের আওয়াজ তুলেছেন। অবশেষে আমরা সকলেই মানুষ। বিরোধীরা সাধারণ মানুষের মুখোশ পরে বেরিয়ে পড়েছে। একটা ইস্যু করতে চাইছে। সুবিচার চেয়ে বিরোধী দের কাঠগড়ায় দাঁড় করিয়েছে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
ধর্ষণ-খুনে কড়া আইন তৈরির দাবিতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মমতার
ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে কড়া আইন চান মুখ্যমন্ত্রী । যেভাবে সারা দেশে প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনার বাড়ছে, তাতে উদ্বিগ্ন তিনি । বৃহস্পতিবার এই বিষয় নিয়ে নবান্ন সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । 15 দিনে দোষীদের সাজা দেওয়া যায়, এমন কেন্দ্রীয় আইন চাইছেন বাংলার প্রশাসনিক প্রধান ।
সন্দীপ ঘোষ-সহ চারজনের গোপন জবানবন্দি
আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ওই মেডিক্যাল কলেজের চার পড়ুয়ার গোপন জবানবন্দি নিল সিবিআই ৷ বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে নিয়ে গিয়ে এই চারজনের গোপন জবানবন্দী নিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ৷
কাজে ফিরলেন এইমসের চিকিৎসকরা
আরজি করের ঘটনার শুনানির সময় জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে সুপ্রিম কোর্ট ৷ এবার সেই আবেদনে সাড়া দিয়ে কাজে ফিরলেন দিল্লির এইমসের চিকিৎসকরা ৷ তাঁদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,
বিজেপির স্বাস্থ্যভবন অভিযান, আটক শুভেন্দু-শমীক
বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুলকালাম বিধাননগরে ৷ মিছিল থেকেই আটক করা হল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ৷
বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে তুলকালাম
বিজেপির স্বাস্থ্য়ভবন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগর ৷ উল্টোডাঙা থেকে মিছিল করে স্বাস্থ্যভবনের দিকে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতা-কর্মীরা ৷ তবে বেশ খানিকটা আগেই তাঁদের থামিয়ে দেওয়া হয় ৷
বুদ্ধদেবের স্মরণসভায় উঠল আরজি কর ইস্যু
বুদ্ধদেবের স্মরণসভায় 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। আরজি করের নির্যাতিতার বিচার চাইলেন সভায় আগত বাম কর্মী সমর্থকরা।
সঞ্জীবের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? জানতে চাইল সুপ্রিম কোর্ট
রাজ্যের পাশাপাশি সরাসরি আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত ৷ বিচারপতিরা জানতে চাইলেন, সঞ্জীবের সঙ্গে কার যোগাযোগ ছিল এবং কেন তিনি এফআইআর করতে দেরি করলেন?
এফআইআরে দেরি কেন? প্রশ্ন শীর্ষ আদালতের
আরজি করের ঘটনায় এফআইআর দায়ের করতে 14 ঘণ্টা সময় লাগল কেন ? সুপ্রিম-প্রশ্নের মুখে রাজ্য
হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকেই
সুপ্রিম-শুনানিকে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে ৷ পাশাপাশি সর্বোচ্চ আদালত জানাল রাজ্যের সমস্ত হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে ৷
আরজি করে হাজির কেন্দ্রীয় বাহিনী
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে সিআইএসএফ ৷ ইতিমধ্যেই সিআইএসএফ-এর বিরাট বাহিনী পৌঁছে গিয়েছে হাসপাতালে ৷ কোথায়, কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন সিআইএসএফয়ের ডিআইজি কুমার প্রতাপ সিং ৷
আরজি কর-কাণ্ডে বিজেপি'র স্বাস্থ্যভবন অভিযান
আরজি কর-কাণ্ডে বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা ৷ আজ স্বাস্থ্যভবন অভিয়ানে বিজেপি ৷ আরজি কর ইস্যুতে শ্যামবাজার মোড়ে পাঁচদিনের অবস্থান বিক্ষোভ করছে রাজ্য বিজেপি ৷
আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ
আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ সুপ্রিম কোর্টের ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কোনও ‘ব্যবস্থা’ নেবে না কর্তৃপক্ষ ৷ তাঁদের কাজের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না ৷
পুলিশে অভিযোগ দায়ের থেকে ময়নাতদন্ত, রাজ্যকে একগুচ্ছ প্রশ্ন সুপ্রিম কোর্টের
সিবিআই-এর স্টেটাস রিপোর্ট হাতে পাওয়ার পর রাজ্যের কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের প্রশ্ন, এটা খুবই আশ্চর্যজনক যে, অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করার আগে কীভাবে দেহের ময়নাতদন্ত হয় ৷ রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আর্জি কর-কাণ্ডে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে দুপুর 1টা 45 মিনিটে ৷ কিন্তু প্রধান বিচারপতি বলেন, “কেস ডায়েরি-তে উল্লেখ রয়েছে রাত ১১টা ৩০ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল ৷"
আরজি করের ঘটনা নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক, সেখানে তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার ব্যাপারে কেন্দ্রকে সরকারকে চাপ দিতে । যে আইনে ধর্ষণের ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে কঠোরতম সাজা দেওয়া হবে ৷ তিনি লেখেন, ''গত ১০ দিনে আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ যখন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে । দেশের বিভিন্ন প্রান্তে 900 জনকে ধর্ষণ করা হয়েছে । প্রতিদিন গড়ে ৯০টি ধর্ষণের রিপোর্ট লেখানো হয়েছে । অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে । অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।"
আরজি কর কাণ্ড, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই, মামলার শুনানি চলছে
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই, মামলার শুনানি চলছে ৷ আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আর্জি সর্বোচ্চ আদালতের ৷ কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না ৷ আশ্বাস দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৷
আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ, টানা দিন জেরা সিবিআইয়ের
টানা সাত দিন ধরে আরজি কর চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা গত 6 দিনে তাঁকে প্রায় 75 ঘণ্টা জেরা করেছেন বলে জানা গিয়েছে ৷ আজও তাঁকে ফের তলব করেছে সিবিআই ৷
আরজি করে আসেনি নতুন অধ্যক্ষ, ফিরে গেলেন সিআইএসএফ অফিসাররা
বৃহস্পতিবার সকালে সিআইএসএফ-এর তরফে ৩ জন সিনিয়র অফিসার আরজি কর হাসপাতালে আসেন ৷ প্রথমে দুই অফিসার আসেন, তাঁরা ট্রমা কেয়ার সেন্টার যান ৷ এরপর আরও একজন অফিসার এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার জন্য তাঁর অফিসে যান ৷ কিন্তু, নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় তখনও হাসপাতালে না-আসায় তাঁরা ফিরে যান ।
পথে নামলেন সৌরভ-সানা
আরজি করের ঘটনায় পথে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মেয়ে সানাকে নিয়ে পথে নামলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ৷
সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা
আরজি কর কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে জটিলতা। জানা গিয়েছে, পলিগ্রাফ টেস্ট কী এবং তাতে কী কী হয় তা বোঝানোর পর তার সম্মতি পাওয়া অত্যন্ত কঠিন কাজ বলে মনে করছেন সিবিআইয়ের আধিকারিকরা।
সন্দীপের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ
সন্দীপ ঘোষের গতিবিধি জানার জন্য এবার তার গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মূলত সন্দীপের একাধিক অজানা তথ্য জানার জন্যই তাঁকে ডেকে পাঠায় সিবিআই। সন্দীপ কোথায় কোথায় যেতেন ও কাদের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল-এই সকল তথ্য জানার জন্য তাঁকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরজি করে হাসপাতালে নির্যাতিতার বাড়ি গেলেন রাজ্যপাল
জল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে আরজি কর হাসপাতালের নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা তিনি চলে আসেন সোদপুরে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাড়িতে। পাশাপাশি তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখবেন ৷ সেটি মুখবন্ধ খামে করে পাঠাবেন ৷
কাল থেকে আরজি করে সিআরপিএফ
আরজি কর হাসপাতালের নিরাপত্তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। আগামিকাল থেকে নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে সেই নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে আপাতত দু'কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে আরজি কর হাসপাতালে।
সরব অ্যাসোসিয়েশন ফর চেস্ট ফিজিশিয়ান
আরজি করের ঘটনায় সরব হল অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান চেস্ট সোশাইটি ৷ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দাবি করা হল, মহিলা চিকিৎসকদের পরিবারকে তাঁদের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে ৷ এমন দিন দেখতে হবে তারা আমরা আশা করেনি ৷ পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সুরক্ষায় ভাবাচ্ছে বলে দাবি করেন বিশিষ্ট চিকিৎসকরা ৷
সন্দীপের গাড়ি পরীক্ষা সিবিআইয়ের
আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের গাড়ি পরীক্ষা করছেন সিবিআইয়ের আধিকারিকরা ৷
সিআইএসএফ মোতায়েন নিয়ে চিঠি
আরজি কর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন নিয়ে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ রাজ্যের মুখ্যসচিবকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷
প্রতিবাদে তথ্য-প্রযুক্তি শিল্পের কর্মীরা
মঙ্গলবারের পর বুধবারও আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত কর্মীরা ৷ গতকাল মিছিল হয়েছিল সল্টলেক সেক্টর ফাইভে ৷ আজ বিচারের দাবিতে ফের মিছিল হয় রাজারহাটের আইটি হাবে ৷ পাশাপাশি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের পড়ুয়ারাও আজ রাস্তায় নামেন ৷ হাজরা মোড় সংলগ্ন এলাকায় বিচার চেয়ে মিছিল হয় ৷
মমতা-বিনীতের পদত্যাগ চাইলেন সুকান্ত
মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ কমিশনারের অপসারণ দাবি করল বিজেপি ৷ শ্যামবাজারে ধরণা মঞ্চে উপস্থিত হয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "আরজি করের নির্যাতিতার খুনের প্রাথমিক তদন্ত ঠিকভাবে হয়নি এবং তার দায় কলকাতার পুলিশ কমিশনার বীনিত গোয়েলকে নিতে হবে ৷ পুলিশ কমিশনার দলদাসে পরিণত হয়েছেন ৷ তাই এই পদে তাঁর থাকা উচিত নয় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর অপসারণও দাবি করছি ৷" সুকান্ত জানান, আগামিকাল বিজেপি স্বাস্থ্যভবন ঘেরাও কর্মসূচি নিয়েছে এবং এই কর্মসূচি থেকেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হবে ৷
বিজেপির মশাল মিছিল
আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপির কালচারারল সেল ৷ মিছিলে পা মেলালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, বিরোধী দলনতো শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা তাপস রায় ও অর্জুন সিং-সহ অনেকে ৷ এদিন কালো পোশাক পরে প্রতিবাদ জানাতে দেখা গেল শুভেন্দুর ৷
বৈঠক শেষ, মিলল না সমাধানসূত্র
আরজি করের পড়ুয়াদের সঙ্গে স্বাস্থ্যভবনের কর্তাদের বৈঠক শেষ হল ৷ তবে সেই বৈঠক নিয়ে খুশি নন পড়ুয়ারা ৷ তাঁরা জানালেন আন্দোলন আগের মতোই চলবে ৷
সিবিআই জেরার মুখে বুলবুল
আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের তদন্তে এবার হাসপাতালের এমএসভিপিকে ডেকে পাঠাল সিবিআই ৷ তলব করা মাত্রই বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সুপার তথা ভাইস প্রিন্সিপাল বুলবুল মুখোপাধ্যায় ।
ফিরহাদ-অতীনকে কড়া তোপ শুভেন্দুর
14 অগস্ট রাতে আরজি করে কারা হামলা চালিয়েছিল তা নিয়েও তোপ দাগেন শুভেন্দু ৷ তিনি বলেন, মধ্যমগ্রাম থেকে নারায়ণ গোস্বামী গুন্ডা পাঠিয়েছিলেন ৷ তাছাড়া উত্তর বালি ও হাওড়া থেকেও গুন্ডা এসেছে ৷ আর তাদের ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে অতীন ঘোষ ৷ আমরা তাদের প্রত্যেকের গ্রেফতার চাইছি ৷ এবং প্রত্যেকের ফাঁসি পানিশমেন্ট চাইছি ৷ "
মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন তীব্র হবে, দাবি শুভেন্দুর
শুভেন্দু বলেন, "আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি ৷ না হলে আগামিদিনে বিজেপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ৷ নির্যাতিতার পরিবারকে ঘটনার পর থেকে ঘরবন্দি করে রেখেছিল স্থানীয় কাউন্সিলর এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাহিনী ৷ গান পয়েন্টে রেখে বক্তব্য রাখতে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে নির্য়াতিতার বাবা-মাকে ৷ মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে বলতে বাধ্য করা হয়েছিল ৷ পরে বেগতিক দেখে বেসিন ধুয়ে, রক্ত ধুয়ে দিয়ে, ভিসারা লোপাট করে দিয়েছে ৷" শুধু তাই নয় তিনি আরও জানান, ঘটনার রাতে হাসপাতালের রস্টার নষ্ট করা হয়েছে ৷ পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে ৷ ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের নেতৃত্বে ৷
শ্যামবাজারে বিজেপির ধরনা, আক্রমণে শুভেন্দু
আরজি করের ঘটনার প্রতিবাদের ধার আরও বাড়াল বিজেপি ৷ শ্যামবাজারে ধরনায় বসলেন দলের নেতা-কর্মীরা ৷ সেই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন ৷ পাশাপাশি তৃণমূলের একাধিক বড় নেতার বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো থেকে শুরু করে তথ্য-প্রমাণ লোপাটের অভিছযোগও তোলেন তিনি ৷
আরজি করের প্রতিবাদে পথে না্মল ময়দান
আরজি করে ঘটনার প্রতিবাদে পথে নামল ময়দান ৷ মিছিলে পা মেলালেন গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, গুরবক্স সিং, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অনীত ঘোষ, দেবজিৎ ঘোষ, রমা দাস শান্তি মল্লিক, সোমা বিশ্বাস, বুলা চৌধুরীর সহ বিভিন্ন খেলার দিকপালরা ৷
আরজি করের নিরাপত্তা নিয়ে বৈঠক
লালবাজারে এলেন সিআইএসএফের ডিআইজি। আরজি কর হাসপাতালের নিরাপত্তা নিয়ে শুরু হল উচ্চপর্যায়ের বৈঠক।
আন্দোলনে নয়া কৌশল
স্বাস্থ্যভবন অভিযানের দিনও আরজি করে অব্যাহত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ৷ একদল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা গেলেন স্বাস্থ্যভবনে। বাকিরা হাসপাতালেই আন্দোলন চালাচ্ছেন।
লালবাজারে সিআইএসএফ'র ডিআইজি
আরজি কর হাসপাতাল পরিদর্শনের পর লালবাজারে গেলেন সিআইএসএফ'র ডিআইজি কে প্রতাপ সিং । লালবাজারে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । এর আগে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবার বৈঠক করেছেন সিআইএসএফ'র আইজি শিখর সাহায় । সেই বৈঠকেও ছিলেন তিনি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ৷
স্বাস্থ্যভবনের পাশাপাশি আরজি করেও চলছে চিকিৎসকদের আন্দোলন
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরদের একদিকে যেমন চলছে স্বাস্থ্যভবন অভিযান । অন্যদিকে, তেমনি আরজি কর হাসপাতালে চলছে আন্দোলন ৷ 'জাস্টিস ফর অভয়া' প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন মঞ্চ থেকেই প্রতিবাদের সুর চড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷
আরজি কর হাসপাতালে সিআইএসএফ'র আইজি
আরজি কর হাসপাতালে এলেন সিআইএসএফ'র আইজি শিখর সাহায় । হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবার বৈঠকে বসেছেন তিনি । বৈঠকে রয়েছেন সিআইএসএফ-এর ডিআইজি-কে প্রতাপ সিং ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷
আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা
নতুন করে বিড়ম্বনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ করেছিলেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন । মামলায় ইডি'র তদন্ত চেয়ে আর্জি জানানো হয়েছে ।
স্বাস্থ্যভবন অভিযানে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হল চিকিৎসকদের মিছিল
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবি ও সিবিআই তদন্ত খতিয়ে দেখতে বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ সিজিও থেকে স্বাস্থ্যভবনের উদ্দেশে চিকিৎসকদের মিছিল শুরু হল ৷ চিকিৎসকদের মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষও ৷ সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ রয়েছেন মহিলা পুলিশও।
আরজি কর হাসপাতাল ঘুরে দেখলেন সিআইএসএফ কর্তারা
আরজি কর হাসপাতালে বুধবার এলেন সিআইএসএফ-এর ডিআইজি কে প্রতাপ সিং ৷ তাঁর সঙ্গে ছিলেন এসপি পদমর্যাদার এক আধিকারিক ৷ দু'জনে হাসপাতাল পরিদর্শন করেন ৷ তার আগে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে । কত পরিমাণে বাহিনী লাগবে সেই বিষয়গুলি তাঁরা ঘুরে দেখছেন । তার পাশাপাশি কোথায় কোথায় সেই বাহিনী মোতায়ন করা হবে সেই বিষয়টিও ঘুরে দেখান হাসপাতালের অ্যাডিশনাল সুপার দ্বৈপায়ন বিশ্বাস ৷
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ মিছিলে হাঁটবেন সৌরভ
আরজি কর ঘটনার প্রতিবাদে এবার মিছিলে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’ একটি প্রতিবাদ মিছিল করবে বেহালায় ৷ সন্ধে সাড়ে 7টায় হাঁটবেন ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা । ওই মিছিলেই থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ সোমবার রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক্স হ্যান্ডেলের প্রোফাইল ফোটো কালো করে দিয়েছিলেন সৌরভ ৷
আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবি ও সিবিআই তদন্ত খতিয়ে দেখতে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ বুধবার রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন । সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন যাবেন তাঁরা । এই স্বাস্থ্য ভবন অভিযানে তাদের একটাই স্লোগান, 'ডাক দিচ্ছে আর জি কর, বিচারের দাবিতে রাস্তা ভর' ৷
টানা 6 দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ
চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খনের ঘটনায় টানা 6 দিন ধরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই ৷ বুধবারও তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ৷ গত পাঁচ দিন ধরে তাঁকে প্রায় 65 ঘণ্টা জেরা করেছেন সিবিআই আধিকারিকরা ৷ একই সঙ্গে সন্দীপ ঘোষকে আজ ডেকে পাঠিয়েছে লালবাজারও ৷