ETV Bharat / state

LIVE UPDATES: বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, মত বিচারকের; আমৃত্যু থাকতে হবে জেলে - RG KAR RAPE AND MURDER

RG KAR RAPE AND MURDER
আরজি কর কাণ্ডে আজ সাজা ঘোষণা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 11:09 AM IST

Updated : Jan 20, 2025, 3:06 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ, তারপর খুন ৷ প্রায় 6 মাস আগে, 9 অগস্টের নৃশংস ঘটনায় অনন্য প্রতিবাদ দেখেছে দেশ ৷ দীর্ঘ অপেক্ষার পর ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ৷ আজ সাজা ঘোষণা ৷ দুপুর সাড়ে 12টায় শাস্তি ঘোষণা করবে আদালত। তার আগে নিরাপত্তার কড়াকড়ি শুরু শিয়ালদা আদালত চত্বরে। ডিসি গৌরবলাল থেকে ইনস্পেক্টর এবং এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকরা রয়েছেন।

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে সকাল 11টা নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসে পুলিশ। সঞ্জয় রায়কে প্রিজেন ভ্যানে করে আনা হয়েছে ৷ ভ্যানেতে ছিলেন বেশ কিছু পুলিশকর্মী। পাশাপাশি চারদিকে ছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকালে সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর পরিবার দোষী সাব‍্যস্ত সঞ্জয়ের সর্বোচ্চ 'শাস্তি'-ই চাইলেন। এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "ও(সঞ্জয় রায়)যা অপরাধ করেছে তার কোনও ক্ষমা নেই। এই ধরনের অপরাধীরা সমাজে ঘুরে বেড়ালে আরও অপরাধ সংগঠিত হবে। তাই, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই।"

LIVE FEED

3:01 PM, 20 Jan 2025 (IST)

আর্থিক সাহায্য চাইনি, বিচার চেয়েছি; এজলাসে দাবি নির্যাতিতার পরিবারের

বিচারক আর্থিক সাহায্যের ঘোষণা করার পরই এজলাসে প্রতিবাদে সরব হন নির্যাতিতার পরিবার ৷ তাঁরা বিচারককে বলেন, "আমরা আর্থিক সাহায্য চাইনি ৷ আমাদের মেয়ের জন্য বিচার চেয়েছি ৷" এরপর বিচারক বলেন, "আমি জানি আমরা ক্ষতিপূরণ চাননি ৷ কিন্তু আইনে যা আছে তাই নির্দেশ দিয়েছি ৷"

2:56 PM, 20 Jan 2025 (IST)

17 লাখ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ

বিচারক বলেন, নির্যাতিতার পরিবার 17 লাখ টাকা আর্থিক সাহায্য দিতে হবে পরিবারকে ৷

2:51 PM, 20 Jan 2025 (IST)

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে

সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ৷ জীবনের শেষ দিন পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে ৷

2:49 PM, 20 Jan 2025 (IST)

এজলাসে আনা হল সঞ্জয়কে

ঠিক দুপুর ২:৪৭ মিনিটে সঞ্জয় কে আনা হল বিচারক অনির্বাণ দাসের এজলাসে ৷

2:45 PM, 20 Jan 2025 (IST)

এজলাসে এলেন বিচারক

এজলাসে ঢুকলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷

2:23 PM, 20 Jan 2025 (IST)

আদালত চত্বরে ভিড় সিনিয়র চিকিৎসকদের

সাজা ঘোষণার আগে সিনিয়র চিকিৎসকদের ভিড় শিয়ালদা আদালত চত্বরে ৷ সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করতে শুরু করেছেন আদালতে ৷ সময় যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে ৷

2:19 PM, 20 Jan 2025 (IST)

পথে নামল কংগ্রেস

আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার দিনই সঠিক বিচারের দাবিকে সামনে রেখে পথে নামল কংগ্রেস ৷ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা ৷

1:19 PM, 20 Jan 2025 (IST)

সাজা ঘোষণা দুপুর 2টো 45 মিনিটে

আসামি সঞ্জয় রায় ও তার আইনজীবীর পাশাপাশি সিবিআই এদিন সিবিআই-এর বক্তব্যও শোনেন বিচারক অনির্বাণ দাস ৷ 12টা 36 মিনিটে এদিন বিচার প্রক্রিয়া শুরু হয় ৷ শুনানি চলে 1টা 12মিনিট পর্যন্ত ৷ সবার বক্তব্য শোনার পর বিচারক জানান, দুপুর 2টো 45 মিনিটে শাস্তি ঘোষণা করা হবে ৷

1:12 PM, 20 Jan 2025 (IST)

সঞ্জয়ের আইনজীবীর থেকে তথ্য চাইলেন বিচারক

সঞ্জয়ের আইনজীবীর সঙ্গে কথা বলেন বিচারক ৷ তিনি জানান, আপনার কাছে সুপ্রিম কোর্টের যে সমস্ত তথ্য আছে তা লিখিত আকারে দিয়ে দিন ৷ এখন সময় নেই ৷ এর আগে সঞ্জয়ের আইনজীবী জানান, বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেও ফাঁসি দেওয়া যায় কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বক্তব্য আছে ৷ এর প্রেক্ষিতে তাঁর কাছে তথ্য চাইলেন বিচারক ৷

1:10 PM, 20 Jan 2025 (IST)

সর্বোচ্চ সাজার দাবি জানাল সিবিআই

দোষীর সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানাল সিবিআই ৷ ওই চিকিৎসক মানুষের সেবার জন্য 36 ঘণ্টা ধরে কাজ করছিলেন ৷ টাকার জন্য কাজ করেননি ৷ তাই এই চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে ফাঁসিই একমাত্র শাস্তি ৷

1:05 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা কোর্টের বাইরে ভিড় সিনিয়র চিকিৎসকদের

শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের কথা শুনছেন বিচারক অনির্বাণ দাস । অন্যদিকে, আদালতের বাইরে ভিড় জমিয়েছেন সিনিয়র চিকিৎসকরা । হাজির হয়েছেন অভয়া মঞ্চের সদস্যরাও । তাঁর সঙ্গে এসেছেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সিং ইউনিটি ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
শিয়ালদা কোর্টের বাইরে ভিড় সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

1:02 PM, 20 Jan 2025 (IST)

সঞ্জয় রায়ের আইনজীবী ফাঁসির সাজার বিরোধিতা করেন

ফাঁসির সাজার বিরোধিতা করেন সঞ্জয় রায়ের আইনজীবী ৷ তিনি বলেন, বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেও ফাঁসি দেওয়া যায় কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বক্তব্য আছে ৷

12:57 PM, 20 Jan 2025 (IST)

বিচারক ও আসামির কথোপকথন

বিচারক- বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছো ?

সঞ্জয়- চেস্টা করেছি ৷

সঞ্জয়- আমি দোষ করিনি । আমায় ফাঁসানো হচ্ছে । আর কি বললো ? আপনি যা বিচার করবেন করুন ৷

বিচারক- আপনার বাড়িতে কে আছে ?

সঞ্জয়- বাড়িতে মা আছেন ৷

বিচারক-, মায়ের সঙ্গে যোগাযোগ আছে কি না ?

সঞ্জয়- আমি বাড়িতে নয়, পুলিশ ক্যাম্পে থাকতাম ৷ কেউ যোগাযোগ করেনি ৷

12:54 PM, 20 Jan 2025 (IST)

শুনানির শুরুতেই সঞ্জয় রায়ের বক্তব্য জানতে চান বিচারক

শুনানির সময় বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য জানতে চান ৷

বিচারক- আপনাকে আপনার বক্তব্য বলার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে ৷ যা হয়েছে তা আপনার থেকে ভালো কেউ জানে না ৷

সঞ্জয় আবারও দাবি করে, সে খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত নয় ৷ আমি করলে রুদ্রাক্ষের মালা গলায় থাকত না৷ আমি নির্দোষ ৷

12:46 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা আদালতের 210 নম্বরে ঘরে শুরু হল বিচার

আরজি কর কাণ্ডে সাজা ঘো৷ষণার প্রক্রিয়া শুরু ৷ 12টা 35 মিনিটে কোর্টরুমে ঢুকলেন বিচারক অনির্বাণ দাস ৷ 210 নম্বরে ঘরে শুরু হল বিচার ৷ ধর্ষণের সময় আঘাতে মৃত্যু নির্যাতিতার, বলেন বিচারক অনির্বাণ দাস ৷ ফের নিজেকে নির্দোষ দাবি করলেন সঞ্জয় ৷

12:38 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদহের কোর্ট চত্বরে বাংলা পক্ষ

সময় যত এগোচ্ছে ততই ভিড় বাড়ছে শিয়ালদহের কোর্ট চত্বরে। সামিল বাংলা পক্ষ। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে চলছে বাংলা পক্ষের কলকাতা জেলার বিক্ষোভ ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
শিয়ালদহের কোর্ট চত্বরে বাংলা পক্ষ (নিজস্ব চিত্র)

12:19 PM, 20 Jan 2025 (IST)

আরজি করের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী

একটু পরেই আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা ৷ মুর্শিদাবাদের লালবাগে সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার আকাশপথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী জানাুন, আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় তিনি আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন। ফাঁসির সাজা সম্পর্কে আগে থেকে তিনি মন্তব্য করতে চাননি। তবে অভিযুক্তের তিনি ফাঁসি চান। এদিন তিনি বলেন, "পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে ৷" এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানান।

Mamata Banerjee
দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা (নিজস্ব চিত্র)

11:48 AM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা আদালতের বাইরে আমজনতার ভিড়

শিয়ালদা কোর্টের বাইরে ভিড় বহু আমজনতার। তাঁদের দাবি, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। পাশাপাশি এর সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে, তাদেরও শাস্তির দাবি জানালেন সাধারণ মানুষ ৷

RG KAR RAPE AND MURDER
শিয়ালদা আদালতের বাইরে আমজনতার ভিড় (নিজস্ব চিত্র)

11:39 AM, 20 Jan 2025 (IST)

সঞ্জয়ের ফাঁসি চাইলেন নির্যাতিতার বাবা-মা

বহুচর্চিত আরজি কর মামলায় সোমবারই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে শিয়ালদা আদালতে। তার আগে এদিন সকালে সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর পরিবার দোষী সাব‍্যস্ত সঞ্জয়ের সর্বোচ্চ 'শাস্তি'-ই চাইলেন। এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "ও(সঞ্জয় রায়)যা অপরাধ করেছে তার কোনও ক্ষমা নেই। এই ধরনের অপরাধীরা সমাজে ঘুরে বেড়ালে আরও অপরাধ সংগঠিত হবে। তাই, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই।" শুধু সঞ্জয় নন,আরজি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের সকলেরই ফাঁসি চেয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসক ছাত্রীর মা।

তিনি আরও বলেন,"সঞ্জয়ের শাস্তি হওয়া মানেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। তদন্ত ও বিচার প্রক্রিয়া দুটোই চলবে সমানভাবে।আমাদের আশা, প্রকৃত দোষীরা একদিন সামনে আসবে।'তবে,সুবিচার না মেলা পর্যন্ত পথে নেমে প্রতিবাদ এবং আইনি লড়াই জারি থাকবে বলেও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা।

11:10 AM, 20 Jan 2025 (IST)

কোর্ট লক-আপে নিয়ে যাওয়া হল সঞ্জয় রায়কে

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে আনার পর বিভিন্ন জায়গায় সই করিয়ে কোর্ট লক-আপে নিয়ে যাওয়া হয় ৷ বিচারক অনির্বাণ দাস দুপুর সাড়ে 12টা নাগাদ আদালতে আসবেন ৷ বিচারক আসার পরই সঞ্জয়কে আদালতের দোতলায় নিয়ে যাওয়া হবে ৷ র‌্যাফ-পুলিশে ছয়লাপ শিয়ালদা কোর্ট চত্বর ৷ আদালতের সামনে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ।

11:01 AM, 20 Jan 2025 (IST)

সকাল 11টার সময় আনা হল শিয়ালদা আদালতে

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে সকাল 11টা নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসে পুলিশ। সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানে করে আনা হয়েছে ৷ ভ্যানেতে ছিলেন বেশ কিছু পুলিশকর্মী। পাশাপাশি চারদিকে ছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

RG KAR RAPE AND MURDER
শিয়ালদা আদালত (নিজস্ব চিত্র)

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ, তারপর খুন ৷ প্রায় 6 মাস আগে, 9 অগস্টের নৃশংস ঘটনায় অনন্য প্রতিবাদ দেখেছে দেশ ৷ দীর্ঘ অপেক্ষার পর ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ৷ আজ সাজা ঘোষণা ৷ দুপুর সাড়ে 12টায় শাস্তি ঘোষণা করবে আদালত। তার আগে নিরাপত্তার কড়াকড়ি শুরু শিয়ালদা আদালত চত্বরে। ডিসি গৌরবলাল থেকে ইনস্পেক্টর এবং এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকরা রয়েছেন।

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে সকাল 11টা নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসে পুলিশ। সঞ্জয় রায়কে প্রিজেন ভ্যানে করে আনা হয়েছে ৷ ভ্যানেতে ছিলেন বেশ কিছু পুলিশকর্মী। পাশাপাশি চারদিকে ছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকালে সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর পরিবার দোষী সাব‍্যস্ত সঞ্জয়ের সর্বোচ্চ 'শাস্তি'-ই চাইলেন। এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "ও(সঞ্জয় রায়)যা অপরাধ করেছে তার কোনও ক্ষমা নেই। এই ধরনের অপরাধীরা সমাজে ঘুরে বেড়ালে আরও অপরাধ সংগঠিত হবে। তাই, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই।"

LIVE FEED

3:01 PM, 20 Jan 2025 (IST)

আর্থিক সাহায্য চাইনি, বিচার চেয়েছি; এজলাসে দাবি নির্যাতিতার পরিবারের

বিচারক আর্থিক সাহায্যের ঘোষণা করার পরই এজলাসে প্রতিবাদে সরব হন নির্যাতিতার পরিবার ৷ তাঁরা বিচারককে বলেন, "আমরা আর্থিক সাহায্য চাইনি ৷ আমাদের মেয়ের জন্য বিচার চেয়েছি ৷" এরপর বিচারক বলেন, "আমি জানি আমরা ক্ষতিপূরণ চাননি ৷ কিন্তু আইনে যা আছে তাই নির্দেশ দিয়েছি ৷"

2:56 PM, 20 Jan 2025 (IST)

17 লাখ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ

বিচারক বলেন, নির্যাতিতার পরিবার 17 লাখ টাকা আর্থিক সাহায্য দিতে হবে পরিবারকে ৷

2:51 PM, 20 Jan 2025 (IST)

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে

সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ৷ জীবনের শেষ দিন পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে ৷

2:49 PM, 20 Jan 2025 (IST)

এজলাসে আনা হল সঞ্জয়কে

ঠিক দুপুর ২:৪৭ মিনিটে সঞ্জয় কে আনা হল বিচারক অনির্বাণ দাসের এজলাসে ৷

2:45 PM, 20 Jan 2025 (IST)

এজলাসে এলেন বিচারক

এজলাসে ঢুকলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷

2:23 PM, 20 Jan 2025 (IST)

আদালত চত্বরে ভিড় সিনিয়র চিকিৎসকদের

সাজা ঘোষণার আগে সিনিয়র চিকিৎসকদের ভিড় শিয়ালদা আদালত চত্বরে ৷ সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করতে শুরু করেছেন আদালতে ৷ সময় যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে ৷

2:19 PM, 20 Jan 2025 (IST)

পথে নামল কংগ্রেস

আরজি কর কাণ্ডে সাজা ঘোষণার দিনই সঠিক বিচারের দাবিকে সামনে রেখে পথে নামল কংগ্রেস ৷ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা ৷

1:19 PM, 20 Jan 2025 (IST)

সাজা ঘোষণা দুপুর 2টো 45 মিনিটে

আসামি সঞ্জয় রায় ও তার আইনজীবীর পাশাপাশি সিবিআই এদিন সিবিআই-এর বক্তব্যও শোনেন বিচারক অনির্বাণ দাস ৷ 12টা 36 মিনিটে এদিন বিচার প্রক্রিয়া শুরু হয় ৷ শুনানি চলে 1টা 12মিনিট পর্যন্ত ৷ সবার বক্তব্য শোনার পর বিচারক জানান, দুপুর 2টো 45 মিনিটে শাস্তি ঘোষণা করা হবে ৷

1:12 PM, 20 Jan 2025 (IST)

সঞ্জয়ের আইনজীবীর থেকে তথ্য চাইলেন বিচারক

সঞ্জয়ের আইনজীবীর সঙ্গে কথা বলেন বিচারক ৷ তিনি জানান, আপনার কাছে সুপ্রিম কোর্টের যে সমস্ত তথ্য আছে তা লিখিত আকারে দিয়ে দিন ৷ এখন সময় নেই ৷ এর আগে সঞ্জয়ের আইনজীবী জানান, বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেও ফাঁসি দেওয়া যায় কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বক্তব্য আছে ৷ এর প্রেক্ষিতে তাঁর কাছে তথ্য চাইলেন বিচারক ৷

1:10 PM, 20 Jan 2025 (IST)

সর্বোচ্চ সাজার দাবি জানাল সিবিআই

দোষীর সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানাল সিবিআই ৷ ওই চিকিৎসক মানুষের সেবার জন্য 36 ঘণ্টা ধরে কাজ করছিলেন ৷ টাকার জন্য কাজ করেননি ৷ তাই এই চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে ফাঁসিই একমাত্র শাস্তি ৷

1:05 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা কোর্টের বাইরে ভিড় সিনিয়র চিকিৎসকদের

শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের কথা শুনছেন বিচারক অনির্বাণ দাস । অন্যদিকে, আদালতের বাইরে ভিড় জমিয়েছেন সিনিয়র চিকিৎসকরা । হাজির হয়েছেন অভয়া মঞ্চের সদস্যরাও । তাঁর সঙ্গে এসেছেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসকদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সিং ইউনিটি ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
শিয়ালদা কোর্টের বাইরে ভিড় সিনিয়র চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

1:02 PM, 20 Jan 2025 (IST)

সঞ্জয় রায়ের আইনজীবী ফাঁসির সাজার বিরোধিতা করেন

ফাঁসির সাজার বিরোধিতা করেন সঞ্জয় রায়ের আইনজীবী ৷ তিনি বলেন, বিরলের মধ্যে বিরলতম অপরাধের ক্ষেত্রেও ফাঁসি দেওয়া যায় কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বক্তব্য আছে ৷

12:57 PM, 20 Jan 2025 (IST)

বিচারক ও আসামির কথোপকথন

বিচারক- বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছো ?

সঞ্জয়- চেস্টা করেছি ৷

সঞ্জয়- আমি দোষ করিনি । আমায় ফাঁসানো হচ্ছে । আর কি বললো ? আপনি যা বিচার করবেন করুন ৷

বিচারক- আপনার বাড়িতে কে আছে ?

সঞ্জয়- বাড়িতে মা আছেন ৷

বিচারক-, মায়ের সঙ্গে যোগাযোগ আছে কি না ?

সঞ্জয়- আমি বাড়িতে নয়, পুলিশ ক্যাম্পে থাকতাম ৷ কেউ যোগাযোগ করেনি ৷

12:54 PM, 20 Jan 2025 (IST)

শুনানির শুরুতেই সঞ্জয় রায়ের বক্তব্য জানতে চান বিচারক

শুনানির সময় বিচারক সঞ্জয় রায়ের বক্তব্য জানতে চান ৷

বিচারক- আপনাকে আপনার বক্তব্য বলার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে ৷ যা হয়েছে তা আপনার থেকে ভালো কেউ জানে না ৷

সঞ্জয় আবারও দাবি করে, সে খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত নয় ৷ আমি করলে রুদ্রাক্ষের মালা গলায় থাকত না৷ আমি নির্দোষ ৷

12:46 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা আদালতের 210 নম্বরে ঘরে শুরু হল বিচার

আরজি কর কাণ্ডে সাজা ঘো৷ষণার প্রক্রিয়া শুরু ৷ 12টা 35 মিনিটে কোর্টরুমে ঢুকলেন বিচারক অনির্বাণ দাস ৷ 210 নম্বরে ঘরে শুরু হল বিচার ৷ ধর্ষণের সময় আঘাতে মৃত্যু নির্যাতিতার, বলেন বিচারক অনির্বাণ দাস ৷ ফের নিজেকে নির্দোষ দাবি করলেন সঞ্জয় ৷

12:38 PM, 20 Jan 2025 (IST)

শিয়ালদহের কোর্ট চত্বরে বাংলা পক্ষ

সময় যত এগোচ্ছে ততই ভিড় বাড়ছে শিয়ালদহের কোর্ট চত্বরে। সামিল বাংলা পক্ষ। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে চলছে বাংলা পক্ষের কলকাতা জেলার বিক্ষোভ ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
শিয়ালদহের কোর্ট চত্বরে বাংলা পক্ষ (নিজস্ব চিত্র)

12:19 PM, 20 Jan 2025 (IST)

আরজি করের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী

একটু পরেই আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা ৷ মুর্শিদাবাদের লালবাগে সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার আকাশপথে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী জানাুন, আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় তিনি আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন। ফাঁসির সাজা সম্পর্কে আগে থেকে তিনি মন্তব্য করতে চাননি। তবে অভিযুক্তের তিনি ফাঁসি চান। এদিন তিনি বলেন, "পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে ৷" এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানান।

Mamata Banerjee
দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা (নিজস্ব চিত্র)

11:48 AM, 20 Jan 2025 (IST)

শিয়ালদা আদালতের বাইরে আমজনতার ভিড়

শিয়ালদা কোর্টের বাইরে ভিড় বহু আমজনতার। তাঁদের দাবি, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। পাশাপাশি এর সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে, তাদেরও শাস্তির দাবি জানালেন সাধারণ মানুষ ৷

RG KAR RAPE AND MURDER
শিয়ালদা আদালতের বাইরে আমজনতার ভিড় (নিজস্ব চিত্র)

11:39 AM, 20 Jan 2025 (IST)

সঞ্জয়ের ফাঁসি চাইলেন নির্যাতিতার বাবা-মা

বহুচর্চিত আরজি কর মামলায় সোমবারই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে শিয়ালদা আদালতে। তার আগে এদিন সকালে সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর পরিবার দোষী সাব‍্যস্ত সঞ্জয়ের সর্বোচ্চ 'শাস্তি'-ই চাইলেন। এই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "ও(সঞ্জয় রায়)যা অপরাধ করেছে তার কোনও ক্ষমা নেই। এই ধরনের অপরাধীরা সমাজে ঘুরে বেড়ালে আরও অপরাধ সংগঠিত হবে। তাই, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই।" শুধু সঞ্জয় নন,আরজি কর-কাণ্ডে প্রকৃত দোষীদের সকলেরই ফাঁসি চেয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসক ছাত্রীর মা।

তিনি আরও বলেন,"সঞ্জয়ের শাস্তি হওয়া মানেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। তদন্ত ও বিচার প্রক্রিয়া দুটোই চলবে সমানভাবে।আমাদের আশা, প্রকৃত দোষীরা একদিন সামনে আসবে।'তবে,সুবিচার না মেলা পর্যন্ত পথে নেমে প্রতিবাদ এবং আইনি লড়াই জারি থাকবে বলেও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা।

11:10 AM, 20 Jan 2025 (IST)

কোর্ট লক-আপে নিয়ে যাওয়া হল সঞ্জয় রায়কে

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে আনার পর বিভিন্ন জায়গায় সই করিয়ে কোর্ট লক-আপে নিয়ে যাওয়া হয় ৷ বিচারক অনির্বাণ দাস দুপুর সাড়ে 12টা নাগাদ আদালতে আসবেন ৷ বিচারক আসার পরই সঞ্জয়কে আদালতের দোতলায় নিয়ে যাওয়া হবে ৷ র‌্যাফ-পুলিশে ছয়লাপ শিয়ালদা কোর্ট চত্বর ৷ আদালতের সামনে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ।

11:01 AM, 20 Jan 2025 (IST)

সকাল 11টার সময় আনা হল শিয়ালদা আদালতে

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে সকাল 11টা নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসে পুলিশ। সঞ্জয় রায়কে প্রিজন ভ্যানে করে আনা হয়েছে ৷ ভ্যানেতে ছিলেন বেশ কিছু পুলিশকর্মী। পাশাপাশি চারদিকে ছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা।

RG KAR RAPE AND MURDER
শিয়ালদা আদালত (নিজস্ব চিত্র)
Last Updated : Jan 20, 2025, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.