রায় ঘোষণার আগেই আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে ৷ কড়া পুলিশি নিরাপত্তায় সঞ্জয়কে আদালতে নিয়ে আসে পুলিশ ৷
LIVE: শিয়ালদা আদালতে হাজির সঞ্জয়, রায় ঘোষণার আগে আবারও মুখ্যমন্ত্রীকে তোপ নির্যাতিতার পরিবারের - R G KAR VERDICT LIVE UPDATES
Published : Jan 18, 2025, 12:04 PM IST
|Updated : Jan 18, 2025, 2:25 PM IST
ঘরের মেয়ের বিচার পাওয়ার দিন আজ ৷ আজ দেশ-দুনিয়ার নজর শিয়ালদা আদালতের দিকে ৷ আরজি করের নারকীয় ঘটনার পাঁচ মাস পর রায় দেবে আদালত ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের পর খুনের মামলা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল ঘটনার 24 ঘণ্টার মধ্যে ৷ এই মামলায় আর কাউকে গ্রেফতার করেনি সিবিআই ৷ এ মাসের গোড়ার দিকে আদালত জানায় রায় ঘোষণা হবে 18 এপ্রিল ৷ তারপর থেকেই শুরু দিন গোনা!
LIVE FEED
আদালতে হাজির সঞ্জয় রায়
কী বলছে নির্যাতিতার পরিবার ?
বহু চর্চিত আরজি কর মামলায় রায় শুনতে বুধবার শিয়ালদা আদালতের উদ্দেশ্যে পাড়ি দিলেন নির্যাতিতার বাবা-মা। দুপুর 12টা 35 মিনিট নাগাদ তাঁরা সোদপুরের বাড়ি থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে করেই এদিন আরজি করে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা-মা এবং পরিবারের বাকি সদস্যরা তাঁদের নির্দিষ্ট গন্তব্য শিয়ালদা আদালতে পৌঁছন। এদিকে, রায় ঘোষণার ঠিক আগে নির্যাতিতার বাবা নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন,রাত 2টো পর্যন্ত জেগে মনিটর করেছিলেন। ওঁর কী ইন্টারেস্ট ছিল জানতে চাই ? তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে সেটা সিবিআই বলেছে । শুধু সিভিক নয়, সব দোষীরাই সামনে আসবে। আশা রাখছি দোষীরা সকলে শাস্তি পাবেন। কেউ রেয়াত পাবেন না।"
কী পরিস্থিতি আদালত চত্বরে ?
আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে আরজি কর মামলার রায় ঘোষণা হবে ৷ আদালত চত্বরের পরিস্থিতি তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি অয়ন নিয়োগী ৷
আদালত চত্বরে ব়্যাফ-সহ একাধিক থানার পুলিশ আধিকারিক
আর কিছুক্ষণের মধ্যেই আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রায় দান করবে শিয়ালদা আদালত। আর তার জন্য যাতে কোনও রকমে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ক্ষেত্রে আগে থেকেই কড় নজরদারির আয়োজন করেছে কলকাতা পুলিশ। আদালত চত্বরে রয়েছে র্যাফ, মুচিপাড়া, এন্টালি-সহ একাধিক থানার পুলিশ আধিকারিকরা। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। আজ দুপুর একটা নাগাদ সঞ্জয় কে শিয়লদা আদালতে পেশ করানো হয়।
আদালতে উপস্থিত বিচারক ও দুই পক্ষের আইনজীবী
আদালতে পৌঁছে গিয়েছেন আরজি কর মামলার বিচারক ও দুই পক্ষের আইনজীবীরা ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদা আদালত। 220 নম্বর কোর্ট রুমে আজ এই মামলার রায় ঘোষণা হবে। নির্যাতিতার পরিবারের আইনজীবী, আইন অনুযায়ী এই কাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বললেন, "দোষীর চরমতম শাস্তি চাই।"
শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী
ইতিমধ্যে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার চলে এসেছেন শিয়ালদহ আদালতে। আদালত চত্বরে ভিড় জমতে শুরু করেছে। অন্যান্য দিনের চেয়ে আজ এখানে ভিড় অনেকটাই বেশি। আদালত চত্বরে অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
কড়া নিরাপত্তা আদালত চত্বরে
আরজি কর মামলার রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদা আদালত চত্বর। ব্যারিকেড দিয়ে চারিদিক ঘিরে দেওয়া হয়েছে।
রায়ের অপেক্ষায় দেশ
সকাল থেকেই শিয়ালদা চত্বরে প্রবল ভিড় ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ও সংবাদমাধ্যমের ভিড়ে আদালতের তিল ধারণেরও জায়গা নেই ৷
ঘরের মেয়ের বিচার পাওয়ার দিন আজ ৷ আজ দেশ-দুনিয়ার নজর শিয়ালদা আদালতের দিকে ৷ আরজি করের নারকীয় ঘটনার পাঁচ মাস পর রায় দেবে আদালত ৷ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের পর খুনের মামলা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল ঘটনার 24 ঘণ্টার মধ্যে ৷ এই মামলায় আর কাউকে গ্রেফতার করেনি সিবিআই ৷ এ মাসের গোড়ার দিকে আদালত জানায় রায় ঘোষণা হবে 18 এপ্রিল ৷ তারপর থেকেই শুরু দিন গোনা!
LIVE FEED
আদালতে হাজির সঞ্জয় রায়
রায় ঘোষণার আগেই আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে ৷ কড়া পুলিশি নিরাপত্তায় সঞ্জয়কে আদালতে নিয়ে আসে পুলিশ ৷
কী বলছে নির্যাতিতার পরিবার ?
বহু চর্চিত আরজি কর মামলায় রায় শুনতে বুধবার শিয়ালদা আদালতের উদ্দেশ্যে পাড়ি দিলেন নির্যাতিতার বাবা-মা। দুপুর 12টা 35 মিনিট নাগাদ তাঁরা সোদপুরের বাড়ি থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে করেই এদিন আরজি করে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা-মা এবং পরিবারের বাকি সদস্যরা তাঁদের নির্দিষ্ট গন্তব্য শিয়ালদা আদালতে পৌঁছন। এদিকে, রায় ঘোষণার ঠিক আগে নির্যাতিতার বাবা নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন,রাত 2টো পর্যন্ত জেগে মনিটর করেছিলেন। ওঁর কী ইন্টারেস্ট ছিল জানতে চাই ? তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে সেটা সিবিআই বলেছে । শুধু সিভিক নয়, সব দোষীরাই সামনে আসবে। আশা রাখছি দোষীরা সকলে শাস্তি পাবেন। কেউ রেয়াত পাবেন না।"
কী পরিস্থিতি আদালত চত্বরে ?
আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে আরজি কর মামলার রায় ঘোষণা হবে ৷ আদালত চত্বরের পরিস্থিতি তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি অয়ন নিয়োগী ৷
আদালত চত্বরে ব়্যাফ-সহ একাধিক থানার পুলিশ আধিকারিক
আর কিছুক্ষণের মধ্যেই আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রায় দান করবে শিয়ালদা আদালত। আর তার জন্য যাতে কোনও রকমে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ক্ষেত্রে আগে থেকেই কড় নজরদারির আয়োজন করেছে কলকাতা পুলিশ। আদালত চত্বরে রয়েছে র্যাফ, মুচিপাড়া, এন্টালি-সহ একাধিক থানার পুলিশ আধিকারিকরা। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক। আজ দুপুর একটা নাগাদ সঞ্জয় কে শিয়লদা আদালতে পেশ করানো হয়।
আদালতে উপস্থিত বিচারক ও দুই পক্ষের আইনজীবী
আদালতে পৌঁছে গিয়েছেন আরজি কর মামলার বিচারক ও দুই পক্ষের আইনজীবীরা ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদা আদালত। 220 নম্বর কোর্ট রুমে আজ এই মামলার রায় ঘোষণা হবে। নির্যাতিতার পরিবারের আইনজীবী, আইন অনুযায়ী এই কাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ সাজা দেওয়ার দাবি জানিয়েছেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বললেন, "দোষীর চরমতম শাস্তি চাই।"
শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী
ইতিমধ্যে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার চলে এসেছেন শিয়ালদহ আদালতে। আদালত চত্বরে ভিড় জমতে শুরু করেছে। অন্যান্য দিনের চেয়ে আজ এখানে ভিড় অনেকটাই বেশি। আদালত চত্বরে অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
কড়া নিরাপত্তা আদালত চত্বরে
আরজি কর মামলার রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদা আদালত চত্বর। ব্যারিকেড দিয়ে চারিদিক ঘিরে দেওয়া হয়েছে।
রায়ের অপেক্ষায় দেশ
সকাল থেকেই শিয়ালদা চত্বরে প্রবল ভিড় ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ও সংবাদমাধ্যমের ভিড়ে আদালতের তিল ধারণেরও জায়গা নেই ৷