পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নের দীর্ঘ বৈঠকের পর লিখিত আশ্বাস না পেয়ে 'হতাশ' জুনিয়র চিকিৎসকরা, চলবে কর্মবিরতি - KOLKATA RAPE AND MURDER CASE - KOLKATA RAPE AND MURDER CASE

Kolkata rape and murder case
শীর্ষ আদালতের শুনানিতে চোখ চিকিৎসকদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 9:19 AM IST

Updated : Sep 18, 2024, 1:18 PM IST

সুপ্রিম কোর্টে শুরু আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি ৷ শীর্ষ আদালতে সেই শুনানির কয়েকঘণ্টা আগেই আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে অভিযানে নামল ইডি ৷ আরজি করে রোগীকল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ গত বৃহস্পতিবার বিধায়কের কলকাতায় বাড়ি ও তাঁর মালিকানাধীন একটি নার্সিংহোমে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷

সোমবার রাতে নিজের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিকিৎসকদের দাবি মেনেই সরানো হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি (নর্থ) এবং রাজ্যের শীর্ষ দুই স্বাস্থ্যকর্তাকে ৷ তবে এখনই তাঁদের অবস্থান থেকে সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা ৷ দীর্ঘ বৈঠকে তাঁদের একাধিক দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেগুলি কার্যকর না-হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভও চলবে বলে জানান আন্দোলনরত ডাক্তাররা ৷

LIVE FEED

1:55 AM, 19 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎসক-রাজ্য সরকার বৈঠকে কাটল না জট, জারি থাকছে আন্দোলন-কর্মবিরতি

প্রায় ৫ ঘন্টা ধরে নবান্ন সভাঘরে চলা জুনিয়র চিকিৎসক ও রাজ্য সরকারের বৈঠক শেষ হলেও জট কাটার কোনও ইঙ্গিত মিলল না। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের পক্ষে অনিকেত মাহাতো সাংবাদিকদের জানান, "আমাদের মোট পাঁচটি দাবি আমরা পেশ করেছিলাম। তার মধ্যে কয়েকটা মানা হলেও, চার এবং পাঁচ নম্বর দাবি দুটি নিয়ে আজ আলোচনা হওয়ার কথা ছিল। এর মধ্যে স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপাতালগুলিতে সার্বিক নিরাপত্তা, থ্রেট কালচার, মেডিক্যাল কলেজগুলিতে টাস্ক ফোর্স গঠনের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ জায়গাতে সরকার আমাদের সাথে সহমত পোষণ করেছে, তবে কয়েকটি জায়গায় অসুবিধে আছে। আমরা মুখ্যসচিবের কাছে আলোচনার কার্যবিবরণী চেয়েছিলাম, কিন্তু তিনি সেটা দেননি। শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। এতে আমরা রাজি ছিলাম না। সরকারের কার্যবিবরণী তৈরী করা এবং লিখিত আশ্বাস দেওয়ার এই অনীহায় আমরা হতাশ। মুখ্যসচিব আমাদের বলেছেন আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার, আমাদের দাবিগুলিকে খসড়া আকারে ওনার কাছে ইমেইল করতে এবং তারপর ওনারা সিদ্ধান্ত জানাবেন। আমরা কাজে ফিরতে চাই, কিন্তু যতক্ষণ আমাদের ন্যায্য দাবিগুলি পূরণ না হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন এবং কর্মবিরতি চলবে।"

নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র চিকিৎসকদের নিয়ে বাস আবার সল্টলেকের স্বাস্থ্যভবনে ফিরে যাচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন স্বাস্থ্যভবনের ধর্ণামঞ্চে পৌঁছে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

10:06 PM, 18 Sep 2024 (IST)

সব দাবি মানার ইঙ্গিত রাজ্যের

জুনিয়র চিকিৎসকদের বাকি দুটো দাবিও মেনে নিল রাজ্য সরকার। সেই দুটি দাবি কার্যকর করতে সময় লাগবে জানিয়ে দিল। দালালবাজ বন্ধ করতে প্রশাসনকে সক্রিয় হওয়ার দাবি জানালেন জুনিয়র চিকিৎসকরা ।

9:48 PM, 18 Sep 2024 (IST)

নবান্নের সভাঘরে শেষ হল ম্যারাথন বৈঠক !

সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ নবান্নের সভাঘরে ঢুকেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। রাত সাড়ে 9টার কিছুক্ষণ পর শেষ হল বৈঠক । জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক শেষ হয়েছে । তবে বৈঠক শেষ হলেও এর কার্যবিবরণী লেখার কাজ এখনও চলছে।

8:04 PM, 18 Sep 2024 (IST)

বাতিল সন্দীপের রেজিস্ট্রেশন

আরজি কর হাসাপাতালের প্রাক্তন অধ্যক্ষ বড় পদক্ষেপ নিতে চলেছে মেডিক্যাল কাউন্সিল। স্বাস্থ্যভবন সাসপেন্ড করার পর এবার বাতিল হতে পারে তাঁর রেজিস্ট্রেশন। তাহলে আর চিকিৎসক থাকবেন না সন্দীপ ঘোষ। বুধবার এই নিয়েই মেডিক্যাল কাউন্সিলে বৈঠক হয়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিজ্ঞপ্তি বেরোবে বৃহস্পতিবার। ফলে আঁর কোনওদিন ডাক্তারি করতে পারবেন না প্রাক্তন অধ্যক্ষ।

7:15 PM, 18 Sep 2024 (IST)

নির্ধারিত সময়ের পৌনে একঘণ্টা বাদে নবান্নে পৌঁছলো জুনিয়র ডাক্তারদের বাস

নবান্নে এসে পৌঁছলো জুনিয়র ডাক্তারদের বাস।

7:01 PM, 18 Sep 2024 (IST)

টালা থানার ওসিকে সাপেন্ড করল লালবাজার

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে যে জঘন্য অপরাধের ঘটনা ঘটে সেই ঘটনায় ইতিমধ্যেই টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল কে গ্রেপ্তার করেছে সিবিআই। এবার সেই তালা থানার অফিসার ইনচার্জ মন্ডলকে সাসপেন্ড করলো লালবাজার। তবে এই সাসপেনশনের বিষয় নিয়ে মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কোন বড় কর্তা। কিছুদিন আগেই অভিজিৎ মন্ডলের সার্ভে পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের বড় কর্তারা। বাইরে এসে বলেছিলেন, তাঁরা অভিজিৎ মন্ডলের পরিবারের পাশে রয়েছেন। কিন্তু তাঁকে সাসপেন্ড করার পর একাধিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

6:21 PM, 18 Sep 2024 (IST)

নাগেরবাজারে বিজেপির মশাল মিছিল

অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্যভনের ধর্না মঞ্চ থেকে রওনা দেবেন জুনিয়র চিকিৎসকরা । তার আগে আরজি কর-কাণ্ডে পথে নামল বিজেপি। নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত মশাল মিছিল করছে গেরুয়া শিবির । নেতৃত্বে আছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের নেত্রী অগ্নিমিত্রা পল ।

6:12 PM, 18 Sep 2024 (IST)

কাজে যোগ দিতে ভয় করছে, দাবি জুনিয়র চিকিৎসকদের

নবান্নে বৈঠক যোগ দিতে যাওয়ার আগে আবারও সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র চিকিৎসকরা । তাঁদের দাবি, ভয়ের পরিবেশ থাকলে কাজে যোগ দেওয়া সম্ভব নয়।

5:03 PM, 18 Sep 2024 (IST)

স্বস্তিকা তোপ কুণালের

আরজি কর-কাণ্ডে আরও একবার স্বস্তিকা মুখোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ নিজের আসন্ন ছবির প্রমোশানের জন্য আরজি করে ঘটনাকে ব্যবহার করছেন অভিনেত্রী ।

4:13 PM, 18 Sep 2024 (IST)

গণেশ ভাষাণে শোনা গেল 'জাস্টিস ফর আরজি কর'

আবারও আরজি করের ঘটনায় বিচার চাইল হায়দরাবাদ। আবারও উৎসবের সঙ্গে মিশে গেল ন্যায়ের দাবি।

গণেশ পুজোর নিরঞ্জনে আরজি করের প্রতিবাদ (নিজস্ব চিত্র)

3:06 PM, 18 Sep 2024 (IST)

সন্ধ্যায় বৈঠকে ডাকলেন মখ্যসচিব

আলোচনায় বসতে চেয়ে মেইল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার জবাবি মেইল তাঁদের নবান্নে আমন্ত্রণ জানাবেন মুখ্যসচিব মনোজ পন্থ। সন্ধ্যা সাড়ে ছটায় সময় তাঁদের নবান্নে আসতে বলা হয়েছে। সেখানে 30 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন বলে মুখ্যসচিব। একইসঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি।

মুখ্যসচিবের মেইল (নবান্ন সূত্রে পাওয়া ছবি)

1:30 PM, 18 Sep 2024 (IST)

রাত জাগতে গিয়ে মেয়েরা মদ খাচ্ছে, বেলাগাম মন্ত্রী স্বপন দেবনাথ

আরজি কর আন্দোলন নিয়ে এবার বেলাগাম রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ সোমবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালনা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানে আন্দোলনে যাওয়ার নাম করে মেয়েদের মদ কিনতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আছি বলেই তো করতে পারছেন । এটা তো মানতে হবে । এটা তো অস্বীকার করে লাভ নেই । আমার এলাকায় একটা দোকানে দেখেছি মেয়েরা রাতে মদ কিনতে যায় । সেই খবর পাওয়ার পরে আমি দেখতে যাই কোন মেয়েরা সেখানে রাতে মদ খেতে যায়। আমি হোটেলে গিয়ে বলে এসেছি মেয়েরা যেন মদ না পায় । কারণ সেখানে যদি কোন অঘটন ঘটে যায় সেটাও তো আমাকে দেখতে হচ্ছে ।"

1:06 PM, 18 Sep 2024 (IST)

জুনিয়র চিকিৎকদের কাজে ফেরার আর্জি জানিয়ে বার্তা অভিষেকের

বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে জুনিয়র চিকিৎসদের বার্তা দিলেন তৃণমূলের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায় ৷ বার্তায় তিনি লেখেন, "প্রথম দিন থেকেই আমি নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি ৷ আমি সবসময় মনে করি যে, বেশিরভাগ উদ্বেগেই বৈধ ও ন্যায্য। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য সরকার জানিয়েছে যে, রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সিসিটিভি লাগানো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ শেষ হবে আগামী দু'সপ্তাহের মধ্যে ৷ এর সঙ্গে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের বেশ কিছু আধিকারিক বদলের যে দাবি জুনিয়র চিকিৎসকরা করেছিলেন, তাকে সম্মান জানিয়েছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে চিকিৎসকদের সদিচ্ছার ইঙ্গিত দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে জনগণের স্বার্থে কাজে ফেরা উচিত ৷"

1:00 PM, 18 Sep 2024 (IST)

মুখ্যসচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের

মুখ্যসচিব মনোজ পন্থকে ফের ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের অমীমাংসিত দাবিগুলি নিয়ে আলোচনার জন্য আজ তাঁরা বৈঠকের আর্জি জানিয়েছেন ৷ বুধবার বেলা 11টা বেজে 19 মিনিটে মুখ্যসচিবকে ইমেল পাঠানো হয় জুনিয়র চিকিৎসকদের তরফে । চিঠিতে লেখা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ বৈঠকের প্রসঙ্গে আমরা আবারও বলতে চাই যে, আমাদের পাঁচ দফা দাবির কিছু মূল বিষয় অমীমাংসিত ছিল । সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চায় ৷ বিশেষ করে আমাদের চতুর্থ ও পঞ্চম পয়েন্ট ৷

9:41 PM, 17 Sep 2024 (IST)

বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটি স্বাস্থ্য দফতরের

সাসপেন্ডের পর এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর । চারজন বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন । কমিটিকে সাতদিনের মধ্যে সেই তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ সেই বিশেষজ্ঞ কমিটিতে আছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ উৎপল দাঁ, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ শর্মিলা মল্লিক ও বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা তাদের তদন্ত করে সাতদিনের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন ।

8:11 PM, 17 Sep 2024 (IST)

20 সেপ্টেম্বর টর্চ ব়্যালি হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার

আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের জন্য ফের টর্চ ব়্যালি জুনিয়র ডাক্তারদের ৷ আগামী 20 সেপ্টেম্বর এই টর্চ ব়্যালি বিকাল 4টে নাগাদ শুরু হবে হাইল্যান্ড পার্ক থেকে ৷ যাবে শ্যামবাজার পর্যন্ত ৷ এই সমাবেসে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷

7:28 PM, 17 Sep 2024 (IST)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিল

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে হত্যার প্রতিবাদে সল্টলেক করুণাময়ীতে মিছিল ৷

6:37 PM, 17 Sep 2024 (IST)

আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনে সিবিআইয়ের নয়া তথ্য

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি এখনও ৷ আজ শিয়ালদা আদালতে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷

5:26 PM, 17 Sep 2024 (IST)

টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষকে ফের তিনদিনের হেফাজতে চাইল সিবিআই

হেফাজতের মেয়াদ শেষের দিনই ফের টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালতে পেশ করল সিবিআই ৷ ফের তিনদিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে ৷ এদিন অভিজিৎ মণ্ডলের আইনজীবী জানান, টালা থানার প্রাক্তন ওসি তদন্তে সরাসরি ছিলেন না । তিনি গাইডিং অফিসার ছিলেন ।

এরপরেই সিবিআইয়ের তরফে বলা হয়, ঘটনা নিয়ে টালা থানার প্রাক্তন ওসি ও সন্দীপ ঘোষ কোনও সদুত্তর দিতে পারেননি । পাশাপাশি যেদিন ঘটনাটি প্রকাশ্যে আসে, সেই দিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল একাধিক লোকজনের সঙ্গে কথা বলেছিলেন । টালা থানা থেকে সিসিটিভি ক্যমেরার হার্ডডিস্ক উদ্ধার হয়েছে । সেগুলি মিলিয়ে দেখা উচিত । তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন । তাই জন্য তাদের ফের তিনদিনের হেফাজতের আবেদন করা হয়েছে ।

4:58 PM, 17 Sep 2024 (IST)

প্রাক্তন ওসির পর সিজিও কমপ্লেক্সে টালা থানার অতিরিক্ত ওসি

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় টালা থানার অতিরিক্ত ওসি পল্লব বিশ্বাসকে তলব সিবিআইয়ের । সিজিও কমপ্লেক্সে গেলেন অতিরিক্ত ওসি ৷

4:38 PM, 17 Sep 2024 (IST)

কলকাতা কর্পোরেশনে উৎসব ও প্রতিবাদ, কী বললেন মেয়র ?

বিশ্বকর্মা পুজোয় উৎসব ও প্রতিবাদ একসঙ্গে ৷ কর্পোরেশনের বিভিন্ন বিভাগে ঘুরে ঠাকুর দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে ছবি তুলছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । সেই সময়ই কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের তরফে পৌর ইঞ্জিনিয়াররা আরজি কর কাণ্ডের বিচার চেয়ে হাতে কালো বেলুন নিয়ে স্লোগান তুলে মিছিল শুরু করে কর্পোরেশনের অভ্যন্তরে । তাদের বক্তব্য, উৎসব নয় প্রতিবাদ ৷ বিচার মিললে তবেই হবে উৎসব ৷ এই প্রসঙ্গে পালটা মেয়র বলেন, সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয়, আলোচনার মধ্য দিয়ে করতে হবে ।

4:31 PM, 17 Sep 2024 (IST)

দেখে নিন নয়া রদবদলের তালিকা

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের নয়া ডিরেক্টর হলেন ডাঃ কৌস্তভ নায়েক ৷ ডাঃ দেবাশিস হালদারকে পাঠানো হল স্বাস্থ্য ভবনে ওএসডি জনস্বাস্থ্যের দায়িত্বে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থেকে মেডিক্যাল এডুকেশনের ওএসডি হলেন ডাঃ সুপর্ণা দত্ত ৷

4:30 PM, 17 Sep 2024 (IST)

স্বাস্থ্য দফতরেও বড় রদবদল

নয়া স্বাস্থ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পাচ্ছেন স্বপন সোরেন ৷ যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে এলেন তিনি ৷ দেবাশিস হালদারকে সরিয়ে তাঁকে দায়িত্বে আনা হল ৷

3:37 PM, 17 Sep 2024 (IST)

কলকাতা পুলিশে বড় রদবদল, কোন পদে বিনীত গোয়েল ?

সিপি হলেন মনোজ ভার্মা ৷ ডি সি নর্থ দীপক সরকার ৷ এসটিএফের এলডিজি পদে দায়িত্ব পেলেন বিনীত গোয়েল ৷ এডিজি ল অ্যান্ড অর্ডার হলেন জাভেদ শামিম ৷ এডিজি আইবির দায়িত্বে জ্ঞানবন্ত সিং ৷

2:55 PM, 17 Sep 2024 (IST)

বিকেল চারটেয় জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক

বিকেল 4টে নাগাদ শুরু হবে জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি বৈঠক । সেখান থেকেই পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন তাঁরা । তবে তার আগে মঙ্গলবার বৈঠকের প্রেক্ষিতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছেন সেই অর্ডার কপি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।

1:39 PM, 17 Sep 2024 (IST)

জেনারেল বডির বৈঠক করে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তারেরা: ইন্দিরা জয়সিংহ

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ । তিনি বলেন, “জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাঁদের যে বোঝাপড়া, তা নথিবদ্ধ রাখা হোক । আমরা জানি, আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না । জুনিয়র ডাক্তারেরা কাজে ফিরতে চান । তবে কাজে ফেরার সিদ্ধান্ত হবে জেনারেল বডির বৈঠকে ৷ আগামী দু-একদিনের মধ্যেই এই বৈঠক হতে পারে ৷

1:24 PM, 17 Sep 2024 (IST)

সরকারি হাসপাতালে নিরাপত্তায় শুধু পুলিশকর্মীই রাখা উচিত: চন্দ্রচূড়

গত 19 অগস্ট রাজ্য যে 1514 জন বেসরকারী নিরাপত্তা রক্ষীকে এক সপ্তাহের পুলিশি প্রশিক্ষণ দিয়ে মেডিক্যাল কলেজগুলিতে এক বছরের জন্য মোতায়নের কথা বলেছিল, তার তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট ৷ সরকারি হাসপাতালে অন্তত পুলিশকর্মী রাখা উচিত বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ।

1:17 PM, 17 Sep 2024 (IST)

মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসা পরিসরে বর্হিরাগত নিয়ন্ত্রণে বায়োমেট্রিক ব্যাবস্থা

রাজ্যের মেডিক্যাল কলেজগুলির চিকিৎসা পরিসরে বর্হিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে চিকিৎসকদের জন্য বিশেষ বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আগামী দু'সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই ব্যবস্থা চালু করতে হবে ৷ যাতে চিকিৎসা সংক্রান্ত কাজের জায়গায় অবাঞ্ছিত লোকের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায় ৷

1:15 PM, 17 Sep 2024 (IST)

রাজ্যের হাসপাতালে নিরাপত্তায় বিশেষ কমিটি সুপ্রিম কোর্টের

রাজ্যের হাসপাতাল গুলিতে নিরাপত্তার জন্য বিশেষ কমিটি গড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ রাজ্যের সব জেলায় প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিউটিরুম, শৌচাগার ও সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়াকে শুরু ও এগিয়ে নিয়ে যেতে কাজ করবে এই কমিটি ৷ বিশেষ এই কমিটিতে থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অথবা হাসপাতালের সুপার, জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধি ৷

12:54 PM, 17 Sep 2024 (IST)

চিকিৎসকদের নিরাপত্তায় কী পদক্ষেপ? আদালতে জানাল রাজ্য

রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট দিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম । শীর্ষ আদালতে রাজ্য জানায়, রাজ্যের সব হাসপাতালে চিকিৎসকদের জন্য শৌচাগার, বিশ্রামকক্ষ, সিসি ক্যামেরা লাগানো হবে ৷ পাশাপাশি চিকিৎসকদের ডিউটি রুমেও নিরাপত্তা দেওয়া হবে ৷

12:38 PM, 17 Sep 2024 (IST)

আরজি করে কেন অস্থায়ী নিরাপত্তাকর্মী ? প্রশ্ন সুপ্রিম কোর্টের

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী পদক্ষেপ রাজ্যের, জানতে চাইল শীর্ষ আদালত ৷ প্রধান বিচারপতি বলেন, “গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে ?” উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, “আমরা পদক্ষেপ করেছি। আদালতকে ওই বিষয়ে জানাচ্ছি।” কিন্তু আরজি করে কেন অস্থায়ী নিরাপত্তাকর্মী ? এছাড়াও আরজি করের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়েও রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের ৷

12:10 PM, 17 Sep 2024 (IST)

রাতে মেয়েদের কাজ করা সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, মুছে ফেলা হবে বলে জানাল রাজ্য

রাজ্যের রাত্রিরের সাথী প্রকল্পের সমালোচনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ আরজি কর ঘটনার পর রাজ্য সরকার রাত্রিরের সাথী নামে যে প্রকল্প এনেছে, তাতে রাতে মহিলা চিকিৎসকদের যত সম্ভব কম ডিউটি দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “রাজ্যকে ওই বিজ্ঞপ্তি ঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না, মহিলারা রাতে কাজ করতে পারবেন না।” প্রধান বিচারপতি আরও বলেন, “বিমানচালক, সেনাতে অনেক মহিলা রাতে কাজ করেন। এই বিজ্ঞপ্তি কেন ?” সুপ্রিম কোর্টের প্রশ্নের পর বিজ্ঞপ্তির এই অংশ মুছে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের আইনজীবী।

12:04 PM, 17 Sep 2024 (IST)

সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন ফিরোজ এডুলজির

জনস্বার্থ মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন, “কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল ? বাকি ফুটেজ কেন দেওয়া হল না ?” তাঁর অভিযোগ, সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি। এডুলজি মনে করছেন, সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে।

11:51 AM, 17 Sep 2024 (IST)

সিবিআই রিপোর্ট দেখে বিচলিত: প্রধান বিচারপতি

সিবিআই যা রিপোর্ট জমা দিয়েছে, তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ রিপোর্ট পড়ে তারা বিচলিত বলেও জানান তিনি । প্রধান বিচারপতি বলেন, "ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কি না, ময়নাতদন্তের পদ্ধতি এবং তথ্যপ্রমাণ নষ্ট-সহ পুরো বিষয়টি রিপোর্টে বলা হয়েছে ৷"

11:40 AM, 17 Sep 2024 (IST)

চার্জশিট জমা দিতে আর কত দিন লাগবে, প্রশ্ন প্রধান বিচারপতির

সিবিআইয়ের জমা দেওয়া স্টেটাস রিপোর্ট পড়ে দেখছেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, চার্জশিট জমা দিতে কত দিন সময় লাগবে ? তদন্ত রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, “আমরা তদন্ত রিপোর্ট দেখেছি। যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তে সেগুলি উঠে এসেছে।”

11:20 AM, 17 Sep 2024 (IST)

সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷

11:15 AM, 17 Sep 2024 (IST)

সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি রাজ্যের, খারিজ প্রধান বিচারপতির

সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক! সুপ্রিম কোর্টে আর্জি জানাল রাজ্য ৷ কিন্তু তা মানল না প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর-মামলা শুরু হওয়ার পরেই রাজ্যের আইনজীবী লাইভ স্ট্রিমিং বন্ধের আর্জি জানান ৷ কিন্তু এটি জনস্বার্থ মামলা বলে সরাসরি সম্প্রচার বন্ধ হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ৷

9:33 AM, 17 Sep 2024 (IST)

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানা

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে । শীর্ষ আদালতে সেই শুনানির কয়েক ঘণ্টা আগেই আরজি করে আর্থিক দুর্নীতির তদন্তে অভিযানে নামল ইডি ৷ আরজি করে রোগীকল্যাণ সমিতর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলি ও সিঁধির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ গত বৃহস্পতিবার বিধায়কের বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁর মালিকানাধীন একটি নার্সিংহোমে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা ।

Last Updated : Sep 18, 2024, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details