কলকাতা, 18 মে: মহানগরে সবুজ ফেরানোই লক্ষ্য ৷ আসন্ন বর্ষায় তাই ফের কলকাতা পৌরনিগমের তরফে নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন গাছের চারা । নাগরিকদের এক ফোনে দরজায় হাজির হবেন পৌরনিগমের উদ্ভিদবিদরা । গাছের চারা তুলে দেবেন সংশ্লিষ্ট ব্যক্তির হাতে ৷ কলকাতা পৌরনিগমের উদ্দেশ্য, পরিবেশ রক্ষায় নাগরিক মনে দাগ কাটা ।
জনবহুল কলকাতার বুকে ফাঁকা জায়গা মেলা এখন আকাশকুসুম ভাবনা । তাই নাগরিকদের ব্যক্তিগত জায়গায় যদি বড় গাছের চারা লাগিয়ে লালনপালন করা যায়, শহর রক্ষায় তার থেকে ভালো কিছু হয় না । সার্বিকভাবে গাছ কমেছে । দূষণে ভুগছে শহর । সবুজের যে আচ্ছাদন ছিল সেটা ফেরানো প্রায় অসম্ভব । তবে খানিক হলেও সেই ক্ষতে প্রলেপ না দিলে আগামী আরও ভয়ঙ্কর হয়ে চলেছে । সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় রিপোর্টেও তার প্রতিফলন হয়েছে । তাই এবার কলকাতায় সবুজ ফেরাতে নাগরিকদের উপর ভরসা রাখছে পৌরনিগম ।
গাছ লাগাতে ইচ্ছুক স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা, আবাসন, ব্যক্তি মালিকানাধীন বাড়ি বা ফ্ল্যাটের ব্যক্তিরা ফোন করলেই কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের বোটানিস্টরা পোঁছে যাবেন তাঁর কাছে । ফাঁকা জায়গা পরিদর্শন করবেন । ওই জায়গায় কী গাছ ও কতগুলো গাছ লাগানো যায়, তাঁরা দেখে সেই মতো গাছ পুঁতে আসবেন । মাস ছয়েক বাদে ফের সেখানে গিয়ে বোটানিস্টরা নজরদারি চালাবেন ৷ তাঁরা দেখবেন যে গাছগুলো তারা পুঁতে গেলেন সেগুলোর ঠিক করে পরিচর্যা হচ্ছে কি না ।