কলকাতা, 21 ডিসেম্বর: আগামী সোমবার অর্থাৎ 23 ডিসেম্বর থেকে ব্লু লাইনে যেই মেট্রো পরিষেবাগুলি দমদমে যাত্রা শেষ করছিল, সেগুলি দক্ষিণেশ্বরে যাত্রা শেষ করবে ৷ আগামী 23 ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এই ব্যবস্থায় যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করছে মেট্রো কতৃপক্ষ।
এখন থেকে প্রতি 7 মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে। কবি সুভাষ থেকে যে ট্রেনগুলি ছেড়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে, সেই ট্রেনগুলি হল, KD-229 (সময় 8টা 27 মিনিট), KD-235 (8টা 48 মিনিট), KD-241 (9টা 12 মিনিট) এবং KD-247 (9টা 40 মিনিট)।
সোমবার থেকে শনিবারের ব্লু লাইনের মেট্রোর সময়সূচি:
দিনের প্রথম পরিষেবা:
সকাল 6টা 50 মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা)৷
সকাল 6টা 50 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
সকাল 6টা 55 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (সকাল 7 টার পরিবর্তে)৷
সকাল 6টা 55 মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
দিনের শেষ মেট্রো পরিষেবা:
রাত 9টা 30 মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (সময় অপরিবর্তিত)৷
রাত 9টা 33 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (রাত 9টা 28 মিনিটের পরিবর্তে)৷
রাত 9টা 40 মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (সময় অপরিবর্তিত)৷
রাতের বিশেষ পরিষেবা, সোমবার থেকে শুক্রবার যেই সময় পাওয়া যেত সেই সময় পাওয়া যাবে। অর্থাৎ, ব্লু লাইনে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে রাত 10টা 40 মিনিটেই ছাড়বে মেট্রো।