পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation

KMC Building Act: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভাঙার পর থেকে বেআইনি বাড়ি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে ৷ এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগম বিল্ডিং আইনে বড় পরিবর্তন করতে চলেছে ৷ এই নিয়ে শুক্রবার একটি বৈঠকও হয় কলকাতা পৌরনিগমে ৷

KMC
KMC

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 7:43 PM IST

Updated : Mar 22, 2024, 8:47 PM IST

গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম

কলকাতা, 22 মার্চ: বেআইনি নির্মাণ করেও বর্তমান বিল্ডিং আইনের ফাঁক দিয়ে নির্মাণকারীরা বেরিয়ে যান বলে অভিযোগ । এবার গার্ডেনরিচের ঘটনা থেকে শিক্ষা নিয়েই কলকাতা পৌরনিগমের বিল্ডিং রুলে বড়সড় পরিবর্তন করতে চলেছে পৌরবোর্ড । নির্মাণ সংক্রান্ত বিষয়ে কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশের মধ্যে সংযোগরক্ষাকারী আধিকারিকের দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মাকে । এই নিয়ে শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায় বৈঠকও হয় ৷ সেখানে ছিলেন কলকাতা পুলিশের বিশেষ কমিশনার মুরলিধর শর্মা, হাইকোর্টের বিশিষ্ট দুই আইনজীবী, কলকাতা পৌরনিগমের আইন বিভাগের আধিকারিকরা, বিল্ডিং বিভাগের ডিজি ।

পৌরনিগম সূত্রে খবর, বেআইনি বাড়ি হলে 401(এ) বিল্ডিং আইনে নোটিশ হয় ৷ তার পর এই নিয়ে শুনানি হয় । এই আইনে সর্বোচ্চ জরিমানা 50 হাজার টাকা ও সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেলে হতে পারে । তবে সমস্যা হল কলকাতা পৌরনিগম জরিমানা করলেও অভিযুক্তের জেলযাত্রার ব্যবস্থা করতে পারে না । ফলে পুলিশের শরণাপন্ন হতে হয় । সেক্ষেত্রে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে 41(এ) ধারায় অভিযোগ দায়ের হয় ও পুলিশের তরফে নোটিশ যায় ।

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরনিগমের নির্দেশিকা

পৌরনিগম সূত্রে আরও জানা গিয়েছে, যেহেতু 7 বছরের কম সময় সাজার সময়সীমা, তাই অভিযুক্ত নোটিশ পেয়ে আদালতে আগাম জামিন নিয়ে ফেলতে পারেন । কিছু করার থাকে না । এই জায়গায় আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । তারা এই 401(এ) ধরার জরিমানা ও জেলযাত্রার সময়সীমা বাড়াতে চলেছে । সাত বছরের বেশি সাজার ব্যবস্থা করা হচ্ছে । ফলে এই ধারায় আর আগাম জামিন মিলবে না অভিযুক্ত প্রোমোটারের । জেলে যেতে হবে । তারপর আদালত জামিন দেবে কি না, তা মামলার উপর নির্ভর করবে ।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বৈঠক হয়েছে । আইন সংশোধন করার বিষয় নিয়ে ভাবা হচ্ছে ৷ যেহেতু এখন বিধানসভা নেই, তাই বিধানসভার পরবর্তী অধিবেশনে এই বিষয়টি তোলা হবে ৷ তার আগে খসড়া তৈরি করা হচ্ছে । পাশাপাশি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলিধর শর্মাকে নির্মাণ সংক্রান্ত বিষয় কলকাতা কর্পোরেশন ও কলকাতা পুলিশের সংযোগরক্ষাকারী আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।’’

আরও পড়ুন:

  1. শহরের বেআইনি নির্মাণ থেকে ‘আইন’ মাফিক সম্পত্তি কর আদায় করে কলকাতা পৌরনিগম
  2. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11
  3. এক মাসে প্রায় 4 কোটি নগদ বাজেয়াপ্ত করল কমিশন, নজর গার্ডেনরিচ কাণ্ডেও
Last Updated : Mar 22, 2024, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details