কলকাতা, 23 মার্চ: গার্ডেনরিচ কাণ্ডে লালবাজারের চিঠিতে চাপে কলকাতা পৌরনিগম। নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 11 জন ৷ আহত হয়েছেন একাধিক ৷ সোমবারের সেই ঘটনায় কলকাতা পৌরনিগমকে চিঠি পাঠাল লালবাজার।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, ভেঙে পড়া বহুতল সম্পর্কে কোনও অভিযোগ পৌরনিগমের কাছে জমা পড়েছিল কি না, তা জানতে চেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। সূত্রের খবর, এই ঘটনায় সিইএসসি'কেও চিঠি পাঠিয়েছে পুলিশ। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার জেরে পৌরনিগমের কাছ থেকে বেশ কিছু তথ্য চেয়ে পাঠানো হয়েছে ৷
তার মধ্যে রয়েছে নির্মীয়মাণ বাড়িটির নির্মাণ প্রক্রিয়া নিয়ে আগে কোনও অভিযোগ জমা পড়েছে কি না। যদি অভিযোগ এসে থাকে, তাহলে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে কী পদক্ষেপ করা হয়েছিল, সেই তথ্যও চেয়ে পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, ওই বহুতলে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল কি না, কিংবা তার অনুমতি গ্রাহ্য করা হয়েছিল কি না; সেটাও সিইএসসি-র কাছে জানতে চেয়েছেন লালবাজারের তদন্তকারীরা।
গত সোমবার মাঝরাতে আচমকাই কলকাতার বন্দর এলাকার গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ পাঁচতল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে ৷ পাশে থাকা বস্তির উপর বিল্ডিং ভেঙে পড়ায় তার নীচে চাপা পড়েন অনেকে ৷ সোমবার সকালেই উদ্ধার হয় 6 জনের দেহ ৷ পরবর্তীতে হাসপাতালে প্রাণ হারান আরও পাঁচ ৷ অন্যদিকে, আহত ব্যক্তিদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের কাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, বিল্ডিংটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ৷ তারপরেই নড়েচড়ে বসে লালবাজার থেকে কলকাতা পৌরনিগম ৷