পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনি জট কাটাতে মমতার বাড়িতে হাজির চাকরি প্রার্থীরা, গেলেন তৃণমূল ভবনেও - মমতা বন্দ্যোপাধ্যায়

Job seekers appeared at Kalighat CM house: এই চাকরি প্রার্থীরাই তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। যতদূর জানা গিয়েছে, এদিন যারা তৃণমূল ভবনে গিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই এসএলএসটি'র শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার চাকরিপ্রার্থী।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:46 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: রবিবার প্রথমে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরে তৃণমূল ভবনে গিয়ে ডেপুটেশন দিলেন চাকরি প্রার্থীরা। এদিন চাকরি প্রার্থীদের একাংশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান ৷ মূলত তাঁদের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ডেপুটেশন দেওয়া। চাকরি প্রার্থীদের এই ডেপুটেশন গ্রহণও করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতেই এদিন ডেপুটেশন জমা দিয়েছেন এই চাকরি প্রার্থীরা।

পরে এই চাকরি প্রার্থীরাই তৃণমূল ভবনে গিয়ে মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন। যতদূর জানা গিয়েছে, এদিন যাঁরা তৃণমূল ভবনে গিয়েছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই এসএলএসটি'র শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার চাকরিপ্রার্থী। মোট এক হাজার 280 জন রয়েছেন ৷

তাঁদের এই প্রতিনিধি দল এদিন এই দুই জায়গায় গিয়েছিল। যতদূর জানা গিয়েছে, এঁরা যোগ্য প্রার্থী। এঁদের চাকরি পাওয়ার কথা থাকলেও, অযোগ্য কিছু চাকরিপ্রার্থী মামলা করে এদের চাকরি পাওয়া আটকে দিয়েছেন বলে অভিযোগ। মূলত তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা।

কুণাল ঘোষ বলেন, "অযোগ্য কিছু চাকরি প্রার্থী মামলা করায় এরা বঞ্চিত হচ্ছেন ৷ চাকরি পাচ্ছেন না। মূলত আইনি জটিলতার কারণে এই বৈধ নিয়োগগুলি আটকে রয়েছে। আর সব রকমভাবে তাঁদের চাকরি দেওয়ার চেষ্টা করেছিল। এই আইনি জট থাকায় এদের চাকরি দেওয়া যাচ্ছে না।"

এদিন চাকরিপ্রার্থীদের তরফ থেকে একটি বিশেষ আবেদনও করা হয়। তাদের দাবি, মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের তরফে আদালতে এদের বৈধ চাকরিপ্রার্থী হিসেবে চিহ্নিত করা হোক ৷ কুণাল জানান, চাকরি প্রার্থীদের দাবি-দাওয়া সঠিক জায়গায় পৌঁছে দেবেন। চাকরি প্রার্থীদের তরফ থেকেও বলা হচ্ছে তৃণমূল নেত্রীর কাছে ডেপুটেশন এবং কুণাল ঘোষের সঙ্গে কথা বলার পর তাঁরা আশ্বস্ত। আশা করছেন যে জটিলতা তৈরি হয়েছে তা কেটে যাবে।

আরও পড়ুন

সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা, একশো দিনের কাজের বকেয়া নিয়ে কটাক্ষ সুকান্তর

মাথা মুড়িয়ে সাদা থান পরে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

'আমি অলআউট খেলব', রেড রোড থেকে ফের জোটকে বার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details