আসানসোল, 12 ডিসেম্বর: বিদেশের মাটিতে প্রশংসিত হল 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়কের কাজ ৷ সম্প্রতি ফিনল্যান্ডের শিক্ষার রাজ্য হেলসিঙ্কিতে ডাক পেয়েছিলেন তিনি । আর সেখানেই বিশ্বের তাবড় শিক্ষাবিদদের দ্বারা সমাদৃত হয়েছে দীপনারায়ণের তিন প্রজন্মের শিক্ষা পদ্ধতি ।
প্রত্যন্ত আদিবাসী পাড়া । চারিপাশে মাটির কুঁড়েঘর । রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গৃহপালিত পশু গরু থেকে ছাগল । আর সেই নিকোনো মাটির ঘরের দেওয়ালেই ব্ল্যাকবোর্ড এঁকে পড়াশোনা করছে শিশু থেকে বয়স্করা । গোটা বিশ্বে এমন ছবি বিরল । কিন্তু আসানসোলের প্রত্যন্ত গ্রাম থেকে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায় । যার উদ্ভাবক 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়ক । যিনি ভেবেছিলেন, যদি একসঙ্গে তিনটি প্রজন্মকে শিক্ষিত করা যায় ! শুধু ভাবা নয়, তিনি সেটা করে দেখিয়েছেন ।
ফিনল্যান্ডে প্রশংসিত 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়ক (নিজস্ব ভিডিয়ো) 'রাস্তার পাঠশালা'-এর জার্নির শুরুটা হয়েছিল কোভিডের সময় ৷ করোনার ভয়ে স্কুল বন্ধ হয়ে যায় । সরকার নির্দেশিকা দেয় অনলাইনে পঠন-পাঠন করতে হবে । কিন্তু প্রত্যন্ত আদিবাসী এলাকাগুলিতে, যেখানে অনেক জায়গায় বিদ্যুতের আলো পর্যন্ত পৌঁছায়নি, সেখানে স্মার্টফোনে অনলাইন শিক্ষা ব্যাঙ্গার্থক বিলাসিতা ছাড়া আর কিছুই নয় । আদিবাসী এলাকায় এমন অনেক স্কুল ছিল, যে স্কুলগুলিতে একেবারে প্রথম জেনারেশনের শিক্ষার্থীরা পাঠ নিচ্ছিল । অর্থাৎ এর আগে পরিবারে কেউ পড়াশোনা করেনি । সেক্ষেত্রে স্কুল বন্ধ হয়ে গেলে পড়ার প্রতি যে উৎসাহ তৈরি হয়েছিল শিশু-কিশোরদের তা অচিরেই চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল ।
জামুড়িয়ায় রাস্তার পাঠশালা (নিজস্ব ছবি) আর এখান থেকেই অন্য ভাবনা ভেবেছিলেন তৎকালীণ পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক । তিনি পঠন-পাঠনের জন্য রাস্তাকেই বেছে নেন । আদিবাসী গ্রামের ভেতর যে সরু রাস্তা থাকে সেই রাস্তাতেই নির্দিষ্ট দূরত্বে শিশু-কিশোরদের বসিয়ে মাটির দেওয়ালে ব্ল্যাকবোর্ড এঁকে তিনি পঠন-পাঠন শুরু করেন । দীপনারায়ণের এই শিক্ষা পদ্ধতি অচিরেই ছড়িয়ে যায় চারিপাশে ।
একসঙ্গে পড়াশোনা করছেন তিন প্রজন্ম (নিজস্ব ছবি) অন্যদিকে, স্কুল ছেড়ে পাড়ার রাস্তায় পঠন-পাঠন শুরু হলে শিশু কিশোরদের সঙ্গে সঙ্গে তার বাবা-মায়েরাও পড়াশোনার প্রতি উৎসাহিত হন । তাঁরাও এসে দাঁড়িয়ে দেখতে থাকেন কীভাবে চলছে পঠন-পাঠন । শুধু তাই নয়, এই পঠন-পাঠনের পদ্ধতি দেখতে বাড়ির প্রৌঢ়রাও বেরিয়ে আসেন বাড়ি থেকে । আর তাকেই কাজে লাগান দীপনারায়ণ নায়ক । যাঁরা অশিক্ষিতের অন্ধকারে ছিলেন, সেই সমস্ত মানুষজনদের পড়ার প্রতি উৎসাহ দেখে একসঙ্গে তিন প্রজন্মকে নিয়েই পঠন-পাঠন শুরু করেন তিনি । খেলার ছলে পড়াশোনা হয়ে ওঠে নেশা । শিশু-কিশোররা পড়াতে থাকে তাদের বাবা-মা কিংবা দাদু ঠাকুমাকে ।
রাস্তায় বসে চলছে পঠন-পাঠন (নিজস্ব ছবি) এভাবেই চলতে থাকে পঠন-পাঠন । একটি গ্রাম থেকে অন্যান্য গ্রামে সংক্রামিত হয় দীপনারায়ণ নায়কের এই রাস্তার পাঠশালা । বর্তমানে পশ্চিম বর্ধমান ছাড়াও আরও বিভিন্ন জেলায় দীপনারায়ণ নায়কের এই রাস্তার স্কুল চলছে । শতাধিক জায়গায় একসঙ্গে তিন প্রজন্ম শিক্ষিত হচ্ছে । বর্তমানে দীপনারায়ণ জামুড়িয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
ফিনল্যান্ডে ডাক পেয়েছিলেন 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়ক (নিজস্ব ছবি) সম্প্রতি তিনি এই তিন প্রজন্মের শিক্ষা নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য ফিনল্যান্ডে ডাক পেয়েছিলেন । ফিনল্যান্ডের শিক্ষার রাজ্য হেলসিঙ্কিতে বিশ্বের তাবড় শিক্ষাবিদদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় । আর সেখানেই আমন্ত্রিত ছিলেন দীপনারায়ণ নায়ক । তিনি তাঁর শিক্ষা পদ্ধতি সংবিস্তারে আলোচনা করেন তাঁর বক্তৃতায় । আর তারপরেই গোটা বিশ্বের শিক্ষাবিদরা তাঁর এই তিন প্রজন্মের শিক্ষা পদ্ধতিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ।
শিক্ষাবিদদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় (নিজস্ব ছবি) তাঁরা লিখিত বিবৃতিতে জানিয়েছেন, দীপনারায়ণ নায়কের এই তিন প্রজন্মের শিক্ষা যুদ্ধবিধ্বস্ত এলাকায়, রিফিউজি ক্যাম্পে কিংবা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার আলো আনতে এক অন্যতম অভিনব পন্থা । এই পন্থাকে প্রয়োগ করা হোক বিশ্বের বিভিন্ন জায়গায় । ফিনল্যান্ডে দীপনারায়ণ নায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত হেমন্ত কে কোটালকার । তিনিও 'রাস্তার মাস্টার'-এর এই শিক্ষা পদ্ধতির ভূয়সী প্রশংসা করে তাঁকে সম্মানিত করেছেন ।
প্রশংসিত 'রাস্তার মাস্টার' তিন প্রজন্মের শিক্ষা পদ্ধতি (নিজস্ব ছবি) 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ নায়ক ইটিভি ভারতকে এ বিষয়ে বলেন, "আমার এই শিক্ষা পদ্ধতি ফিনল্যান্ডে সারা বিশ্বের শিক্ষাবিদদের কাছে সমাদৃত হয়েছে । এই শিক্ষা পদ্ধতি আরও ছড়িয়ে পড়ুক এমনটাই চাইছি আমি । শিক্ষার আলো আসুক প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় ।"
হেলসিঙ্কিতে সম্মেলনে দীপনারায়ণ নায়ক (নিজস্ব ছবি)