দিন্দিগুল (তামিলনাড়ু), 12 ডিসেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড বেসরকারি হাসপাতালে ৷ বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর দিন্দিগুল-ত্রিচি রোডে অবস্থিত একটি হাসপাতালে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতদের মধ্যে একজন শিশু ৷ ঘটনাস্থলে চারটিরও বেশি দমকল ইঞ্জিন পৌঁছেছে ৷ দশটিরও বেশি অ্যাম্বুল্যান্সে হাসপাতাল থেকে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
এছাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাঁধে কাঁধ মিলিয়ে ওই হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজ করছেন ৷ জানা গিয়েছে, অনেকে হাসপাতালের লিফটে আটকে রয়েছেন ৷ তাঁদেরও উদ্ধার করা হচ্ছে ৷ রোগীদের দিন্দিগুল সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে ৷
ডিস্ট্রিক্ট কালেক্টর এবং স্থানীয় বিধায়ক এলাকায় আগুন নেভানোর কাজ থেকে শুরু করে উদ্ধারের কাজ খতিয়ে দেখছেন ৷ কী থেকে এমন আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই আগুনে সাতজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা এবং একজন শিশু ৷ গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
কয়েকদিন আঘে আগুন লেগে বিপত্তি বাধে শিয়ালদা ইএসআই হাসপাতালে ৷ ভোরে হাসপাতালের দ্বিতলে মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের 10টি ইঞ্জিন ৷ তড়িঘড়ি 80 জন রোগীকে উদ্ধার করেন দমকল কর্মীরা ৷ এর আগে 2018 সালের অক্টোবরেই শিয়ালদা ইএসআই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল ৷ এবার তামিলনাড়ুর হাসপাতালে ফিরল আগুন-আতঙ্ক।