ETV Bharat / state

লক্ষ্য নতুন কোর্স, রাজ্যের কাছে আরও 10 একর জমি চাইল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় - ST XAVIERS UNIVERSITY

রাজ্যের যে কোনও প্রান্তে আরও 10 একর জমি চেয়ে সরকারের কাছে আবেদন জানাল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

ETV BHARAT
রাজ্যের কাছে আরও 10 একর জমি চাইল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্য সরকারের কাছে আরও 10 একর জমি চাইল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় । বর্তমানে তাদের কাছে রয়েছে 17 একর জমি । বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য 9 বছর আগে রাজ্য সরকার এই জমি দিয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজকে । নিউটাউনে সেখানে এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ক্যাম্পাস । কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও প্রসার ঘটাতে প্রয়োজন জমির । তাই নতুন করে আরও 10 একর জমি চাইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ ।

এই বিষয়ে বৃহস্পতিবার উপাচার্য বলেন, "আমরা 2050 সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছি । বর্তমানে আমাদের কাছে 17 একর জমি আছে । সেখানে 7 একর জমির উপর আমরা ক্যাম্পাস তৈরি করেছি । বাকি জমিতেও কাজ চলছে । একটি নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে । তবে আমাদের আরও জনপ্রিয় কোর্স আনা জরুরি । সেই কারণেই আপাতত রাজ্যের যে কোনও প্রান্তে 10 একর জমি প্রয়োজন ।"

ETV BHARAT
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজের সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)

সেন্ট জেভিয়ার্স নিউটাউনে 17 একর জমির মধ্যে রয়েছে একটি ক্যাম্পাস । তবে এরপর আরও একটি নতুন ক্যাম্পাস 'বি' গড়ে তোলা হচ্ছে 2025 সালে । সেখানে পড়ানো হবে বেশকিছু নতুন কোর্স । আর সেজন্য তৈরি করা হচ্ছে 180টি ক্লাসরুম । 2025 সাল থেকে সেখানে পড়ানো শুরু হবে নতুন কিছু বিষয় । 2025 সালের জুলাই থেকে সেখানে পড়ানো হবে এলএলএম কোর্স । এই স্নাতকোত্তর কোর্সটি হবে 2 বছরের । এছাড়া বর্তমানে 'এ' ব্লকে এক হাজার পড়ুয়া নিয়ে পড়ানো হয় এলএলবি । সেটাও চলে যাবে নতুন ক্যাম্পাসে ।

এর পাশাপশি 2026 সালে শুরু করা হবে বি-টেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো জনপ্রিয় কোর্স । তার সঙ্গে 2027 সালে আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পড়ানো হবে ডিজাইনিং কোর্স । উপাচার্য ফাদার ফেলিক্স রাজ এদিন বলেন, "আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে নানা জনপ্রিয় কোর্স চালু করছি । যাতে পড়ুয়ারা দেশের বাইরে না-যেতে পারেন । এমনকি দেশের বাইরের পড়ুয়ারাও যাতে আমাদের রাজ্যে আসতে পারেন সেজন্যই এই প্রচেষ্টা ।"

এছাড়াও আগামী বছরের একাধিক কর্মসুচি সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরেন উপাচার্য । আট ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস । সেইদিন উপস্থিত থাকবেন উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার । রাজ্য শিক্ষানীতি নিয়ে আলোচনা হবে ওই দিন । এর পাশাপাশি 15 ফেব্রুয়ারি হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ 860 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হবে সেদিন । আটজন পিএইচডি স্কলারকেও পুরস্কৃত করা হবে ৷

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্য সরকারের কাছে আরও 10 একর জমি চাইল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় । বর্তমানে তাদের কাছে রয়েছে 17 একর জমি । বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য 9 বছর আগে রাজ্য সরকার এই জমি দিয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজকে । নিউটাউনে সেখানে এই মুহূর্তে তৈরি হয়েছে একটি ক্যাম্পাস । কিন্তু বিশ্ববিদ্যালয়ের আরও প্রসার ঘটাতে প্রয়োজন জমির । তাই নতুন করে আরও 10 একর জমি চাইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ ।

এই বিষয়ে বৃহস্পতিবার উপাচার্য বলেন, "আমরা 2050 সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছি । বর্তমানে আমাদের কাছে 17 একর জমি আছে । সেখানে 7 একর জমির উপর আমরা ক্যাম্পাস তৈরি করেছি । বাকি জমিতেও কাজ চলছে । একটি নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে । তবে আমাদের আরও জনপ্রিয় কোর্স আনা জরুরি । সেই কারণেই আপাতত রাজ্যের যে কোনও প্রান্তে 10 একর জমি প্রয়োজন ।"

ETV BHARAT
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজের সাংবাদিক সম্মেলন (নিজস্ব চিত্র)

সেন্ট জেভিয়ার্স নিউটাউনে 17 একর জমির মধ্যে রয়েছে একটি ক্যাম্পাস । তবে এরপর আরও একটি নতুন ক্যাম্পাস 'বি' গড়ে তোলা হচ্ছে 2025 সালে । সেখানে পড়ানো হবে বেশকিছু নতুন কোর্স । আর সেজন্য তৈরি করা হচ্ছে 180টি ক্লাসরুম । 2025 সাল থেকে সেখানে পড়ানো শুরু হবে নতুন কিছু বিষয় । 2025 সালের জুলাই থেকে সেখানে পড়ানো হবে এলএলএম কোর্স । এই স্নাতকোত্তর কোর্সটি হবে 2 বছরের । এছাড়া বর্তমানে 'এ' ব্লকে এক হাজার পড়ুয়া নিয়ে পড়ানো হয় এলএলবি । সেটাও চলে যাবে নতুন ক্যাম্পাসে ।

এর পাশাপশি 2026 সালে শুরু করা হবে বি-টেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মতো জনপ্রিয় কোর্স । তার সঙ্গে 2027 সালে আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পড়ানো হবে ডিজাইনিং কোর্স । উপাচার্য ফাদার ফেলিক্স রাজ এদিন বলেন, "আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে নানা জনপ্রিয় কোর্স চালু করছি । যাতে পড়ুয়ারা দেশের বাইরে না-যেতে পারেন । এমনকি দেশের বাইরের পড়ুয়ারাও যাতে আমাদের রাজ্যে আসতে পারেন সেজন্যই এই প্রচেষ্টা ।"

এছাড়াও আগামী বছরের একাধিক কর্মসুচি সোমবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তুলে ধরেন উপাচার্য । আট ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস । সেইদিন উপস্থিত থাকবেন উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার । রাজ্য শিক্ষানীতি নিয়ে আলোচনা হবে ওই দিন । এর পাশাপাশি 15 ফেব্রুয়ারি হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ 860 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হবে সেদিন । আটজন পিএইচডি স্কলারকেও পুরস্কৃত করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.