ETV Bharat / state

সবচেয়ে বেশি ভুয়ো ভোটার দুই 24 পরগনায়, কমিশনে চিঠি বঙ্গ বিজেপির - WB BJP

রাজ্যে ভোটার তালিকায় এমন বহু ভোটারের নাম রয়েছে যাঁদের কোনও অস্তিত্বই নেই ৷ এমনকী মৃত ভোটারেরও নাম আছে ৷ এমনই তালিকা জমা দিল বিজেপি ৷

BJP Delegation meets CEO of West Bengal
প্রধান নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে বিজেপির প্রতিনিধি দল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

কলকাতা, 12 ডিসেম্বর: বারবার বলা সত্ত্বেও খসড়া ভোটার তালিকা থেকে সরানো হয়নি ভুয়ো ও মৃত ভোটারদের নাম ৷ তাই বৃহস্পতিবার ফের প্রায় 16 লক্ষ 81 হাজার 880 জন ভুয়ো ভোটারের নাম ও তথ্য-সহ একটি হার্ড ড্রাইভ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জমা দিল বিজেপির এক প্রতিনিধি দল ৷

2025 সালের ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচি প্রক্রিয়া শুরু হয়েছে 12 নভেম্বর থেকে ৷ এদিন ছিল তার শেষ দিন ৷ বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, দুই 24 পরগনায় সবচেয়ে বেশি সংখ্যায় ভুয়ো ভোটার রয়েছে, 7 লক্ষ 18 হাজার ৷ তাঁর দাবি, এই ভুয়ো ভোটারের জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ৷

কমিশনে চিঠি বঙ্গ বিজেপির (ইটিভি ভারত)

বিজেপি নেতা শিশির বাজোরিয়ার আরও অভিযোগ, মৃত ভোটারদের ডেথ সার্টিফিকেট রাজনৈতিক দলের পক্ষে পাওয়া সম্ভব নয় ৷ কারণ পুরনিগম বা মৃতের আত্মীয় মৃত্যুর সংশাপত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেবে না ৷ তাই মৃত ভোটারদের তালিকা রাজনৈতিক দল দিতে পারলেও ডেথ সার্টিফিকেট তাদের পক্ষে দেওয়ার সম্ভব নয় ৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র মিলিয়ে 16 লক্ষ 51 হাজারেরও বেশি ভুয়ো ভোটারদের নাম-সহ তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাবের কাছে জমা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তখন ডক্টর আরিজ আফতাব বিষয়টি খতিয়ে দেখবেন বলেই আশ্বাস দিয়েছিলেন ৷

কিন্তু বিজেপির দাবি, তারপর আর কোনও পদক্ষেপ করা হয়নি নির্বাচনী কার্যালয়ের তরফে ৷ এই বিষয়ে নিয়ে কৌতুকের ছলে শিশির বাজোরিয়া বলেন, "সেই কাগজ বোধহয় কিলো দরে বিক্রি হয়ে গিয়েছে ৷" সূত্রের খবর, আগামিকাল বিজেপির এক প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই বিষয়গুলি লিখিতভাবে জানাবে ৷

কলকাতা, 12 ডিসেম্বর: বারবার বলা সত্ত্বেও খসড়া ভোটার তালিকা থেকে সরানো হয়নি ভুয়ো ও মৃত ভোটারদের নাম ৷ তাই বৃহস্পতিবার ফের প্রায় 16 লক্ষ 81 হাজার 880 জন ভুয়ো ভোটারের নাম ও তথ্য-সহ একটি হার্ড ড্রাইভ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জমা দিল বিজেপির এক প্রতিনিধি দল ৷

2025 সালের ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচি প্রক্রিয়া শুরু হয়েছে 12 নভেম্বর থেকে ৷ এদিন ছিল তার শেষ দিন ৷ বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, দুই 24 পরগনায় সবচেয়ে বেশি সংখ্যায় ভুয়ো ভোটার রয়েছে, 7 লক্ষ 18 হাজার ৷ তাঁর দাবি, এই ভুয়ো ভোটারের জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে ৷

কমিশনে চিঠি বঙ্গ বিজেপির (ইটিভি ভারত)

বিজেপি নেতা শিশির বাজোরিয়ার আরও অভিযোগ, মৃত ভোটারদের ডেথ সার্টিফিকেট রাজনৈতিক দলের পক্ষে পাওয়া সম্ভব নয় ৷ কারণ পুরনিগম বা মৃতের আত্মীয় মৃত্যুর সংশাপত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেবে না ৷ তাই মৃত ভোটারদের তালিকা রাজনৈতিক দল দিতে পারলেও ডেথ সার্টিফিকেট তাদের পক্ষে দেওয়ার সম্ভব নয় ৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র মিলিয়ে 16 লক্ষ 51 হাজারেরও বেশি ভুয়ো ভোটারদের নাম-সহ তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাবের কাছে জমা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তখন ডক্টর আরিজ আফতাব বিষয়টি খতিয়ে দেখবেন বলেই আশ্বাস দিয়েছিলেন ৷

কিন্তু বিজেপির দাবি, তারপর আর কোনও পদক্ষেপ করা হয়নি নির্বাচনী কার্যালয়ের তরফে ৷ এই বিষয়ে নিয়ে কৌতুকের ছলে শিশির বাজোরিয়া বলেন, "সেই কাগজ বোধহয় কিলো দরে বিক্রি হয়ে গিয়েছে ৷" সূত্রের খবর, আগামিকাল বিজেপির এক প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই বিষয়গুলি লিখিতভাবে জানাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.