ETV Bharat / international

বাংলাদেশ হারাল 'জয় বাংলা', মুজিবুরের স্লোগান আর জাতীয় নয় - JOY BANGLA SLOGAN

বাংলাদেশের রাজনীতিতে বদল আসার সঙ্গে সঙ্গে শেখ মুজিবুরের ছবি থেকে শুরু করে মূর্তি ভাঙা হয়েছে ৷ এবার তাঁর স্লোগান 'জয় বাংলা' জাতীয় তকমা হারাল ৷

JOY BANGLA NO LONGER NATIONAL SLOGAN
বাংলাদেশে জয় বাংলা জাতীয় স্লোগান নয় (ছবি: এপিটিএন)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

ঢাকা, 12 ডিসেম্বর: বাংলাদেশের জাতীয় স্লোগানের মর্যাদা হারাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জয় বাংলা' ৷ হাইকোর্টের রায়ে এই স্লোগান জাতীয় তকমা পেলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে ৷ গত 5 অগস্ট দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিবুর-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তারপরই স্লোগানের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে বাংলাদেশের অন্তর্বতী সরকার।

আওয়ামি লিগ সরকারের পতনের পর 8 অগস্ট নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে ৷ দেশের বিভিন্ন জায়গায় 1971 সালের মুক্তিযুদ্ধের নায়ক মুজিবুর রহমানের ছবি, মূর্তি ধ্বংস করা হয় ৷ ধানমণ্ডিতে মুজিবুর রহমানের পৈতৃক ভিটেটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছিল ৷ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে সেখানেও আগুন ধরিয়ে তাণ্ডব চালানো হয় ৷ রাষ্ট্রপতির কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয় ৷

সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, দেশের নোটে মুজিবুর রহমানের ছবি আর ছাপা হবে না ৷ এরপর অন্তর্বর্তী সরকার গত 2 ডিসেম্বর 'জয় বাংলা' স্লোগান নিয়ে হাইকোর্টের রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ 2020 সালের 10 মার্চ বাংলাদেশের হাইকোর্ট 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিল ৷

দেশের সর্বত্র স্কুল, কলেজ, সরকারি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্লোগান দেওয়া বাধ্যতামূলক করতে হাইকোর্টের কাছে আবেদন করেছিল হাসিনার নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকার ৷ 2022 সালের 2 মার্চ আওয়ামী লীগ সরকার একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে ৷ বুধবার বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার জানিয়েছে, মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে গঠিত অ্যাপিলেট ডিভিশন বেঞ্চ রায় দেয়, অ্যাপিলেট ডিভিশনের রায়, জয় বাংলা জাতীয় স্লোগান নয় ৷

ঢাকা, 12 ডিসেম্বর: বাংলাদেশের জাতীয় স্লোগানের মর্যাদা হারাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জয় বাংলা' ৷ হাইকোর্টের রায়ে এই স্লোগান জাতীয় তকমা পেলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে ৷ গত 5 অগস্ট দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিবুর-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তারপরই স্লোগানের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে বাংলাদেশের অন্তর্বতী সরকার।

আওয়ামি লিগ সরকারের পতনের পর 8 অগস্ট নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে ৷ দেশের বিভিন্ন জায়গায় 1971 সালের মুক্তিযুদ্ধের নায়ক মুজিবুর রহমানের ছবি, মূর্তি ধ্বংস করা হয় ৷ ধানমণ্ডিতে মুজিবুর রহমানের পৈতৃক ভিটেটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছিল ৷ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে সেখানেও আগুন ধরিয়ে তাণ্ডব চালানো হয় ৷ রাষ্ট্রপতির কার্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয় ৷

সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে, দেশের নোটে মুজিবুর রহমানের ছবি আর ছাপা হবে না ৷ এরপর অন্তর্বর্তী সরকার গত 2 ডিসেম্বর 'জয় বাংলা' স্লোগান নিয়ে হাইকোর্টের রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ 2020 সালের 10 মার্চ বাংলাদেশের হাইকোর্ট 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিল ৷

দেশের সর্বত্র স্কুল, কলেজ, সরকারি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্লোগান দেওয়া বাধ্যতামূলক করতে হাইকোর্টের কাছে আবেদন করেছিল হাসিনার নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকার ৷ 2022 সালের 2 মার্চ আওয়ামী লীগ সরকার একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে ৷ বুধবার বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার জানিয়েছে, মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে গঠিত অ্যাপিলেট ডিভিশন বেঞ্চ রায় দেয়, অ্যাপিলেট ডিভিশনের রায়, জয় বাংলা জাতীয় স্লোগান নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.