জলপাইগুড়ি, 19 এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার বঙ্গের তিন জেলায় ভোটগ্রহণ ৷ এদিন সকাল নির্ধারিত সময় 7টায় শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ সকাল থেকেই তিন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ মাসকালাইবাড়ি কালি মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্ত কুমার রায় ৷ ভোট নিয়ে ইটিভি ভারতের সঙ্গে মুখোমুখি তিনি ৷
ইটিভি ভারত: কেমন ভোট চলছে এই মুহূর্তে?
জয়ন্ত কুমার রায়: কিছু কিছু এলাকায় একটু অসুবিধা হয়েছে ৷ তবে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে ৷ ভোট দিচ্ছেন ৷ কিন্তু কাল রাত থেকে তৃণমূল নিজেদের গতানুগতিক ভঙ্গিতে মানুষকে ভয় দেখাচ্ছে, আমাদের লোককে ভয় দেখাচ্ছে ৷ লাটাগুড়িতে 235 নং বুথে আমাদের বুথ সভাপতিকে ভয় দেখানো হয়েছে ৷ এমনকি সেখানে দুই লড়ি চাল বিতরণ করা হয়েছে ৷ শুধু তাই নয়, কাপড়ও বিতরণ করা হয়েছে সেখানে বলেও খবর রয়েছে আমার কাছে ৷
ফুলবাড়ির ভালোবাসা মোড় নামে একটি জায়গায় আমাদের বুথ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ তবে এরা যাই করুক না কেন বিজেপি রুখে দাঁড়াবে ৷ মানুষের কাছে ভোট দেওয়ার অনুরোধ করছি ৷
ইটিভি ভারত:সকাল থেকে তো মাঝে মধ্যে আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে ৷ বৃষ্টি হচ্ছে...
জয়ন্ত কুমার রায়: আশা করছি এটা ঠিক হয়ে যাবে ৷ বৃষ্টিও কমে গিয়েছে ৷ আকাশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে ৷ মানুষ ভোটও দিতে পারবেন ৷
ইটিভি ভারত: আপনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ৷ অথচ নিজের কেন্দ্রে ভোট দিতে পারছেন না ৷ আক্ষেপ হচ্ছে না ?