দুর্গাপুর, 2 অগাষ্ট: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দুই শ্রমিক। রাষ্ট্রায়ত্ব ইস্পাত কারখানায় বারবার এই গ্যাস লিকের জেরে আশঙ্কা বাড়ছে শ্রমিকমহলে কী কারণে এই গ্যাস লিক হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করার আশ্বাস দিয়েছেন কারখানার আধিকারিকরা। ওই দুই শ্রমিকদের অবস্থা স্থিতিশীল বলেও তাঁরা জানিয়েছেন।
গ্যাস লিকের জেরে গুরুতর অসুস্থ দুই শ্রমিকের নাম স্বরূপ ঘোষ ও উত্তমকুমার মুর্মু। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিতের দাবি, নাইট শিফট শেষে শুক্রবার সকালে ইস্পাত কারখানার কোকওভেন প্ল্যান্টে কাজ করছিলেন স্বরূপ ঘোষ ও উত্তম মুর্মু। তখনই গ্যাস লিকের ঘটনা ঘটে।
কারখানায় ফের গ্যাস লিক (ইটিভি ভারত) তাঁর কথায়, "ভোরে আমরা খবর পেয়েছি, দুই স্থায়ী শ্রমিক স্বরূপ ঘোষ ও উত্তম মুর্মু সেই বিষাক্ত গ্যাসের কবলে পড়ে অচৈতন্য হয়ে পড়েন। ইস্পাত কারখানার কোনও গাড়িও ছিল না। তাই আমরা নিজেদের গাড়িতে করেই ওই দুই শ্রমিককে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাই। এই ধরনের ঘটনা বারে বারে কেন ঘটবে ? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি।"
ঘটনাস্থলে এদিন ইস্পাত কারখানার আধিকারিকরা পৌঁছলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন। বারবার রাষ্ট্রায়ত্ব ডিএসপি কারখানায় গ্যাস লিকের ঘটনায় বহু মানুষের মৃত্যু হলেও হুঁশ ফেরেনি কারখানা কর্তপক্ষের ৷ এমনটাই অভিযোগ। ডিএসপি কর্তৃপক্ষের কাছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বারবার কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের আবেদন জানালেও তা হয়নি বলেও অভিযোগ।