সামশেরগঞ্জ, 22 জুন: কারখানা মালিকের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে চলল গুলি । মুড়ি মুড়কির মতো পড়ল বোমা । ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গ্রামবাসী । বোমার আঘাতে জখম হয়েছেন আরও একজন । গুলি চালানোর অভিযোগ উঠেছে কারখানা মালিকের বিরুদ্ধে । শুক্রবার সন্ধ্যার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহব্বতপুরে সিজপাড়া ।
অ্যালুমিনিয়াম কারখানায় বারবার চুরির অভিযোগ উঠছিল । অভিযোগের নিশানায় আনা হচ্ছিল গ্রামবাসীদের । গ্রামবাসীরা কারখানা মালিকের বিরুদ্ধে চিমনির উচ্চতা নিয়ে অভিযোগ তোলেন । তাঁদের দাবি, কম উচ্চতার চিমনি থেকে এলাকা দূষিত হচ্ছে । শুক্রবার সন্ধ্যায় চুরির ‘তদন্ত’ করতে আসায় গ্রামবাসীদের সঙ্গে কারখানা মালিকের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ।
কারখানার চুল্লি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানায় । কারখানার মালিকপক্ষ চুল্লি নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে যায় । সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বচসা বাধে কারখানার মালিকপক্ষের । বচসা থেকে শুরু হয় ব্যাপক বোমাবাজি । মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলকায় পরিস্থিতি । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে । কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ ।