ETV Bharat / bharat

বিনিয়োগের পরামর্শ আরবিআই গভর্নরের ! ভুয়ো ভিডিয়ো নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক

প্রযুক্তির শিকার স্বয়ং RBI গভর্নর শক্তিকান্ত দাস ৷ তাঁর ভুয়ো ভিডিয়ো ঘুরছে সোশাল মিডিয়ায় ৷ সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

RBI Deepfake Vidoe
আরবিআই গভর্নরকে নিয়ে ডিপফেক ভিডিয়ো নিয়ে সাবধান (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 2 hours ago

মুম্বই, 19 নভেম্বর: ডিপফেকের কারসাজি থেকে বাদ রইলেন না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের ডিপফেক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ এই বিষয়ে জনসাধারণকে সতর্ক করল আরবিআই ৷

মঙ্গলবার সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, "সোশাল মিডিয়ায় আরবিআই-এর গভর্নরের ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা আরবিআই-এর নজরে এসেছে ৷ আরবিআই কিছু বিনিয়োগ প্রকল্প চালু করবে, এমনটা দাবি করা হয়েছে ওই ভুয়ো ভিডিয়োতে ৷ এই ভিডিয়োগুলিতে সাধারণ মানুষকে ওই প্রকল্পগুলিতে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই সবকিছু প্রযুক্তিকে কাজে লাগিয়ে করা হয়েছে ৷"

এই ভিডিয়োর সঙ্গে RBI-এর কোনও সম্পর্ক নেই, বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক ৷ বিবৃতিতে সংস্থা জানিয়েছে, "RBI স্পষ্ট করে জানাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা কেউ এর সঙ্গে জড়িত নয় বা এই ধরনের কাজকর্মকে সমর্থন করেন না ৷ এই ভিডিয়োগুলি সম্পূর্ণরূপে ভুয়ো ৷ আরবিআই এরকম কোনও বিনিয়োগের অর্থনৈতিক পরামর্শ দেয় না ৷"

গভর্নর শক্তিকান্ত দাসের ফেক ভিডিয়ো নিয়ে আমজনতাকে সাবধান করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ এই ভিডিয়োগুলির লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করে শিকার বানানো ৷ এর আগে একাধিক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী থেকে শুরুক করে খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্বের ডিপফেক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছে ৷

RBI alerts on deepfake video of Governor
ডিপফেক ভিডিয়ো নিয়ে আরবিআই-এর প্রেস বিজ্ঞপ্তি (আরবিআই-এর এক্স হ্যান্ডেল)

ডিপ ফেক-এ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নকল ভিডিয়ো তৈরি করা যায় ৷ এই প্রযুক্তির নাম ডিপফেক বা ডিপফেক টেকনোলজি ৷ যে কোনও মানুষের হুবহু নকল ভিডিয়ো বানানো সম্ভব এই প্রযুক্তিতে ৷ কখনও অভিনেত্রী রশ্মিকা মান্দানা, কখনও ক্যাটরিনা কাইফ, আবার কখনও বা অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে ডিপফেক ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ এমনকী এর শিকার হয়েছেন মাস্টার ব্লাস্টির সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও ৷ এই তালিকায় আছেন খোদ সচিন, বিরাট কোহলি ৷

মুম্বই, 19 নভেম্বর: ডিপফেকের কারসাজি থেকে বাদ রইলেন না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের ডিপফেক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ এই বিষয়ে জনসাধারণকে সতর্ক করল আরবিআই ৷

মঙ্গলবার সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, "সোশাল মিডিয়ায় আরবিআই-এর গভর্নরের ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা আরবিআই-এর নজরে এসেছে ৷ আরবিআই কিছু বিনিয়োগ প্রকল্প চালু করবে, এমনটা দাবি করা হয়েছে ওই ভুয়ো ভিডিয়োতে ৷ এই ভিডিয়োগুলিতে সাধারণ মানুষকে ওই প্রকল্পগুলিতে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই সবকিছু প্রযুক্তিকে কাজে লাগিয়ে করা হয়েছে ৷"

এই ভিডিয়োর সঙ্গে RBI-এর কোনও সম্পর্ক নেই, বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক ৷ বিবৃতিতে সংস্থা জানিয়েছে, "RBI স্পষ্ট করে জানাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা কেউ এর সঙ্গে জড়িত নয় বা এই ধরনের কাজকর্মকে সমর্থন করেন না ৷ এই ভিডিয়োগুলি সম্পূর্ণরূপে ভুয়ো ৷ আরবিআই এরকম কোনও বিনিয়োগের অর্থনৈতিক পরামর্শ দেয় না ৷"

গভর্নর শক্তিকান্ত দাসের ফেক ভিডিয়ো নিয়ে আমজনতাকে সাবধান করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ এই ভিডিয়োগুলির লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করে শিকার বানানো ৷ এর আগে একাধিক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী থেকে শুরুক করে খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্বের ডিপফেক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছে ৷

RBI alerts on deepfake video of Governor
ডিপফেক ভিডিয়ো নিয়ে আরবিআই-এর প্রেস বিজ্ঞপ্তি (আরবিআই-এর এক্স হ্যান্ডেল)

ডিপ ফেক-এ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নকল ভিডিয়ো তৈরি করা যায় ৷ এই প্রযুক্তির নাম ডিপফেক বা ডিপফেক টেকনোলজি ৷ যে কোনও মানুষের হুবহু নকল ভিডিয়ো বানানো সম্ভব এই প্রযুক্তিতে ৷ কখনও অভিনেত্রী রশ্মিকা মান্দানা, কখনও ক্যাটরিনা কাইফ, আবার কখনও বা অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে ডিপফেক ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ এমনকী এর শিকার হয়েছেন মাস্টার ব্লাস্টির সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও ৷ এই তালিকায় আছেন খোদ সচিন, বিরাট কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.