রিও ডি জেনেইরো, 19 নভেম্বর: প্রযুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে শীঘ্রই একসঙ্গে কাজ শুরু করবে ভারত ও ব্রিটেন ৷ ব্রাজিলের রাজধানী রিও-তে আয়োজিত জি20 সম্মেলনের ফাঁকে দু'দেশের রাষ্ট্রনেতার পার্শ্ব বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়েও দ্রুত দুই দেশের মধ্য়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷
মঙ্গলবার জি20 সম্মেলেনের ফাঁকে পার্শ্ববৈঠকে দীর্ঘ আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ৷ জানা গিয়েছে, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দুই দেশের নেতার মধ্যে ৷ বৈঠকের পর এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই পোস্টে দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি ৷
It is always a matter of immense joy to meet my friend, President Emmanuel Macron. Complimented him on the successful hosting of the Paris Olympics and Paralympics earlier this year. We talked about how India and France will keep working closely in sectors like space, energy, AI… pic.twitter.com/6aNxRtG8yP
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
অন্যদিকে, দুই দেশের মধ্য়ে বাণিজ্য আলোচনা দ্রুত শুরু করার কথা ঘোষণা করেন স্টারমার ৷ নতুন বছরেই এই নিয়ে আলোচনা হবে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে, নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়েও একে অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধি নিয়েও এদিন আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷
স্টারমারের মুখপাত্র জানান, দ্রুত উন্নতশীল অর্থনীতির দেশ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় রাজি ব্রিটেন ৷ ডাউনিং স্ট্রিটের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি ব্রিটেনে কর্মসংস্থান বাড়াতে সাহায্য় করবে ৷ এতে আরও সমৃদ্ধশীল দেশে পরিণত হবে দেশ ৷"
এদিন, জি20 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি ৷ মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একত্রে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ সেই সঙ্গে, এই বছর প্যারিসে অলিম্পিক এবং প্যারালিম্পিকের সফল আয়োজনের জন্যে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রশংসা করেন প্রধানমন্ত্রী । ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক নিয়েও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি ৷