ডায়মন্ড হারবার, 19 নভেম্বর: লঞ্চ থেকে হুগলি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক ৷ নিখোঁজ যাত্রীর খোঁজে মঙ্গলবার নদীতে তল্লাশি অভিযান জারি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর । ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে ।
ডায়মন্ড হারবার থেকে লঞ্চ রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলি নদীতে পড়ে যান । ডায়মন্ড হারবার থেকে ওই লঞ্চটি কুঁকড়াহাটির উদ্দেশে রওনা দিয়েছিল ৷ ঠিক সেই সময় ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের গঙ্গা প্ল্যান্টেশন প্রজেক্টের কাছে বছর তিরিশের ওই যাত্রী লঞ্চের জানলা থেকে নদীর জল তোলার চেষ্টা করছিলেন । এরপরেই তিনি হুগলি নদীতে পড়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা ৷ তবে ওই যুবক নদীতে ঝাঁপ দিয়েছে না পড়ে গিয়েছেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
প্রত্যক্ষদর্শী তারক কপাট বলেন, "যুবক লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে ধীরে ধীরে ডুবে যেতে থাকেন ৷ তা দেখে আমরা চিৎকার করতে থাকি ৷ লঞ্চের চালকের কানে বিষয়টি পৌঁছয় ৷ এরপরেই লঞ্চটি পুনরায় ঘুরিয়ে ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷ তবে ততক্ষণে ওই যাত্রী হুগলি নদীতে তলিয়ে যায় ।"
খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ তারা যুবকের সন্ধানে হুগলি নদীতে তল্লাশি অভিযান শুরু করে । রাত পেরিয়ে দিনের আলো ফুটে গেলেও এখনও পর্যন্ত ওই যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর ৷ যুবকের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ।
সোমবার ঘটনার পরই সেখানে আসেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস ৷ তিনি বলেন, "এক যাত্রী ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাওয়ার উদ্দেশে লঞ্চে চেপেছিল ৷ সম্ভবত ওই যাত্রী মদ্যপান করেছিল । জল তুলতে গিয়ে নদীতে পড়ে যায় ৷ ওই যাত্রীর খোঁজে তল্লাশি চলছে ।"