ETV Bharat / state

অভিষেক আমাদের সন্তান, আমরা মমতার ছবি লাগিয়েই জিতি; হুমায়ুনকে জবাব ফিরহাদের - FIRHAD HAKIM

হুমায়ুন কবীরের নাম না-করে তাঁকে কড়া জবাব ফিরহাদ হাকিমের ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, মমতার ছবি সরিয়ে নির্বাচনে জিতে আসুন । তারপর এসব বলবেন ।

ETV BHARAT
হুমায়ূনকে জবাব ফিরহাদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2024, 3:29 PM IST

কলকাতা, 19 নভেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে আনা নিয়ে শাসকদলের মধ্যে যে দুটি বিপরীতমুখী চোরা স্রোত বইছে, তা ফের প্রকট হল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে উপ-মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করার দাবি জানিয়ে সোমবার রাজ্য রাজনীতিতে ফের শোরগোল ফেলে দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ তবে তাঁর এই মন্তব্যের জন্য নাম না-করে তাঁকে তীব্র কটাক্ষ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "মমতার ছবি সরিয়ে নির্বাচনে জিতে আসুন । তারপর এসব কথা বলবেন ।"

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় সরগরম রাজ্য । বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে শাসকদলের নেতাদের । তবে তৃণমূলের অভ্যন্তরেই এই নিয়ে ভিন্ন সুর ওঠায় অস্বস্তি বেড়েছে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । খাস কলকাতার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রণং দেহি মেজাজ দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ।

হুমায়ুনকে কড়া জবাব ফিরহাদের (নিজস্ব ভিডিয়ো)

তাঁর পথেই হেঁটেছেন দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । তিনি বলেন, "কলকাতার মেয়র পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন । পুলিশের মাইনে মানুষের করের টাকা থেকে হয়ে থাকে ! পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে । কিন্তু, কীভাবে কলকাতা শহরে বিহার থেকে নাইনএমএম পিস্তল আসছে ? এটা তো ভাবা দরকার ।"

ফিরহাদ ও সৌগতর বক্তব্যকেই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা । এরই মধ্যে সোমবার দলের অস্বস্তি আরও বাড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, "এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনে অভিষেক হওয়া দরকার ।"

ETV BHARAT
হুমায়ূনকে কড়া জবাব ফিরহাদের (নিজস্ব চিত্র)

হুমায়ুন আরও বলেন, "রাজ্যের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলুক । অভিষেককে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক । এখনই অভিষেককে এই দায়িত্ব দেওয়া হলে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে লোড কমবে বা ভার লাঘব হবে, এতে সাধারণ মানুষও উপকৃত হবেন ।"

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের আজ কড়া জবাব দিয়েছেন দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ হুমায়ুন কবীরের নাম না-করলেও তাঁর উদ্দেশেই ফিরহাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিতে সক্ষম ও তিনি সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন । একটা-আধটা অপরাধমূলক ঘটনা সারা জীবন ছিল । বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থশংকর রায়ের সময়ও ছিল । ভারতের নিরাপদ শহর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে দেশ পেয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সক্ষম । সুতরাং এটা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না ।"

অভিষেকের প্রশাসনে আনার দাবি নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "আমি অভিষেকের ব্যাপারে বলব না, কারণ সে আমাদের সন্তান । ঠিক টাইমে সে আসবে । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জিতি । যারা বড় বড় কথা বলে, তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একটা ভোট জিতে দেখাও ।"

কলকাতা, 19 নভেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে আনা নিয়ে শাসকদলের মধ্যে যে দুটি বিপরীতমুখী চোরা স্রোত বইছে, তা ফের প্রকট হল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে উপ-মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী করার দাবি জানিয়ে সোমবার রাজ্য রাজনীতিতে ফের শোরগোল ফেলে দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ তবে তাঁর এই মন্তব্যের জন্য নাম না-করে তাঁকে তীব্র কটাক্ষ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "মমতার ছবি সরিয়ে নির্বাচনে জিতে আসুন । তারপর এসব কথা বলবেন ।"

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় সরগরম রাজ্য । বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে শাসকদলের নেতাদের । তবে তৃণমূলের অভ্যন্তরেই এই নিয়ে ভিন্ন সুর ওঠায় অস্বস্তি বেড়েছে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । খাস কলকাতার এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রণং দেহি মেজাজ দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ।

হুমায়ুনকে কড়া জবাব ফিরহাদের (নিজস্ব ভিডিয়ো)

তাঁর পথেই হেঁটেছেন দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় । তিনি বলেন, "কলকাতার মেয়র পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন । পুলিশের মাইনে মানুষের করের টাকা থেকে হয়ে থাকে ! পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে । কিন্তু, কীভাবে কলকাতা শহরে বিহার থেকে নাইনএমএম পিস্তল আসছে ? এটা তো ভাবা দরকার ।"

ফিরহাদ ও সৌগতর বক্তব্যকেই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা । এরই মধ্যে সোমবার দলের অস্বস্তি আরও বাড়িয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর । তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, "এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনে অভিষেক হওয়া দরকার ।"

ETV BHARAT
হুমায়ূনকে কড়া জবাব ফিরহাদের (নিজস্ব চিত্র)

হুমায়ুন আরও বলেন, "রাজ্যের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলুক । অভিষেককে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক । এখনই অভিষেককে এই দায়িত্ব দেওয়া হলে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে লোড কমবে বা ভার লাঘব হবে, এতে সাধারণ মানুষও উপকৃত হবেন ।"

তৃণমূল বিধায়কের এই মন্তব্যের আজ কড়া জবাব দিয়েছেন দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ৷ হুমায়ুন কবীরের নাম না-করলেও তাঁর উদ্দেশেই ফিরহাদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিতে সক্ষম ও তিনি সেভাবেই নেতৃত্ব দিচ্ছেন । একটা-আধটা অপরাধমূলক ঘটনা সারা জীবন ছিল । বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সিদ্ধার্থশংকর রায়ের সময়ও ছিল । ভারতের নিরাপদ শহর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে দেশ পেয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় সক্ষম । সুতরাং এটা নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না ।"

অভিষেকের প্রশাসনে আনার দাবি নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "আমি অভিষেকের ব্যাপারে বলব না, কারণ সে আমাদের সন্তান । ঠিক টাইমে সে আসবে । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জিতি । যারা বড় বড় কথা বলে, তাদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে একটা ভোট জিতে দেখাও ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.