কলকাতা, 24 সেপ্টেম্বর: গতকালই অনুব্রত মণ্ডলকে বীরভূমের 'বাঘ' বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এবার তিনি চারপেয়ে বাঘ ও বীরভূমের 'বাঘ'-এর ফারাকটাও বুঝিয়ে দিলেন ৷ অনুব্রত বিজেপির রাজনীতির শিকার বলে দাবি তাঁর ৷ কিন্তু, সেই সূত্রেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একরাশ বিরক্তি ধরা পড়ল কলকাতা পুরনিগমের মেয়রের গলায় ৷
অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভিন্ন মেরুতে ফিরহাদ হাকিম ৷ (ইটিভি ভারত) জামিনে মুক্তি পেয়ে তিহাড় থেকে আজ বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফিরেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তাঁর ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূলের জেলা থেকে শীর্ষস্তরের নেতৃত্ব ৷ আবারও বীরভূমে তৃণমূলের পুরনো দাপট ফেরার অপেক্ষায় শীর্ষস্তরের নেতারা ৷ অনুব্রতর ঘরে ফেরার খবর শুনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বীরভূমের 'বাঘ' বলে সম্বোধন করেছিলেন ৷ আজ আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানে চারপেয়ে বাঘ ও বীরভূমের 'বাঘ'-এর তফাৎ বোঝালেন তিনি ৷
ফিরহাদ বলেন, "খাঁচার বাঘ প্রকৃতির সঙ্গে থাকে ৷ আর অনুব্রতকে বাঘ বলার কারণ তাঁর লিডারশিপের জন্য ৷ এত অত্যাচারের পরেও, তাঁর যে মনোবল, সেই জন্যই তাঁকে বাঘ বলেছি ৷ দলের জন্য, মানুষের সঙ্গে থেকে যে দৃঢ়তা দেখিয়েছেন, তার জন্য তিনি বাঘ ৷ শক্তির দিক থেকে খাঁচার বাঘই বেশি শক্তিশালী ৷ কিন্তু, বীরভূমের বাঘ মানুষের সঙ্গে থেকে সংগঠন সামলাবে ৷ আরও বেশি মানুষকে ঐক্যবদ্ধ করবে ৷ তাই তাঁর সঙ্গে শক্তির তুলনা না-করাই ভালো ৷ এখানে মনের শক্তিটাই বাঘের মতো ৷"
উল্লেখ্য, তৃণমূলের অনেক নেতার মতো অনুব্রত মণ্ডল দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন ৷ তা, সত্ত্বেও ফিরহাদ হাকিম বা তৃণমূলের কোনও নেতাকে কেষ্ট সম্পর্কে খারাপ মন্তব্য করতে শোনা যায়নি ৷ বরং, বাকিদের ক্ষেত্রে কিছুটা সাবধানী থেকে প্রসঙ্গ সামলাতে দেখা গিয়েছে তৃণমূলের অধিকাংশ নেতাদের ৷ বিশেষত, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো প্রাক্তন মন্ত্রীদের ক্ষেত্রে ৷
কেষ্ট বাদে বাকিদের সঙ্গে এই বৈষম্য কেন ? যার জবাবে ফিরহাদ বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টা বলতে পারব না ৷ কিন্তু, তাঁর বাইরে যাঁরা গ্রেফতার হয়েছেন, আমিও গ্রেফতার হয়েছিলাম, সেই সবই রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে করা হয়েছে ৷ কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টের কথায়, তোতা পাখি ৷ তারা সুপ্রিম কোর্ট গিয়ে ধাক্কা খাচ্ছে ৷ সেই কারণেই একের পর এক জামিন পাচ্ছেন সবাই ৷ আর পার্থ চট্টোপাধ্যায়...টিভিতে যা দেখেছি, আর মন্তব্য করা যায় না !"