বড়বাজারে আগুন নিয়ে তাপসের প্রশ্নের জবাবে পালটা কটাক্ষ ফিরহাদের কলকাতা, 29 এপ্রিল: সপ্তাহের প্রথম দিনের শুরুতেই বড়বাজারে এলাকায় অগ্নিকাণ্ডে বিপত্তি ঘটল । আর সেই অগ্নিকাণ্ড ঘিরে বিজেপি-তৃণমূল বাগযুদ্ধে তপ্ত হল মহানগরের রাজনীতি । ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূলের বড় মাথাদের দিকে আঙুল তুললেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় । তাপসের আক্রমণের পালটা জবাব দিলেন কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।
সোমবার ভোরে নাখদা মসজিদের উলটোদিকে গোবিন্দ চাঁদ ধর লেনে একটি বহুতলে প্লাস্টিকের গুদাম আগুন লাগে । সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে । তবে কাছাকাছি সেন্ট্রাল অ্যাভিনিউতে দমকল কেন্দ্র থাকায় মুহূর্তে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে । পরে ঘটনাস্থল দেখতে আসেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় । সেখানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার সঙ্গে খানিক ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের ৷ উত্তেজিত হয়ে পড়েন দুই তরফের কর্মীরাই ।
তাপস রায় পরিস্থিতি দেখে সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘‘দমকল থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন, কোনোপক্ষই নির্দিষ্ট কোনও পদক্ষেপ করে না । আর তার জেরে এই ধরনের পরিণতি হয় । বর্তমানে তৃণমূল কাউন্সিলর দু'বছর হয়ে গেল আছেন ৷ প্রায় 24 মাস তিনি বেআইনি কর্মকাণ্ডের প্রতি নজর রাখেন না কেন ? আসলে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে বড় মাথাদের নিজেদের পরিণতি ভেবে এখন মাথা খারাপ হয়ে গিয়েছে । তাই এই ধরনের আচরণ করে চলেছেন তাঁরা ।’’
তাপস রায়কে পালটা জবাব দিতে ছাড়েননি কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি বলেন, ‘‘যখন কেউ নতুনভাবে ওইদিকে যায়, তখন বেশি চিৎকার করেন । তাপস রায়ের সমস্যা হল, বাড়িতে একবার কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়ার পর ভয় পেয়ে তিনি বিজেপির দিকে গিয়েছেন । এখন বিজেপি যদি রেগে যায়, তাহলে উনি কোন দিকে যাবেন ? সেই ভয় থেকেই উনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন ৷ ঠিক আছে, আমরা আমাদের কাজ করব ।’’
এছাড়াও এ দিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘বড়বাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা ৷ আজ বা কয়েক বছর নয়, বহু বছর ধরেই এভাবেই এখানে ব্যবসা চলে আসছে ৷ তবুও বেশ কিছু গুদাম-কারখানা, যাদের অফিস এখানে আছে, সেগুলি হাওড়ার দিকে স্থানান্তরিত হয়েছে ৷ এক রাতে বিপ্লব করা যাবে না । আমাদের প্রক্রিয়া মেনেই কাজ করতে হবে ৷ কারণ, মানুষের পেটের ভাত একটা বড় জিনিস ।’’
তিনি আরও বলেন, ‘‘এখন আমাদের প্রথম কাজ হল আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সাময়িকভাবে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া । গুদামের মালিককে খোঁজ করবে পুলিশ ৷ পুলিশ খোঁজ করে বার করবে এই আগুন লাগার কারণ কী ছিল, তাদের ফায়ার লাইসেন্স ছিল কি না বা ফায়ার ফাইটিং সিস্টেম ছিল কি না !’’
আরও পড়ুন:
- বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন
- সুদীপ-শ্রেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, ইডি-সিবিআইকে চিঠি দেবেন তাপস
- 'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের