পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মানুষের আবেগ বোঝেন', অভিষেকের প্রশংসায় ফিরহাদ - ধূপগুড়ি

Firhad Hakim on Dhupguri: ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবি পূরণ হয়েছে ৷ বিধানসভা উপনির্বাচনের আগে এই কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এবার তাঁর প্রশংসা করলেন মন্ত্রী ফিরহাদ ৷

ETV bharat
ফিরহাদ হাকিম

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:27 PM IST

ধূপগুড়ি মহকুমা ঘোষণা হওয়ায় এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় ফিরহাদ হাকিম

কলকাতা, 20 জানুয়ারি: প্রবীণ-নবীন দ্বন্দ্বে তোলপাড় রাজ্যের শাসকদল তৃণমূল ৷ এক সময় এই সমস্যা দলের অভ্যন্তরে থাকলেও এখন প্রকাশ্যেই কাদা ছোডাছুড়ি চলছে ৷ আর এই পরিস্থিতির মধ্যেই ধূপগুড়িকে মহকুমা পরিষদের তকমা দেওয়া হল ৷ এ নিয়ে দলের প্রবীণ মুখ হিসেবে চিহ্নিত পৌর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল নবীন ব্রিগেডের মুখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশস্তি ৷

বেশ কয়েক মাস আগে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নির্বাচনী জনসভায় বলেছিলেন, "ভোটে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করলে ধূপগুড়ির জনগণের দীর্ঘ দিনের দাবি মহকুমা হিসেবে ঘোষণা করা হবে ৷" কথা রেখেছেন তিনি ৷ ভোটে তৃণমূল প্রার্থী জয়ের বেশ কিছু দিন পর রাজ্যের তরফে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয় ৷ রাজ্য সরকারের তরফে সরকারি ভাবে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও বিষয়টি সামাজিক মাধ্যমে জানানো হয়েছে ৷ তিনি উল্লেখ করেন, এর ফলে ওই এলাকার বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য-সহ নানা ক্ষেত্রে উন্নতি হবে ৷

এই প্রসঙ্গে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ধূপগুড়ি মহকুমা বিষয়টি হাইকোর্টে আটকে ছিল ৷ অনুমতি দিয়েছে আদালত ৷ তাই এবার বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷" এরপরেই তিনি বলেন, "খুব ভালো হয়েছে ৷ অভিষেক মানুষের আবেগ বুঝে এটা বলে এসেছিল ৷ মহকুমা হলে সার্বিক উন্নতি আরও বাড়বে ৷ আমরা আশাবাদী, সেখানে উন্নয়ন হবে ৷"

এদিকে বিগত কয়েকদিন ধরে টাকি পৌরসভায় অচলাবস্থা চলছে ৷ পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কাউন্সিলররা ৷ এই প্রসঙ্গে হাকিম বলেন, "আমি ওখানে দলকে বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে বলেছি ৷ বিষয়টা দলের আলোচনায় সমস্যার সমাধান হবে, এটা আশা রাখছি ৷"

আরও পড়ুন:

  1. মহকুমা ঘোষণা হওয়ায় উৎসবের পরিবেশ ধূপগুড়িতে
  2. ঈশ্বরের নামে ভোটের রাজনীতি হওয়া উচিত নয়, রামমন্দির ইস্যুতে বিজেপিকে তোপ ফিরহাদের
  3. আইনি জট কেটে পৃথক মহকুমা হল ধূপগুড়ি, ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details