পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়ঞায় যুবকের মৃত্যু রহস্য, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ - Murshidabad

Murder in Murshibadad: মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার ববরপুর গ্ৰামে 7 দিন ধরে নিখোঁজ থাকার পর যুবকের দেহ মিলল জলাশয়ে ৷ এতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতের পরিবার, গ্রামবাসী ৷

ETV Bharat
বড়ঞায় যুবকের রহস্য মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 8:42 PM IST

বড়ঞায় জলাশয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

বড়ঞা, 28 জানুয়ারি: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল জলাশয় থেকে ৷ এই জলাশয় থেকে ঢিল ছোড়া দূরত্বেই মুর্শিদাবাদের বড়ঞা থানা ৷ রবিবার সকালে ওই জলাশয় থেকে উদ্ধার হয় এক যুবকের (26) মৃতদেহ ৷ ওই যুবক প্রায় সাত দিন ধরে নিখোঁজ ছিল ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করল মৃতের পরিবারের ৷ আজ বড়ঞা থানার অতিনিকটেই যুবকের দেহ জলাশয় ভাসতে দেখেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসী ৷

মৃত যুবকের নাম অভিজিৎ সাহা ৷ তাঁর বাড়ি বড়ঞা থানার ববরপুর গ্ৰামে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক মহিলার সঙ্গে যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ৷ ওই মহিলার বাড়ি বড়ঞা থানার কাছেই ৷ মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে ওই মহিলার চক্রান্ত রয়েছে ৷ পুলিশের কাছে এই অভিযোগ বারবার জানালেও পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি ।

মৃতের পরিবারের দাবি, যুবক একদিন নিখোঁজ থাকার পরেই ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় যুবকের পরনে থাকা জ্যাকেট ও মোবাইল ফোন ৷ পুলিশকে সেই কথাও জানানো হয়েছিল ৷ তবে পুলিশ ওই মহিলাকে আটক করলেও পরে ছেড়ে দেয় ৷ পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে মৃতের মা, বাবা ও পরিবারের অন্য লোকজন ৷

সকাল থেকেই বড়ঞা গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রেখে বড়ঞা থানার ওসি অতনু দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ৷ পরে বড়ঞা থানা ঘেরাও করে গ্রামবাসীরা ৷ তাদের অভিযোগ, ঠিক সময়ে পুলিশ তদন্ত করলে হয়তো যুবকের মৃত্যু হত না ৷ তাদের দাবি, মূল অভিযুক্তের শাস্তি হোক ৷ ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবির পাশাপাশি ওসির বদলিরও দাবি তুলেছে মৃত অভিজিতের পরিবার ৷

আরও পড়ুন:

  1. বাড়ি থেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে
  2. ঋণের টাকা চেয়ে না পেয়ে খুন এসিপি'র ছেলে, ঘটনায় ধৃত 1
  3. স্বামী-স্ত্রী’র অশান্তি, ধারালো অস্ত্র দিয়ে 8 মাসের শিশুকে নৃশংস খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details