ETV Bharat / state

মাওবাদী মোকাবিলা ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এসএসবি, শিলিগুড়িতে বললেন অমিত শাহ - AMIT SHAH

মাওবাদী মোকাবিলায় এসএসবির ভূমিকা নিয়ে প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নেপাল ও ভুটান সীমান্ত নিয়ে চিন্তিত নয় ভারত, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

AMIT SHAH
এসএসবি-র 61তম প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়িতে অমিত শাহ৷ শুক্রবার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

Updated : 5 hours ago

দার্জিলিং, 20 ডিসেম্বর: মাওবাদী মোকাবিলায় এসএসবির প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) 61তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন অমিত শাহ । আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি ।

এদিন অমিত শাহ বলেন, "বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধাজনক । সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না । ফলে কাজ করা অনেকটা সহজ । কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে, সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল । সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যি অনস্বীকার্য । আমার বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই ।"

পাশাপাশি এদিন শিলিগুড়ি করিডোর ও জম্মু কাশ্মীর নিয়ে তিনি বলেন, "শিলিগুড়ি করিডোর ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ । আর শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার থাকায়, তা আমাদের অনেকটাই নিশ্চিন্ত করেছে । জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রতিরোধে দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি । ছ’শোর বেশি মাওবাদীকে গ্রেফতার করা ও 15 জন মাওবাদীর নাশ করতে সক্ষম হয়েছেন এসএসবি জওয়ানরা । একইভাবে 19 জন জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা । বিহার, ঝাড়খণ্ডে যেখানে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উত্তরাখণ্ডেও মাওবাদ দমনের কাজ করছে এসএসবি । ইতিমধ্যে 14 জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ।"

এদিন অমিত শাহ-সহ এসএসবির প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ এসএসবির উচ্চপদস্থ আধিকারিকরা । এদিন এসএসবির 35 জন সেনা জওয়ান ও আধিকারিকদের হাতে বিশিষ্ট সেবাপদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

নেপাল ও ভুটানের প্রায় 2450 কিলোমিটার সীমান্তে নো ম্যান্ডস ল্যান্ডে জিরো টলারেন্স নিয়েছে এসএসবি । গত তিন বছরে এসএসবি সীমান্ত দিয়ে 1100 অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে । এক হাজার একরের বেশি জমি জবরদখল মুক্ত করেছে । চার হাজারের বেশি পাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা । এসএসবির জওয়ানরা অভিযান চালিয়ে 1600 কেজি মাদক, 208টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে ।

পাশাপাশি 181 জন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা । অভিযানে 801 জনকে পাচারের আগে উদ্ধার করেছে জওয়ানরা। যাদের মধ্যে 231 জন নাবালক-নাবালিকা ।

দার্জিলিং, 20 ডিসেম্বর: মাওবাদী মোকাবিলায় এসএসবির প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) 61তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন অমিত শাহ । আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি ।

এদিন অমিত শাহ বলেন, "বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধাজনক । সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না । ফলে কাজ করা অনেকটা সহজ । কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে, সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল । সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যি অনস্বীকার্য । আমার বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই ।"

পাশাপাশি এদিন শিলিগুড়ি করিডোর ও জম্মু কাশ্মীর নিয়ে তিনি বলেন, "শিলিগুড়ি করিডোর ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ । আর শিলিগুড়িতে এসএসবির হেডকোয়ার্টার থাকায়, তা আমাদের অনেকটাই নিশ্চিন্ত করেছে । জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রতিরোধে দারুণ ভূমিকা নিয়েছে এসএসবি । ছ’শোর বেশি মাওবাদীকে গ্রেফতার করা ও 15 জন মাওবাদীর নাশ করতে সক্ষম হয়েছেন এসএসবি জওয়ানরা । একইভাবে 19 জন জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা । বিহার, ঝাড়খণ্ডে যেখানে মাওবাদী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হয়েছে এবং উত্তরাখণ্ডেও মাওবাদ দমনের কাজ করছে এসএসবি । ইতিমধ্যে 14 জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে ।"

এদিন অমিত শাহ-সহ এসএসবির প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ এসএসবির উচ্চপদস্থ আধিকারিকরা । এদিন এসএসবির 35 জন সেনা জওয়ান ও আধিকারিকদের হাতে বিশিষ্ট সেবাপদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

নেপাল ও ভুটানের প্রায় 2450 কিলোমিটার সীমান্তে নো ম্যান্ডস ল্যান্ডে জিরো টলারেন্স নিয়েছে এসএসবি । গত তিন বছরে এসএসবি সীমান্ত দিয়ে 1100 অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে । এক হাজার একরের বেশি জমি জবরদখল মুক্ত করেছে । চার হাজারের বেশি পাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা । এসএসবির জওয়ানরা অভিযান চালিয়ে 1600 কেজি মাদক, 208টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে ।

পাশাপাশি 181 জন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে জওয়ানরা । অভিযানে 801 জনকে পাচারের আগে উদ্ধার করেছে জওয়ানরা। যাদের মধ্যে 231 জন নাবালক-নাবালিকা ।

Last Updated : 5 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.