পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুল শুধরে চন্দননগরে ‘সঠিক’ সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি, মনরেগা দুর্নীতিতে চলছে তদন্ত - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

MGNREGA Corruption Case: মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তার মধ্যে রয়েছে হুগলির চন্দননগরও ৷ সেখানে সন্দীপ সাধুখাঁ নামে পঞ্চায়েতের এক নির্মাণ সহায়কের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷

Enforcement Directorate Raid
Enforcement Directorate Raid

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:55 PM IST

Updated : Feb 6, 2024, 7:45 PM IST

ভুল শুধরে চন্দননগরে ‘সঠিক’ সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি, মনরেগা দুর্নীতিতে চলছে তদন্ত

চন্দননগর, 6 ফেব্রুয়ারি: একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে হুগলির চন্দননগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ৷ সেখানকার হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁ নামে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের বাড়িতে মঙ্গলবার বেলায় হানা দেন ইডির তদন্তকারীরা ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সন্দীপ ৷ বাড়িতে তাঁর মা ও স্ত্রী ছিলেন ৷ তাঁরা অবশ্য এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারেননি ৷

সন্দীপ এখন হুগলির খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসেবে কাজ করেন ৷ এর আগে তিনি ছিলেন ধনিয়াখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে ৷ ওই পঞ্চায়েতেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে এ দিন বেলা 12টা নাগাদ সন্দীপের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা ৷

চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি

যদিও এ দিন সকালে প্রথমে ভুল ঠিকানায় চলে গিয়েছিল ইডির তদন্তকারী দল ৷ হুগলির চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় চলে যান তদন্তকারীরা ৷ সেখানেও একজন সন্দীপ সাধুখাঁ থাকেন ৷ তবে তিনি পেশায় ব্যবসায়ী ৷ নাম বিভ্রাটেই সেখানে চলে যান তদন্তকারীরা ৷ পরে ভুল বুঝতে পেরে তাঁরা হাজির হন চন্দননগরের হরিদ্রাডাঙায় ৷

চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি

ইডি সূত্রে খবর, হুগলির ধনিয়াখালিতে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই নিয়েই অভিযোগ দায়ের হয় সন্দীপের বিরুদ্ধে ৷ সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করতেই মঙ্গলবার তাঁর বাড়িতে পৌঁছান তদন্তকারীরা ৷ সেই সময় সন্দীপ বাড়িতে না থাকলেও তাঁকে ডেকে পাঠানো হয় তদন্তকারীদের তরফে ৷

চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি

এই নিয়ে সন্দীপের স্ত্রী মৌসুমী সাধুখাঁ বলেন, ‘‘আমার স্বামী আগে ধনিয়াখালির বেলমুড়ি পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে চাকরি করতেন । বর্তমানে খানাকুলের একটি পঞ্চায়েতে আছেন । প্রতিদিনের মতো আজ সকালেও তিনি কাজে বেরিয়ে যান । বাড়িতে ইডি অফিসাররা এসে জিজ্ঞেস করেন আমার স্বামীর কথা, তখন আমি তাদের ফোন নম্বর দিই ৷ তাঁরা ফোনে কথা বলেন । কী দুর্নীতি, কেন তদন্ত, এসব বিষয় আমার অজানা ।’’

চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি

বাড়িতে ছিলেন সন্দীপের মা মলিনা সাধুখাঁও ৷ তিনি বলেন, ‘‘সন্দীপের বাবা অমল সাধুখাঁ 2008 সালে প্রয়াত হন ৷ তিনি রেলে চাকরি করতেন ৷ ছেলে বাবার মৃত্যুর আগেই পঞ্চায়েতে চাকরি পায় । ইডি কেন এল, কিসের তদন্ত, সে বিষয়ে আমি কিছু জানি না ।’’

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ৷ এই ঘটনায় রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক এফআইআর হয়েছে ৷ সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলায় অভিযান চালায় ইডি ৷

আরও পড়ুন:

  1. নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়
  2. 100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি
  3. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
Last Updated : Feb 6, 2024, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details