ভুল শুধরে চন্দননগরে ‘সঠিক’ সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি, মনরেগা দুর্নীতিতে চলছে তদন্ত চন্দননগর, 6 ফেব্রুয়ারি: একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে হুগলির চন্দননগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ৷ সেখানকার হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁ নামে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের বাড়িতে মঙ্গলবার বেলায় হানা দেন ইডির তদন্তকারীরা ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সন্দীপ ৷ বাড়িতে তাঁর মা ও স্ত্রী ছিলেন ৷ তাঁরা অবশ্য এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারেননি ৷
সন্দীপ এখন হুগলির খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসেবে কাজ করেন ৷ এর আগে তিনি ছিলেন ধনিয়াখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে ৷ ওই পঞ্চায়েতেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে এ দিন বেলা 12টা নাগাদ সন্দীপের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা ৷
চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি যদিও এ দিন সকালে প্রথমে ভুল ঠিকানায় চলে গিয়েছিল ইডির তদন্তকারী দল ৷ হুগলির চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় চলে যান তদন্তকারীরা ৷ সেখানেও একজন সন্দীপ সাধুখাঁ থাকেন ৷ তবে তিনি পেশায় ব্যবসায়ী ৷ নাম বিভ্রাটেই সেখানে চলে যান তদন্তকারীরা ৷ পরে ভুল বুঝতে পেরে তাঁরা হাজির হন চন্দননগরের হরিদ্রাডাঙায় ৷
চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি ইডি সূত্রে খবর, হুগলির ধনিয়াখালিতে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই নিয়েই অভিযোগ দায়ের হয় সন্দীপের বিরুদ্ধে ৷ সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করতেই মঙ্গলবার তাঁর বাড়িতে পৌঁছান তদন্তকারীরা ৷ সেই সময় সন্দীপ বাড়িতে না থাকলেও তাঁকে ডেকে পাঠানো হয় তদন্তকারীদের তরফে ৷
চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি এই নিয়ে সন্দীপের স্ত্রী মৌসুমী সাধুখাঁ বলেন, ‘‘আমার স্বামী আগে ধনিয়াখালির বেলমুড়ি পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে চাকরি করতেন । বর্তমানে খানাকুলের একটি পঞ্চায়েতে আছেন । প্রতিদিনের মতো আজ সকালেও তিনি কাজে বেরিয়ে যান । বাড়িতে ইডি অফিসাররা এসে জিজ্ঞেস করেন আমার স্বামীর কথা, তখন আমি তাদের ফোন নম্বর দিই ৷ তাঁরা ফোনে কথা বলেন । কী দুর্নীতি, কেন তদন্ত, এসব বিষয় আমার অজানা ।’’
চন্দননগরে সন্দীপ সাধুখাঁর বাড়িতে ইডি বাড়িতে ছিলেন সন্দীপের মা মলিনা সাধুখাঁও ৷ তিনি বলেন, ‘‘সন্দীপের বাবা অমল সাধুখাঁ 2008 সালে প্রয়াত হন ৷ তিনি রেলে চাকরি করতেন ৷ ছেলে বাবার মৃত্যুর আগেই পঞ্চায়েতে চাকরি পায় । ইডি কেন এল, কিসের তদন্ত, সে বিষয়ে আমি কিছু জানি না ।’’
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে ৷ এই ঘটনায় রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক এফআইআর হয়েছে ৷ সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলায় অভিযান চালায় ইডি ৷
আরও পড়ুন:
- নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায়
- 100 দিনের কাজে দুর্নীতিতে বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়াবাড়িতে ইডি
- 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা