পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান ! - ED on Sheikh Shahjahan - ED ON SHEIKH SHAHJAHAN

ED on Sheikh Shahjahan: 10 বছরে 137 কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন শেখ শাহজাহান ৷ এমনই বিস্ফোরক তথ্য এসেছে ইডির হাতে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 1:03 PM IST

Updated : Apr 2, 2024, 1:21 PM IST

কলকাতা, 2 এপ্রিল: শেখ শাহজাহান বিভিন্ন ব্যবসায় নেমে 10 বছরে মোট 137 কোটি টাকা একাধিক ব্যাংকে ট্রান্সফার করেছিলেন । শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সূত্রে এই খবর জানা গিয়েছে ৷

গতকালই শেখ শাহজাহানকে আদালতে পেশ করে ইডি দাবি করে যে, শাহজানের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেঁটে তাঁরা জানতে পেরেছেন, কোটি কোটি টাকা একাধিক মাছ ব্যবসায়ীর থেকে উপার্জন করেছেন সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা ৷ এরপর সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়েছেন তিনি । এতদিন তিনি যে কোটি কোটি টাকা যে সব ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন, সেই সব অ্যাকাউন্টের বিষয়ে বিশদে খোঁজখবর নিতে শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

গতকাল শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালত থেকে কলকাতায় ইডির বিশেষ আদালতে নিয়ে আসা হয় । সেখানেই তাঁর সম্পর্কে একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকে ইডি । জানা যায়, শেখ শাহজাহান বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্টে একাধিক সময় কোটি কোটি টাকা পাঠিয়েছিলেন । এছাড়াও শেখ শাহজাহান সন্দেশখালি এলাকাতে বিভিন্ন আদিবাসীদের জমি বলপূর্বক জবরদখল করতেন বলে জানতে পেরেছে ইডি ।

আগামী 13 এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সূত্রের খবর, গতকাল রাত থেকেই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা পর্ব শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তবে তাঁদের দাবি, যখন তাঁরা তাঁকে টেবিলে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন, সেই সময় একাধিক প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন শাহজাহান ।

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিলেন ৷ পাশাপাশি তাঁরা জানতে পারেন এই দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । পরে তাঁকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এরপরেই তদন্ত নেমে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা জানতে পারেন খাদ্যমন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । 5 জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের ৷

আরও পড়ুন:

  1. গায়ের জোরে জমি দখল! কারা ছিল নিশানায়? শাহজাহানের কুর্কীতি ফাঁস ইডির
  2. ভেড়ির আড়ালে পাচার 31 কোটি, শাহজাহানকে জমি দখল সিন্ডিকেটের 'কিংপিন' বলল ইডি
  3. তদন্তে সাহায্য করছেন না শাহজাহান, হেফাজতে চেয়ে আদালতে ইডি
Last Updated : Apr 2, 2024, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details