জলপাইগুড়ি, 18 জুন: উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল আরও এক জনের । সবমিলিয়ে সোমবার শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে হল 10 ৷ ইতিমধ্যেই মৃতদের নামের তালিকা প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে 9 জনের দেহ উদ্ধার হলেও এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন।
আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির দুর্ঘটনায় মৃত 10 জনের মধ্যে 7 জনকে সনাক্ত করা গিয়েছে। বাকি 3 জনের নাম-পরিচয় জানা যায়নি। মৃতরা হলেন শুভজিৎ মালি (32) গড়িয়াহাট কলকাতার গড়িয়াহাটের বাসিন্দা, সেলেব সুব্বা (36) কালিম্পং গরুবাথানের বাসিন্দা পেশায় পুলিশ অফিসার, আশিষ দে (47) জলপাইগুড়ি জেলার ভক্তিনগরের বাসিন্দা ছিলেন রেলের গার্ড পদে কর্মরত। এছাড়া মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের আশুগ্রামের বাসিন্দা বিউটি বেগমের (41), মালগাড়ির চালক অনিল কুমারের (46), যিনি জলপাইগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। মৃত্যু হয়েছে কলকাতার ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাসের (63) । মেডিক্য়াল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃ্ত্যু হয়েছে বিজয় কুমার রাজের ৷