কলকাতা, 5 অক্টোবর: আগামী 9 তারিখ আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস পূর্ণ হচ্ছে ৷ ওইদিন বিশেষ কর্মসূচির ঘোষণা করল সদ্য গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । 9 নভেম্বর স্টার থিয়েটারে গণ কনভেনশনের ডাক দিয়েছেন থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকরা ।
তাঁদের গণ কনভেনশনে মূলত দুটো দাবি ৷ এক, 'অভয়া'র ন্যায়বিচার এবং দুই, রোগীর স্বার্থ । এই কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের । 9 তারিখ বেলা তিনটের সময় স্টার থিয়েটারে এই গণ কনভেনশন শুরু হবে । যার নেতৃত্বে থাকবেন থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ।
এই কর্মসূচি প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসক শীর্ষ চক্রবর্তী জানান, "আমাদের প্রধান দুটো দাবি, এক - অভয়ার ন্যায়বিচার, দুই - রোগী স্বার্থ । এই তিন মাস ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে, তার সবকিছু আমরা এই গণ কনভেনশনের মাধ্যমে তুলে ধরব । যে সমস্ত ঘটনা প্রত্যেকটা মেডিক্যাল কলেজের ভিতরে আমাদের সঙ্গে ঘটেছিল, সেই কথা নিয়ে আলোচনা হবে কনভেনশনে ।"
অন্যদিকে, ওই একই দিনে আন্দোলনকারী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও একাধিক কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছে । আরজি করের নির্যাতিতার নারকীয় হত্যাকাণ্ডের তিন মাস উপলক্ষে তাদের তরফে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । এর পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজে এই আন্দোলনের প্রতিটা মুহূর্তের প্রদর্শনী করা হবে । ওই দিন বেলা তিনটের সময় একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে । কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল ।
অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্য চিকিৎসক ত্রিনেশ মণ্ডল বলেন, "সবাই জানে কারা প্রথম দিন থেকে রাস্তায় ছিলেন । কারা ন্যায়বিচার চান । যাঁরা এতদিন ধরে কলেজের ভিতরে ভয়ের রাজনীতি চালিয়েছেন, তাঁরা কোনওদিন ন্যায়বিচার চাইতে পারেন ? প্রশ্নটাই আমার সকলের কাছে থাকল ।"