হায়দরাবাদ: রেডমি ইন্ডিয়া প্রকাশ্যে আনল স্মার্টফোন 14C 5G-এর ফার্স্টলুক ৷ ভারত-সহ বেশ কয়েকটি দেশে লঞ্চ করবে ডিভাইসটি ৷ আগামী বছরের অর্থাৎ 2025-এর 6 জানুয়ারি Redmi 14C 5G লঞ্চ করবে ভারতে ৷ নতুন এই স্মার্টফোন Redmi 14R 5G এর আপডেটেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে ৷ সেপ্টেম্বর 2024 সালে চিনে লঞ্চ করেছিল এটি ৷
প্রসঙ্গত, এই হ্যান্ডসেটটি আগের সিরিজের Redmi 14R 5G মতো দেখতে হবে ৷ কোম্পানি চলতি বছরের অগস্ট মাসে Redmi 14C-এর 4G ভেরিয়েন্ট চালু করেছিল । এবার আনতে চলেছে সেটির আপডেটেড ভারসন ৷
Redmi 14C 5G ভারতে লঞ্চ
রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 14C 5G লঞ্চ সম্পর্কিত একটি পোস্ট করেছে ইতিমধ্যেই ৷ সেখানেই উল্লেখ করেছে 6 জানুয়ারি, 2025 এটি ভারতের বাজারে আসবে । এটি ভারতের বাইরে নির্দিষ্ট কয়েকটি দেশে পাওয়া যাবে ৷
Kick off the New Year with a bang! #2025G is coming your way.
— Redmi India (@RedmiIndia) December 23, 2024
Stay tuned! pic.twitter.com/ieL3J7qzgk
Redmi 14C 5G স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য
নতুন মডেল Redmi 14C 5G আগের 14R মডেলের সমস্ত বৈশিষ্ট্য থাকবে । আসন্ন ডিভাইসটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট উজ্জ্বলতা থাকবে ৷ এর ডিসপ্লে 6.68-ইঞ্চি HD+ LCD থাকবে ৷ Redmi 14C 5G একটি Snapdragon 4 সেকেন্ড জেনেরশন চিপসেট রয়েছে ৷ এতে 5,160mAh ব্যাটারি রয়েছে ৷ 18W তারযুক্ত চার্জিং সাপোর্ট করতে পারে ৷
হ্যান্ডসেটটিতে 13MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ৷ সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 5MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে ৷ ডিভাইসটি Android 14-এর HyperOS সফটওয়্যারে চলবে বলে আশা করা হচ্ছে ।
Redmi 14C 5G-এর দাম
Redmi 14C 5G একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে । চিনে, 14R মডেলটি 4GB + 128GB বেস ভেরিয়েন্টের দাম CNY (চিনের টাকা) 1,099 (প্রায় 13,000 টাকা) ৷ যেখানে 6GB + 128GB-এর দাম CNY 1,499 (প্রায় 17,500 টাকা) এবং 8GB + 128GB + 128GB এর দাম। (প্রায় 20,000 টাকা)।