ETV Bharat / bharat

পঞ্চভূতে লীন মনমোহন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য - MANMOHAN SINGH FUNERAL LIVE

Manmohan Singh Funeral
শুক্রবার কলকাতার বিধান ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের প্রতিকৃতি (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

Updated : 9 hours ago

শনিবার, আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 9টা 30 মিনিটে এআইসিসি সদর দফতর থেকে শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের কাজ শুরু হবে। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনমোহন সিং বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে 92 বছর বয়সে প্রয়াত হন। তিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সমস্ত রাজনৈতিক মহলজুড়ে তাঁর সততা, বুদ্ধি এবং রূপান্তরমূলক নীতির জন্য তাঁকে স্মরণ করে মনমোহন সিংকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে।

কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সকাল 11টা 45 মিনিট নাগাদ দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

LIVE FEED

12:46 PM, 28 Dec 2024 (IST)

মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ভুটানের রাজা, মরিশাসের বিদেশমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী মনীশ গোবিনও প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যে যোগ দিতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছিলেন। মরিশাস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে আজ, 28 ডিসেম্বর সে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা করেছে।

12:07 PM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ধনখড়, প্রধানমন্ত্রী মোদি

নিগমবোধ ঘাটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং-সহ বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি শীর্ষ কর্তাদের উপস্থিতিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

11:39 AM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিগমবোধ ঘাটে পৌঁছেছে

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ নিগমবোধ ঘাটে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর শেষকৃত্যের কাজ শুরু হবে ৷

10:53 AM, 28 Dec 2024 (IST)

কংগ্রেস সদর দফতর ছেড়ে নিগমবোধ ঘাটের পথে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ এখন কংগ্রেস সদর দফতর থেকে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

10:41 AM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, খাড়গে

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি শনিবার দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধিও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি-সহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা-নেত্রীরা দলের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দলের সদর দফতরে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের একাধিক নেতা।

  • +

10:01 AM, 28 Dec 2024 (IST)

কংগ্রেস সদর দফতরে পৌঁছেছেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে পৌঁছেছেন। রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে-সহ দলের শীর্ষ নেতারা শেষবারের মতো প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন ৷

9:37 AM, 28 Dec 2024 (IST)

এআইসিসি সদর দফতরে পৌঁছল দেহ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ শনিবার তাঁর বাসভবন থেকে ফুলে সাজানো গাড়িতে কংগ্রেস সদর দফতরে আনা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে তাঁর দেহ কংগ্রেস সদর দফতরে রাখা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ ঘাটে অনুষ্ঠিত হবে ৷ কংগ্রেস সদর দফতর থেকে নিগমবোধ ঘাটের উদ্দেশে মনমোহন সিংয়ের শেষ যাত্রা শুরু হবে।

9:14 AM, 28 Dec 2024 (IST)

মনমোহন সিংয়ের দেহ এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এআইসিসি সদর দফতরে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য দেহ এখানে রাখা হবে।

9:02 AM, 28 Dec 2024 (IST)

নিয়ন্ত্রিত যান চলাচল, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যর জন্য দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। শনিবার (28 ডিসেম্বর) নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের কথা মাথায় রেখে বেশ কিছু রুটে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। আজ সকাল 7টা থেকে বিকেল দুপুর 3টে পর্যন্ত নয়াদিল্লি এবং উত্তর দিল্লির কিছু অংশে ট্রাফিক পুলিশ বেশ কিছু রুটে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, কয়েকটি রুটের গাড়িকে অন্য রুট দিয়ে ঘরিয়ে দেওয়া হচ্ছে।

ডক্টর মনমোহন সিংয়ের মৃতদেহ তার মতিলাল নেহেরু মার্গের বাসভবন থেকে কংগ্রেস সদর দফতর, আকবর রোডে নিয়ে যাওয়ার সময় এই রুটের ট্র্যাফিক ইন্ডিয়া গেট থেকে মতিলাল নেহেরু মার্গের দিকে সরানো হতে পারে। এর পাশাপাশি, দিল্লি পুলিশ গাড়িগুলিকে শুধুমাত্র নির্ধারিত পার্কিং এলাকায় পার্ক করার পরামর্শ দিয়েছে ৷

শনিবার, আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 9টা 30 মিনিটে এআইসিসি সদর দফতর থেকে শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের কাজ শুরু হবে। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি মনমোহন সিং বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে 92 বছর বয়সে প্রয়াত হন। তিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সমস্ত রাজনৈতিক মহলজুড়ে তাঁর সততা, বুদ্ধি এবং রূপান্তরমূলক নীতির জন্য তাঁকে স্মরণ করে মনমোহন সিংকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে।

কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সকাল 11টা 45 মিনিট নাগাদ দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

LIVE FEED

12:46 PM, 28 Dec 2024 (IST)

মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ভুটানের রাজা, মরিশাসের বিদেশমন্ত্রী

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং মরিশাসের বিদেশমন্ত্রী মনীশ গোবিনও প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যে যোগ দিতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছিলেন। মরিশাস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে আজ, 28 ডিসেম্বর সে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা করেছে।

12:07 PM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ধনখড়, প্রধানমন্ত্রী মোদি

নিগমবোধ ঘাটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং-সহ বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি শীর্ষ কর্তাদের উপস্থিতিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।

11:39 AM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিগমবোধ ঘাটে পৌঁছেছে

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ নিগমবোধ ঘাটে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর শেষকৃত্যের কাজ শুরু হবে ৷

10:53 AM, 28 Dec 2024 (IST)

কংগ্রেস সদর দফতর ছেড়ে নিগমবোধ ঘাটের পথে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ এখন কংগ্রেস সদর দফতর থেকে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। শীঘ্রই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

10:41 AM, 28 Dec 2024 (IST)

প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, খাড়গে

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি শনিবার দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধিও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি-সহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা-নেত্রীরা দলের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দলের সদর দফতরে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের একাধিক নেতা।

  • +

10:01 AM, 28 Dec 2024 (IST)

কংগ্রেস সদর দফতরে পৌঁছেছেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে পৌঁছেছেন। রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে-সহ দলের শীর্ষ নেতারা শেষবারের মতো প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন ৷

9:37 AM, 28 Dec 2024 (IST)

এআইসিসি সদর দফতরে পৌঁছল দেহ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ শনিবার তাঁর বাসভবন থেকে ফুলে সাজানো গাড়িতে কংগ্রেস সদর দফতরে আনা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে তাঁর দেহ কংগ্রেস সদর দফতরে রাখা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ ঘাটে অনুষ্ঠিত হবে ৷ কংগ্রেস সদর দফতর থেকে নিগমবোধ ঘাটের উদ্দেশে মনমোহন সিংয়ের শেষ যাত্রা শুরু হবে।

9:14 AM, 28 Dec 2024 (IST)

মনমোহন সিংয়ের দেহ এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এআইসিসি সদর দফতরে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য দেহ এখানে রাখা হবে।

9:02 AM, 28 Dec 2024 (IST)

নিয়ন্ত্রিত যান চলাচল, আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যর জন্য দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। শনিবার (28 ডিসেম্বর) নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের কথা মাথায় রেখে বেশ কিছু রুটে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। আজ সকাল 7টা থেকে বিকেল দুপুর 3টে পর্যন্ত নয়াদিল্লি এবং উত্তর দিল্লির কিছু অংশে ট্রাফিক পুলিশ বেশ কিছু রুটে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, কয়েকটি রুটের গাড়িকে অন্য রুট দিয়ে ঘরিয়ে দেওয়া হচ্ছে।

ডক্টর মনমোহন সিংয়ের মৃতদেহ তার মতিলাল নেহেরু মার্গের বাসভবন থেকে কংগ্রেস সদর দফতর, আকবর রোডে নিয়ে যাওয়ার সময় এই রুটের ট্র্যাফিক ইন্ডিয়া গেট থেকে মতিলাল নেহেরু মার্গের দিকে সরানো হতে পারে। এর পাশাপাশি, দিল্লি পুলিশ গাড়িগুলিকে শুধুমাত্র নির্ধারিত পার্কিং এলাকায় পার্ক করার পরামর্শ দিয়েছে ৷

Last Updated : 9 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.