ETV Bharat / state

আরজি করের নির্যাতিতার জন্মদিন, স্বর্ণজয়ী তিনকন্যাকে শুভেচ্ছা জানিয়ে মার্শাল আর্ট শেখার বার্তা অগ্নিমিত্রার - RG KAR VICTIMS BIRTHDAY

রাজ্যে সুরক্ষা নেই ৷ আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখা জরুরি ৷ আরজি করে নির্যাতিতার জন্মদিনে তাইকোন্ডোতে সোনাজয়ী তিন বোনকে শুভেচ্ছা জানিয়ে বার্তা অগ্নিমিত্রার ৷

Agnimitra Paul Meets with Asansol Triplets Sister
স্বর্ণজয়ী তিনবোনের বাড়িতে বিধায়ক অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 4:35 PM IST

আসানসোল, 9 ফেব্রুয়ারি: আরজি করের নির্যাতিতার জন্মদিনে অন্যরকম উদ্যোগ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল । সম্প্রতি তাইকোন্ডোতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কুলটির যমজ তিন বোনকে শুভেচ্ছা জানানোর জন্য রবিবারের এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন তিনি । অগ্নিমিত্রার বার্তা, কারওর সুরক্ষা নেই ৷ তাই রাজ্যের মেয়েদের মার্শাল আর্ট শিখে রাখা প্রয়োজন । পাশাপাশি এদিন বার্নপুর হাসপাতালেও গাছ লাগিয়ে আরজি করের নির্যাতিতার জন্মদিন পালন করলেন অগ্নিমিত্রা ।

সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় স্তরের প্রতিযোগিতায় চারটি সোনা জিতেছে কুলটির ডিসেরগড়ের ট্রিপলেট কন্যা সুচেতা, রঞ্জিতা ও সুপ্রিতা ৷ ইটিভি ভারতে প্রকাশিত হওয়া সেই খবর জেনে এই তিনবোনকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল । ফুল ও মিষ্টি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান । পাশাপাশি আগামী দিনে সবরকমভাবে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি ।

আরজি করের নির্যাতিতার জন্মদিন পালনে অভিনব উদ্যোগ অগ্নিমিত্রার (ইটিভি ভারত)

অগ্নিমিত্রা পল বলেন, "আজ আরজি করে নির্যাতিতার জন্মদিন । তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এখনও সম্পূর্ণ বিচার আমরা পাইনি । আজকের দিনে কুলটির ডিসেরগড়ে এসেছিলাম আমাদের তিন সন্তানকে আশীর্বাদ করতে । ওরা জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা পেয়েছে । ওরা আগামী দিনে এগিয়ে চলুক । পাশাপাশি বলব, রাজ্যে কারও সুরক্ষা নেই । তাই মেয়েদের তো বটেই ছেলেদেরও এই মার্শাল আর্ট নিজেদের আত্মরক্ষার জন্য শিখে রাখা উচিত ।"

Asansol News
তিনবোনকে শুভেচ্ছা জানানোর মুহূর্তে অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

অগ্নিমিত্রা পলের আসা ও শুভেচ্ছা জানানোয় খুশি তিন বোন । তিন বোনের পক্ষ থেকে সুচেতা চট্টোপাধ্যায় বলেন, "উনি আমাদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন । ওনার অনুপ্রেরণা আমাদের আগামীর চলার পথে এগিয়ে যেতে সহায়তা করবে ।"

Asansol Triplets Sisters with Agnimitra Paul
তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী তিনবোনের সঙ্গে অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

অন্যদিকে, এদিন বার্নপুর হাসপাতালেও নামে দুটি গাছ লাগান অগ্নিমিত্রা পল । তিনি জানান, আগামীতে গাছগুলি যখন বড় হবে, তখন নির্যাতিতাই যেন গাছ হয়ে রোগী ও তাঁর পরিবারের লোকেদের অক্সিজেন ও ছায়া দেবে ।

আসানসোল, 9 ফেব্রুয়ারি: আরজি করের নির্যাতিতার জন্মদিনে অন্যরকম উদ্যোগ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল । সম্প্রতি তাইকোন্ডোতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কুলটির যমজ তিন বোনকে শুভেচ্ছা জানানোর জন্য রবিবারের এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন তিনি । অগ্নিমিত্রার বার্তা, কারওর সুরক্ষা নেই ৷ তাই রাজ্যের মেয়েদের মার্শাল আর্ট শিখে রাখা প্রয়োজন । পাশাপাশি এদিন বার্নপুর হাসপাতালেও গাছ লাগিয়ে আরজি করের নির্যাতিতার জন্মদিন পালন করলেন অগ্নিমিত্রা ।

সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় স্তরের প্রতিযোগিতায় চারটি সোনা জিতেছে কুলটির ডিসেরগড়ের ট্রিপলেট কন্যা সুচেতা, রঞ্জিতা ও সুপ্রিতা ৷ ইটিভি ভারতে প্রকাশিত হওয়া সেই খবর জেনে এই তিনবোনকে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল । ফুল ও মিষ্টি দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান । পাশাপাশি আগামী দিনে সবরকমভাবে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি ।

আরজি করের নির্যাতিতার জন্মদিন পালনে অভিনব উদ্যোগ অগ্নিমিত্রার (ইটিভি ভারত)

অগ্নিমিত্রা পল বলেন, "আজ আরজি করে নির্যাতিতার জন্মদিন । তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । এখনও সম্পূর্ণ বিচার আমরা পাইনি । আজকের দিনে কুলটির ডিসেরগড়ে এসেছিলাম আমাদের তিন সন্তানকে আশীর্বাদ করতে । ওরা জাতীয় স্তরের মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা পেয়েছে । ওরা আগামী দিনে এগিয়ে চলুক । পাশাপাশি বলব, রাজ্যে কারও সুরক্ষা নেই । তাই মেয়েদের তো বটেই ছেলেদেরও এই মার্শাল আর্ট নিজেদের আত্মরক্ষার জন্য শিখে রাখা উচিত ।"

Asansol News
তিনবোনকে শুভেচ্ছা জানানোর মুহূর্তে অগ্নিমিত্রা পল (ইটিভি ভারত)

অগ্নিমিত্রা পলের আসা ও শুভেচ্ছা জানানোয় খুশি তিন বোন । তিন বোনের পক্ষ থেকে সুচেতা চট্টোপাধ্যায় বলেন, "উনি আমাদের আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন । ওনার অনুপ্রেরণা আমাদের আগামীর চলার পথে এগিয়ে যেতে সহায়তা করবে ।"

Asansol Triplets Sisters with Agnimitra Paul
তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী তিনবোনের সঙ্গে অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

অন্যদিকে, এদিন বার্নপুর হাসপাতালেও নামে দুটি গাছ লাগান অগ্নিমিত্রা পল । তিনি জানান, আগামীতে গাছগুলি যখন বড় হবে, তখন নির্যাতিতাই যেন গাছ হয়ে রোগী ও তাঁর পরিবারের লোকেদের অক্সিজেন ও ছায়া দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.