মেদিনীপুর, 9 ফেব্রুয়ারি: আরজি করে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার 33তম জন্মদিন পালন করল ‘অভয়া মঞ্চ’ । পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং নির্যাতিতা চিকিৎসকের পছন্দের ফুলের চারা গাছও বিলি করল তারা।
মঞ্চের দাবি, আদালতের রায় তারা খুশি নয় । এই নারকীয় ঘটনার সঙ্গে সঞ্জয় রায ছাড়া আরও একাধিক অপরাধী জড়িত ৷ গ্রেফতার করে তাদের সাজার ব্যবস্থা দিতে পারলে তবে নির্যাতিতা প্রকৃত বিচার পাবেন।
এই ঘটনায় ইতিমধ্যে সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত । তবে সেই রায়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও তাঁর আত্মীয়-স্বজনরা। একই কথা নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চেরও ৷ এই আদালতের রায়ে খুশি নন তারাও ৷ নির্যাতিতার পরিবার থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা বারবার দাবি করেছেন, এতবড় ঘটনা কোনও একজনের পক্ষে করা সম্ভব নয়। আরও অনেকেই এই কাজে জড়িত। তাদের ধরতে পারলে তবে মিলবে সুবিচার।
![33 Protesters Sit in Hunger Strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/wb-wmid-01-mid-avoya-mancha-anoson-vis-wb10035_09022025132732_0902f_1739087852_741.jpg)
এবার মেদিনীপুরে অভয়া মঞ্চের প্রতীকী অনশনে সামিল হলেন পড়ুয়া, শিক্ষক-সহ তেত্রিশ জন । নির্যাতিতা পড়ুয়ার জন্মদিন রবিবার। তাঁর স্মরণেই এই অনশন। পাশাপাশি, গরিব মানুষদের জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে । চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে এই ক্যাম্প থেকে । জানা গিয়েছে, ফুলের বাগান নির্যাতিতার পছন্দের বিশেষ ছিল। তাই ফুলের চারা গাছও বিলি করা হয়েছে অভয়া মঞ্চ থেকে । সেই চারা গাছ নিতে রীতিমতো ভিড় জমান স্থানীয়রা ।
![33 Protesters Sit in Hunger Strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-02-2025/wb-wmid-01-mid-avoya-mancha-anoson-vis-wb10035_09022025132732_0902f_1739087852_629.jpg)
অভয়া মঞ্চের সদস্যা মধুমিতা ভুঁইয়া বলেন, ‘‘আদালত যে রায় দিয়েছে, তাতে আমরা খুশি নই । আমাদের দাবি ছিল, এই ঘটনায় একজন নয়, অনেকে জড়িত । কিন্তু সেই রাঘব বোয়ালরা পার পেয়ে গিয়েছে। সাজা পেয়েছে একজন । তাই আমরা সেই বাকিদের শাস্তির দাবিতে এই অনশন মঞ্চে সামিল হয়েছি । পাশাপাশি, আমাদের এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল ফুলের বাগান । তাঁর পছন্দের ফুলের চারা গাছ আমরা এই মঞ্চ থেকে বিলি করলাম । সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে ।’’