কলকাতা, 9 ফেব্রুয়ারি: এএফসি চ্যালেঞ্জ লিগে সাফল্য কতটা লম্বা হবে জানা নেই ৷ তবে আইএসএলে আরও একটা ব্যর্থ মরশুম শেষ করার পথে ইস্টবেঙ্গল ৷ তুলনামূলক শক্তিশালী দল গড়েও গত চারবারের পুনরাবৃত্তি লাল-হলুদের পারফরম্যান্সে ৷ 2024-25 মরশুমে প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষীণ আশাটুকুও শেষ হয়েছে শনিবার চেন্নাইয়িন এফসি'র কাছে হেরে ৷ ঘরের মাঠে 0-3 গোলে জঘন্য হারের দিনে আইএসএলে লজ্জার একটি নজিরেও নাম লেখাল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব ৷ ইন্ডিয়ান সুপার লিগের একটি মরশুমে সর্বাধিক লাল কার্ড দেখল লাল-হলুদ ৷
শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচের সংযুক্তি সময়ে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গল সেন্টার-ব্য়াক লালচুংনুঙ্গা ৷ বিপক্ষের উইঙ্গার ইরফান ইয়াডওয়াড়কে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখেন রক্ষণভাগের ওই ফুটবলার ৷ এরপর আহত ইরফানকে উদ্দেশ্য করে কিছু বললে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লালচুংনুঙ্গাকে মার্চিং অর্ডার দেখাতে কার্পণ্য করেননি ৷ সেইসঙ্গে চলতি মরশুমে অষ্টমবার লাল কার্ডটি দেখে ফেলে লাল-হলুদ ৷ যা একটি আইএসএল মরশুমে কোনও দলের নিরিখে সর্বাধিক ৷
An unwanted record for #EastBengalFC! 🟥#EBFCCFC #ISL #LetsFootball pic.twitter.com/6kUq5hQtkC
— Indian Super League (@IndSuperLeague) February 8, 2025
গত মরশুমে হলুদ কার্ড দেখার নিরিখে নজির গড়েছিল মশালব্রিগেড ৷ 2023-24 মরশুমে দল হিসেবে সর্বাধিক 69টি হলুদ কার্ড দেখার নজির গড়েছিল কলকাতার ক্লাবটি ৷ রেফারিং নিয়ে চলতি মরশুমে বারংবার সোচ্চার হয়েছে লাল-হলুদ শিবির ৷ রেফারির একাধিক সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে যাওয়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থও হয়েছে তাঁরা ৷ সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে দেখাও করেছেন ইস্টবেঙ্গলের দুই প্রতিনিধি ৷ সেই সাক্ষাৎ কতটা ফলপ্রসূ হয়েছে, তা জানা নেই ৷ তবে ইস্টবেঙ্গলের খারাপ সময় অব্যাহত ৷
শনিবার প্রথমে নিশু কুমারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল ৷ এরপর প্রথমার্ধেই 2-0 করেন চেন্নাইয়িনের কলম্বিয়ার স্ট্রাইকার উইলমার জর্ডান গিল ৷ দ্বিতীয়ার্ধে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ নয়া বিদেশি রাফায়েল মেসি বৌলি মাঠে নেমেও কাজের কাজ কিছু হয়নি ৷ উল্টে সংযুক্তি সময়ে দক্ষিণের দলটির হয়ে ব্যবধান 3-0 করেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী ড্যানিয়েল চিমাচুকু ৷