মুম্বই, 28 ডিসেম্বর: নতুন বছর শুরুতে অনেকের অনেক পরিকল্পনা রয়েছে ৷ বেড়াতে যাওয়া, বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো ইত্যাদি ইত্যাদি ৷ তবে যদি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে আরও একবার ডুব দিতে পারেন বন্ধুত্ব-প্রেম নস্ট্যালজিয়ার সাগরে ৷ আপনাদের সঙ্গ দিতে ফের আসছে বানি ও ন্যায়না ৷
11 বছর পর ফেরে প্রেক্ষাগৃহে আসছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ৷ রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোমান্টিক ড্রামায় ভেসে যাতে পারেন 3 জানুয়ারি ৷ চলতি বছর ছবির রি-রিলিজ নতুন ট্রেন্ড তৈরি করেছে ৷ বড়পর্দায় ফেলে আসা কিছু ছবি নতুন করে দেখার অভিজ্ঞতা ছাড়তে নারাজ অনেক সিনেপ্রেমীরাই ৷ এর আগে ধর্মা প্রোডাকশনের 'কাল হো না' বড়পর্দায় ফের মুক্তি পায় ৷ দর্শকদের ভালোবাসা পেয়ে এবার আরও একটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছে করণ জোহরের প্রযোজনা সংস্থা ৷
এর আগে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির সিক্যুয়েল নিয়ে বেশ আলোচনা হয়েছে ৷ দর্শকদের দাবি ফের ফিরিয়ে আনতে হবে রণবীর-দীপিকা জুটিকে ৷ 2013 সালে মুক্তি পাওয়া এই ছবি যাতে নতুন প্রজন্ম আরও একবার হলে বসে উপভোগ করতে পারে, সেই কারণেই এই ব্যবস্থা ৷ সোশাল মিডিয়ায় ধর্মা মুভিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়, "আমরা সকলেই উত্তেজিত কারণ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পুনরায় হলে মুক্তি পাচ্ছে 3 জানুয়ারি ৷"
রণবীর-দীপিকার পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা গিয়েছে কালকি কোচলিন ও আদিত্য রয় কাপুরকে ৷ দুর্দান্ত অভিনয়, গল্প বলার ধরন, গান ভারতীয় সিনেমার ইতিহাসে কাল্ট হয়ে থেকে গিয়েছে ৷ 'বত্তামিজ দিল', 'বলম পিচকারি', 'কবীরা' বা 'শুভানআল্লাহ'-র মতো গান আজও দর্শকদের প্লে লিস্টে বাজতে থাকে ৷ ফলে নতুন বছরের শুরুটা যদি ন্যায়না তলওয়ারের মতো প্রিয় মানুষের সঙ্গে কাটানো যায়, ক্ষতি কি?