কলকাতা, 27 ডিসেম্বর: চলতি বছর অর্থাৎ 2024 সাল সাক্ষী রইল একাধিক অনভিপ্রেত ঘটনার। যার মীমাংসা হয়নি এখনও। যার মধ্যে যেমন রয়েছে রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশনের ঘটনা, তেমনই আছে আরজি কর কাণ্ড, সিনে সংসারে একের পর এক নারী হয়রানির খবর, কাঞ্চন মল্লিকের মন্তব্যের জেরে অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার ফেরত। এক নজরে ফিরে দেখা যাক, সিনে ইন্ডাস্ট্রি ও বিতর্কের দিকে ৷
রাহুল মুখার্জি বনাম ফেডারেশন:
পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র পরিচালক রাহুলকে নিয়ে একটি বড় বিতর্কের মুখোমুখি। বাংলাদেশে গিয়ে সেখানকার টেকনিশিয়ান নিয়ে কাজ করার কারণে এখানকার বিধি লঙ্ঘনের অভিযোগে তিন মাস কাজ করতে পারেননি তিনি। তবে, ডিরেক্টরস গিল্ড 26 জুলাই 'নিষেধাজ্ঞা' তুলে নেয়। শুটিং ফ্লোরে রাহুল কাজে এলে সেদিন দেখা মেলেনি কোনও টেকনিশিয়ানের। এর প্রতিবাদে 29 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শামিল হন অধিকাংশ বাংলা চলচ্চিত্র পরিচালক। অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতারা রাহুলকে সমর্থন জানান ৷ বিতর্কের জল গড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ৷ অভিযোগে উঠে আসে ফেডারেশনের দাদাগিরির বিষয় ৷ সেই নিয়ে এখনও তরজা জারি রয়েছে ৷ পাশাপাশি এখনও অবধি পরিচালক হিসেবে রাহুলের কাজের কোনও খবর মেলেনি।
আরজি কর কাণ্ড:
আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলে বাংলায়। যা বাংলা পেরিয়ে ভিন রাজ্য এবং ভিন দেশেও প্রভাব বিস্তার করে। বিচার চেয়ে পথে নামেন আবালবৃদ্ধবনিতা। তালিকা থেকে বাদ যাননা সিনে দুনিয়ার তারকারাও ৷ মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে রাত দখল করেন মহিলারা। সামিল হন বিদীপ্তা চক্রবর্তী থেকে দেবলীনা দত্ত, সোহিনী সরকার, দামিনী বেনি বসু, সোনালী চৌধুরী, ঊষসী চক্রবর্তী, চৈতী ঘোষাল সহ বাংলা বিনোদন দুনিয়ার আরও অনেকে ৷
প্রতিবাদের আগুন দিনে দিনে বাড়তে থাকে। মিছিলের পর মিছিলে শামিল হন অভিনেতা-অভিনেত্রীরা। গড়ে ওঠে অনশন মঞ্চ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে শামিল হন বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, বীরসা দাশগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। পথে নামেন লোপামুদ্রা মৈত্র থেকে শিলাজিৎ, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী সহ সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় আরও অনেকে।
স্বাধীনতা দিবসের রাতে টলি তারকারা রাত জেগেছেন হাসপাতাল চত্বরে । সোশাল মিডিয়ার পাশাপাশি একের পর এক প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, অলিভিয়া সরকারের মতো অভিনেতারা ৷
সিনে পাড়ায় যৌন হয়রানি:
আরজি কর কাণ্ডের পর থেকেই একে একে সামনে আসতে থাকে টলিপাড়ায় নানা সময়ে ঘটে যাওয়া নারী হেনস্থার ঘটনা। অত্যন্ত হতাশাজনক যে এর মাঝেও এক টেকনিশিয়ান অভব্যতার চেষ্টা করেন এক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রাভিনেত্রীর সঙ্গে। এক সময় এহেন ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। সোশালে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হেমা কমিটির মতো একটি কমিটির আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরে তিনি নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানেও এমন এক কমিটির কথা তোলেন অভিনেত্রী।
অন্যদিকে, দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন শ্রীলেখা মিত্র ৷ কোচিতে শুটিং করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছিলেন তিনি ৷ 15 বছর পর সেই ঘটনা আসে প্রকাশ্যে ৷ মালয়লম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন বাঙালি অভিনেত্রী ৷ সম্প্রতি, মালয়লম ইন্ডাস্ট্রিতে মহিলাদের কাজের পরিস্থিতি জানার জন্য এবং নিরাপত্তা নিয়ে 'হেমা কমিটি' গঠন করে কেরল সরকার ৷ শ্রীলেখার অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দক্ষিণের রাজ্যে ৷ সেই আবহে কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন দক্ষিণের বিখ্যাত পরিচালক রঞ্জিত ৷
টলিউডও তৈরি হবে 'নারী সুরক্ষা কমিটি'
হেমা কমিটির মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডে একটি কমিটি গঠনের প্রস্তাবে সায় দিয়েছেন৷ এই কমিটি পাঁচজনকে নিয়ে গঠিত হবে ৷ যার মধ্যে থাকবেন প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে আইনজীবী, চিকিৎসক ৷ বিনোদন জগতে যে সকল মহিলারা যৌন হয়রানির শিকার হয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হবে৷
এরপরেই টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিকের উদ্দেশ্যে এমন এক কমিটির গড়ার আবেদনের পাশাপাশি কয়েক দফা দাবিও জানায় 'বাংলা উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স'। ওদিকে ফেডারেশনের তরফে চালু হয়েছে 'সুরক্ষা বন্ধু'। যেখানে নারীরা এসে তাঁদের সঙ্গে কোনও আপত্তিকর ঘটনা ঘটলে তা নিয়ে অভিযোগ জানাতে পারবেন প্রমাণ সহ। ফেডারেশন অভিযোগকারিণীর নাম গোপন রাখবে বলে আশ্বাস দিয়েছে।
বিতর্কের জেরে পুরস্কার ফেরত দিয়েছেন সেলেব্রিটিরা:
আরজি কর কাণ্ডে পথে নেমেছেন বিভিন্ন বয়সের শিল্পীরা। এঁদের মধ্যে অনেকেই নিজের কাজের ক্যারিশ্মায় পেয়েছেন পুরস্কার। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক প্রশ্ন তোলেন প্রতিবাদকারী সরকারি কর্মীরা মাসিক বেতন এবং বোনাস নেবেন না? শিল্পীরা কি তাঁদের পুরস্কার ফিরিয়ে দেবেন? যেমন অনেক দুর্গা পূজা কমিটি অনুদান প্রত্যাখ্যান করেছেন। এরপরেই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে নাট্য শিল্পী বিপ্লব বন্দোপাধ্যায়, পরিচালক শুভদীপ (বাবন) গুহ এবং অভিনেতা চন্দন সেন তাঁদের প্রাপ্ত পুরস্কার ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।