দেরাদুন, 30 জানুয়ারি: দু'দু'টি আইফোন চুরি! তাও আবার হাইকোর্টের প্রধান বিচারপতির। চুরি হওয়া দু'টি আইফোনের সন্ধান পেতে হন্যে পুলিশ ৷ গত 26 জানুয়ারি উত্তরাখণ্ডের দেরাদুনে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল ৷ সেখানে বিকেলের দিকে তাঁর দু'টি আইফোন চুরি যায় বলে জানা গিয়েছে ৷
অনুষ্ঠানটি ছিল দেরাদুনের মুসৌরি রোডের ফুটহিল গার্ডেনে ৷ সেদিন ওই অনুষ্ঠানস্থলে বিকেল 4.45 থেকে 5.15 মিনিটের মধ্যে আইফোন দু'টি চুরি গিয়েছে বলে মনে করছে পুলিশ ৷ একটি আইফোন বিচারপতি সুনীতা আগরওয়ালের নিজস্ব ৷ অন্য আইফোনটি তাঁকে কিনে দিওয়া হয়েছিল আমেদাবাদের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তরফে ৷ তাই চুরির ঘটনার পর আমেদাবাদের রেজিস্ট্রার জেনারেল মুলচাঁদ ত্যাগী তড়িঘড়ি দেরাদুন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷
রাজপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পিডি ভাট জানিয়েছেন, আইফোন চুরি যাওয়ার একদিন পর 27 জানুয়ারি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আমেদাবাদের রেজিস্ট্রার জেনারেল মুলচাঁদ ত্যাগী ৷ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ৷
পুলিশ অনুষ্ঠান বাড়ি এবং তার আশপাশের রাস্তাগুলির সিসি ফুটেজ সংগ্রহ করার কাজ আরম্ভ করেছে ৷ কারা ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই তালিকা তৈরি করা হচ্ছে ৷ পুলিশ আধিকারিক পিডি ভাট বলেন, "আমরা কিছু তথ্য পেয়েছি ৷ আশা করি খুব দ্রুত দোষীকে ধরতে পারব ৷" তিনি আরও জানান প্রায় 100 জন সন্দেহভাজনের তালিকা তৈরি করেছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷