ETV Bharat / sports

টপকানো হল না ধাওয়ানকে, তবু অভিষেকে শতরান হাঁকিয়ে নজির ইংলিসের - JOSH INGLIS

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেকেই শতরান জোশ ইংলিসের ৷ তাও আবার মাত্র 90 বলে ৷ গলে রানের পাহাড়ে অজিরা ৷

JOSH INGLIS
শতরানের উচ্ছ্বাস ইংলিসের (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 30, 2025, 6:44 PM IST

গল, 30 জানুয়ারি: শতরান করলেন তিন ব্যাটার ৷ দ্বিশতরান এল এক ব্যাটারের থেকে ৷ সবমিলিয়ে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে রানের চূড়ায় অস্ট্রেলিয়া ৷ ওপেনার উসমান খোয়াজার কেরিয়ারের প্রথম দ্বিশতরান, সুনীল গাভাসকরের নজির ভেঙে স্টিভ স্মিথের 35তম টেস্ট শতরানের পর আত্মপ্রকাশে সেঞ্চুরি এল জোশ ইংলিসের ব্য়াটে ৷ যা মিডল-অর্ডার ব্যাটারকে পৌঁছে দিল এলিট ক্লাবে ৷ অভিষেক টেস্টে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্য়াটার হিসেবে তিন অঙ্কের রানে পৌঁছলেন ইংলিস ৷ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট আত্মপ্রকাশে দ্রুততম শতরানকারী হলেন 26টি ওয়ান-ডে খেলা ব্যাটার ৷

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ঝোড়ো শতরান আসে ইংলিসের ব্যাটে ৷ স্টিভ স্মিথ 141 রানে সাজঘরে ফেরার পর ক্রিজে নামেন তিনি ৷ মাত্র 90 বলে শতরান করে অভিষেককারী হিসেবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হয়ে যান জন্মসূত্রে ব্রিটেনের এই ক্রিকেটার ৷ পৃথ্বী শ, ডোয়ান স্মিথকে টপকে গেলেও টেস্ট অভিষেকে দ্রুততম শতরানকারী হিসেবে অল্পের জন্য শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেননি ইংলিস ৷ 2013 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে 85 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন 'গব্বর' ৷ যা আজও অক্ষত ৷ 94 বলে 102 রানে ইনিংস খেলে এদিন আউট হন ইংলিস ৷

চতুর্থ উইকেটে খোয়াজার সঙ্গে জুটিতে 146 রান যোগ করেন তিনি ৷ এরপর কেরিয়ারের প্রথম দ্বিশতরান পূর্ণ করে 232 রানে ফেরেন খোয়াজা ৷ ইংলিসের 102 রানে ঝোড়ো ইনিংস সাজানো ছিল 10টি চার এবং একটি ছক্কায় ৷ খোয়াজার 352 বলে 232 রানের ইনিংসে ছিল 16টি চার এবং একটি ছক্কা ৷ শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে 654 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া ৷ যা এশিয়ার মাটিতে তাঁদের সর্বাধিক রানের ইনিংস ৷

বুধবার টেস্ট ক্রিকেটে 10 হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর কেরিয়ারের 35তম সেঞ্চুরিও পূর্ণ করেছিলেন স্মিথ ৷ প্রথমদিন 104 রানে অপরাজিত অজি অধিনায়ক এদিন ফেরেন 141 রানে ৷ তাঁর 251 বলের ইনিংসে ছিল 12টি চার এবং দু'টি ছক্কা ৷ জবাবে ব্য়াট করতে নেমে দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান তিন উইকেট হারিয়ে 44 ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৷ স্বভাবতই ফাইনালে ওঠার আর কোনও সম্ভাবনা নেই দ্বীপরাষ্ট্রের ৷

একনজরে টেস্ট অভিষেকে দ্রুততম তিন শতরানকারী:

  1. শিখর ধাওয়ান- 85 বল বনাম অস্ট্রেলিয়া (2013)
  2. জোশ ইংলিস- 90 বল বনাম শ্রীলঙ্কা (2025)
  3. ডোয়েন স্মিথ- 93 বল বনাম দক্ষিণ আফ্রিকা (2014)

আরও পড়ুন:

গল, 30 জানুয়ারি: শতরান করলেন তিন ব্যাটার ৷ দ্বিশতরান এল এক ব্যাটারের থেকে ৷ সবমিলিয়ে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে রানের চূড়ায় অস্ট্রেলিয়া ৷ ওপেনার উসমান খোয়াজার কেরিয়ারের প্রথম দ্বিশতরান, সুনীল গাভাসকরের নজির ভেঙে স্টিভ স্মিথের 35তম টেস্ট শতরানের পর আত্মপ্রকাশে সেঞ্চুরি এল জোশ ইংলিসের ব্য়াটে ৷ যা মিডল-অর্ডার ব্যাটারকে পৌঁছে দিল এলিট ক্লাবে ৷ অভিষেক টেস্টে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্য়াটার হিসেবে তিন অঙ্কের রানে পৌঁছলেন ইংলিস ৷ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট আত্মপ্রকাশে দ্রুততম শতরানকারী হলেন 26টি ওয়ান-ডে খেলা ব্যাটার ৷

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ঝোড়ো শতরান আসে ইংলিসের ব্যাটে ৷ স্টিভ স্মিথ 141 রানে সাজঘরে ফেরার পর ক্রিজে নামেন তিনি ৷ মাত্র 90 বলে শতরান করে অভিষেককারী হিসেবে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হয়ে যান জন্মসূত্রে ব্রিটেনের এই ক্রিকেটার ৷ পৃথ্বী শ, ডোয়ান স্মিথকে টপকে গেলেও টেস্ট অভিষেকে দ্রুততম শতরানকারী হিসেবে অল্পের জন্য শিখর ধাওয়ানের রেকর্ড ভাঙতে পারেননি ইংলিস ৷ 2013 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে 85 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন 'গব্বর' ৷ যা আজও অক্ষত ৷ 94 বলে 102 রানে ইনিংস খেলে এদিন আউট হন ইংলিস ৷

চতুর্থ উইকেটে খোয়াজার সঙ্গে জুটিতে 146 রান যোগ করেন তিনি ৷ এরপর কেরিয়ারের প্রথম দ্বিশতরান পূর্ণ করে 232 রানে ফেরেন খোয়াজা ৷ ইংলিসের 102 রানে ঝোড়ো ইনিংস সাজানো ছিল 10টি চার এবং একটি ছক্কায় ৷ খোয়াজার 352 বলে 232 রানের ইনিংসে ছিল 16টি চার এবং একটি ছক্কা ৷ শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে 654 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া ৷ যা এশিয়ার মাটিতে তাঁদের সর্বাধিক রানের ইনিংস ৷

বুধবার টেস্ট ক্রিকেটে 10 হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর কেরিয়ারের 35তম সেঞ্চুরিও পূর্ণ করেছিলেন স্মিথ ৷ প্রথমদিন 104 রানে অপরাজিত অজি অধিনায়ক এদিন ফেরেন 141 রানে ৷ তাঁর 251 বলের ইনিংসে ছিল 12টি চার এবং দু'টি ছক্কা ৷ জবাবে ব্য়াট করতে নেমে দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান তিন উইকেট হারিয়ে 44 ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৷ স্বভাবতই ফাইনালে ওঠার আর কোনও সম্ভাবনা নেই দ্বীপরাষ্ট্রের ৷

একনজরে টেস্ট অভিষেকে দ্রুততম তিন শতরানকারী:

  1. শিখর ধাওয়ান- 85 বল বনাম অস্ট্রেলিয়া (2013)
  2. জোশ ইংলিস- 90 বল বনাম শ্রীলঙ্কা (2025)
  3. ডোয়েন স্মিথ- 93 বল বনাম দক্ষিণ আফ্রিকা (2014)

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.