কলকাতা, 30 জানুয়ারি: 10 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । ওই অধিবেশনে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্য বিধানসভা সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হতে চলেছে অধিবেশন । তার আগেই রাজ্য বিধানসভার নওশার আলি কক্ষে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ওইদিন দুপুর দুটোয় রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে । তার আগেই এই বৈঠক হবে । সূত্রের খবর, তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে দুপুর সাড়ে বারোটায় বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে । যতদূর জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী দুপুর একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে পারেন । এদিনের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস বিধায়করা ছাড়াও উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি ।
সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে । শেষ শীতকালীন অধিবেশনে বিধায়কদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেওয়ার পরেও তাঁদের কাজকর্মে তেমন পরিবর্তন দেখা যায়নি । এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল বিধায়কের কথায়, "সাধারণত এই ধরনের বৈঠকে বিধানসভার অধিবেশন কীভাবে ব্যবহার করতে হবে, সেই বার্তাই দেন দলনেত্রী । পাশাপাশি বিধানসভার ভেতরে এবং বাইরে দলের রণকৌশল নির্ধারণ করে দেন তিনি ।"
কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা নিয়ে যেভাবে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে, তাতে ওই বৈঠকে বিধায়কদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন দলনেত্রী । সবচেয়ে বড় কথা, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বিধায়কদের কর্তব্য সম্পর্কে দলকে অবগত করতে পারেন তিনি । বাজেট অধিবেশনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে কী বার্তা দেন সেটাই এখন দেখার ।
উল্লেখ্য, 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন । ফলে সেদিক থেকে এটাই হতে চলেছে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট । সুতরাং এবারের বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।