পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একসঙ্গে পৃথিবী ছাড়ার প্রতিশ্রুতি, মায়ের মৃত্যুর পর কথা রাখলেন মেয়ে - Tragic Incident in Murshidabad - TRAGIC INCIDENT IN MURSHIDABAD

Murshidabad Suicide: দুর্ঘটনায় মৃত্যু মায়ের ৷ শোকে বিহ্বল মেয়েও বেছে নিলেন আত্মহননের পথ ৷ শোকাতুর পরিবার ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:21 PM IST

মুর্শিদাবাদ, 3 মার্চ: মৃত্যুকে বেছে নিয়ে মায়ের সঙ্গেই পৃথিবী ছাড়লেন মেয়ে ৷ মঙ্গলবার এক দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের বড়ঞা থানার অমিত্য মুনি গ্রামের বাসিন্দা এক মহিলার ৷ মাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করেন বিশেষভাবে সক্ষম মেয়েও ৷ শোকের ছায়া এলাকায় ৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যান মা তরুলতা বিত্তার (49)। আচমকাই তিনি পা পিছলে তলিয়ে যান পুকুরের জলে। আশেপাশে সেই সময় কেউ না থাকায় তরলতা দেবীকে বাঁচানো সম্ভব হয়নি ৷ এরপর এলাকার এক ব্যক্তির নজরে এলে দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে ছিলেন তাঁর বিশেষভাবে সক্ষম মেয়ে তনুশ্রী বিত্তার (35)। মাকে এভাবে হারিয়ে যন্ত্রণা সহ্য করতে পারেননি মেয়ে ৷ এরপর ঘরে থাকা কীটনাশক খেয়ে নেন তনুশ্রী ৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে ৷ সেখান থেকেই খবর যায় বড়ঞা থানায় ৷ রাতেই মৃত্যু হয় মেয়েরও ৷

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। একই সঙ্গে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয়দের কথায়, মজার ছলেই একসময় নাকি মেয়ে বলেছিলেন তিনিও এই পৃথিবী ছেড়ে চলে যাবেন যদি মাকে হারান ৷ তবে সেই কথা যে সত্যি সত্যি ফলে যাবে এমনটা ভাবতে পারেননি পরিবারের লোকেরা ৷

ABOUT THE AUTHOR

...view details