পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'যে দেবে-সে নেবে', হিডকোর দায়িত্ব খুইয়ে নির্বিকার মন্ত্রী ফিরহাদ - HIDCO CONTROVERSY

হিডকোর দায়িত্ব থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়ার পর শুরু হয় বিতর্ক ৷ তা নিয়ে এবার মুখ খুললেন তিনি ৷

HIDCO CONTROVERSY
ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2024, 8:49 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফিরহাদ হাকিমের কাছ থেকে হিডকো'র দায়িত্ব নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও আগে তাঁর সিদ্ধান্ত জানতে চাওয়া হয় ৷ তারপরই হিডকো নিজের হাতে নেন মমতা। এই ঘটনায় তৈরি হয় প্রবল বিতর্ক। শেষমেশ, এনিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। জল্পনায় ইতি টেনে শুক্রবার তাঁর মন্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটাই দেবেন সেটাই মাথা পেতে নেব।"

আচমকা এমন সিদ্ধান্ত রাজনৈতিক মহলের একাংশকে অবশ্যই অবাক করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি-ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ফিরহাদ হাকিম । তাঁর হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিডকো নিজের হতে নেওয়াতে নানা বিতর্ক হয়। তবে বাকি সব দায়িত্ব যেমন ছিল তেমনই রয়েছে। নানা মহলে, নানা কথার জল্পনায় ইতি টেনে এদিন এই প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম শুক্রবার এনিয়ে বলেন, "এটাতে গুঞ্জনের কিছু নেই তো। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। উনি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এতে গুঞ্জনের কী আছে। এটা ক্যাবিনেট হয়ে এসেছে।"

হিডকোর দায়িত্ব খুইয়ে নির্বিকার মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "উনি নিয়েছেন যখন নিশ্চয়ই কোনও কারণে নিয়েছেন। সবটাই হল- পার (প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতর)-এর আন্ডারে। আমাদের যে ডিপার্টমেন্ট দেওয়া হয় এবং ট্রান্সফার হয় সবটাই পারের আন্ডারে। মুখ্যমন্ত্রীর আন্ডারে। সিএম দায়িত্ব ফিরিয়ে নিয়েছেন। এখন সিএম কী করবেন তা তিনিই জানেন। আমার যে দফতর, পদ (মেয়র) তা সিএমই দিয়েছেন আর তিনিই ঠিক করেন। যে দেবে, সে নেবে। নিশ্চয়ই তাঁর মাথায় কিছু প্ল্যান আছে । তাই উনি এমন সিদ্ধান্ত নিয়েছেন ৷"

মন্ত্রী ফিরহাদ আরও বলেন, "নেওয়া-দেওয়া, সাইড করা, এসব কোনও ব্যাপার নেই। আমার হাতে এখনও যা কাজ আছে যথেষ্ট। দ্বিতীয়ত, আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজটাই আমাকে দেবে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বই আমাকে দেবেন তা আমি মাথা পেতে নেব। দলের প্রথম দিনের সৈনিক আমি।"

ABOUT THE AUTHOR

...view details