কলকাতা, 22 নভেম্বর:পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলার পর তৎপর সিআইডি । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশের পরই, রাজ্যের একাধিক জায়গায় সিআইডি-কে স্থানীয় থানার সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালাতে নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ তারপরই ফলাফল মিলেছে হাতেনাতে । বৃহস্পতিবার রাতে রাজ্যের মোট সাতটি জায়গায় বিশেষ অভিযান চালায় সিআইডি । বাঁকুড়া, বিধাননগর, পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার ও হুগলি গ্রামীণ এলাকায় চলে তল্লাশি ৷ উদ্ধার হয় অস্ত্র ৷
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তরফে সিআইডিকে জানানো হয়, বিভিন্ন জেলা থেকে দুস্কৃতীদের খুঁজে বের করতে হবে । চালাতে হবে গোপন তল্লাশি অভিযান । তাঁর এই নির্দেশের পরই গতকাল রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত একটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিআইডি । সেখান থেকেই রাজেশ শেখ নামে এক ব্যক্তিকে তারা গ্রেফতার করে । তাঁর কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েক রাউন্ড কার্তুজ এবং একটি পাইপগান ।
গতকাল বিধাননগর কমিশনারেটের আওতাধীন বিধাননগর দক্ষিণ থানার কেসি ব্লক আইল্যান্ড এলাকা থেকে প্রিন্স কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি । তাঁর কাছ থেকে 16 রাউন্ড কার্তুজ এবং দুটি দেশি পিস্তল পাওয়া গিয়েছে । পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন জগদ্দল থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে সিআইডির গোয়েন্দারা সোমনাথ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি লোডেড আগ্নেয়াস্ত্র ।