কলকাতা, 27 মে: লোকসভা নির্বাচনের মধ্যেই স্বস্তি রাজ্য সরকারের ৷ কারণ, আগামী 31 মে মেয়াদ শেষ হচ্ছিল রাজ্য মুখ্যসচিব আইএএস ভগবতী প্রসাদ গোপালিকার ৷ আর তার পরেরদিন শনিবার ছিল কলকাতা-সহ দুই 24 পরগনার নির্বাচন ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল ৷ আজ সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক আইএএস বিপি গোপালিকার কর্মজীবনের মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে ৷ অর্থাৎ, 31 অগস্ট পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দায়িত্বপালন করবেন ৷
রাজ্যের আবেদনে সায় কেন্দ্রের, মুখ্যসচিব পদে 3 মাস মেয়াদ বাড়ল গোপালিকার - Tenure of BP Gopalika Extended - TENURE OF BP GOPALIKA EXTENDED
BP Gopalika Tenure Extend: লোকসভা নির্বাচনের সপ্তম দফার ঠিক আগেরদিন আইএএস হিসেবে কর্মজীবনের সমাপ্তি হওয়ার কথা ছিল মুখ্যসচিব বিপি গোপালিকার ৷ কিন্তু, রাজ্য সরকারের আবেদনে অবসরের সময়সীমা আরও কিছুটা পিছল তাঁর ৷
Published : May 27, 2024, 8:21 PM IST
যদিও, নবান্নের তরফে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রককে দেওয়া আবেদনপত্রে সময়সীমা 6 মাসের জন্য বাড়ানোর কথা বলা হয়েছিল ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে তিন মাসের জন্য মুখ্যসচিবের কাজের মেয়াদ বাড়ানো হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকের সচিব কবিতা চৌহ্বান রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে রাজ্যের আবেদনের ভিত্তিতে একটি চিঠি পাঠান ৷ সেখানে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের প্রস্তাব মেনে মুখ্যসচিব বিপি গোপালিকের কর্মজীবনের মেয়াদ 31 অগস্ট পর্যন্ত বাড়ানো হল ৷
অর্থাৎ, সম্পূর্ণ লোকসভা নির্বাচন ও তারপরেও বিপি গোপালিকাই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে থাকবেন ৷ প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল ভোট ঘোষণার পরপর ৷ সেই সময় বিবেক সহায়কে অস্থায়ী ডিজি পদে বসানো হয় কমিশনের তরফে ৷ কিন্তু, লোকসভা নির্বাচনের মধ্যেই বিবেক সহায়ের অবসরের সময় চলে আসে ৷ ফলে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে পরবর্তীতে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি ঘোষণা করা হয় ৷ যাতে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন ভাবে করা যায় ৷ এক্ষেত্রেও মনে করা হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনও সমস্যা না হয়, সেই কারণে আরও তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হল ভগবতী প্রসাদ গোপালিকার ৷